নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি। নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে গণ্যমান্য ব্যক্তি ও নেতা-কর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন অভিযোগ করে দলের আহ্বায়ক বলেন, ‘অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছে। আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না। সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে করতে হবে। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। সেই ওয়াদা জনগণের প্রতি সরকারের রয়েছে।’
নাহিদ বলেন, ‘যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই দৃশ্যমান সংস্কার ও বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারব। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্য আমরা ধরে রাখব। অবশ্যই গণ-অভ্যুত্থানের সঙ্গে আপস করে, এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা।’
নাহিদ আরও বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থান ও বর্তমান যাত্রা হচ্ছে, পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরোনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাচেতনার মধ্যে রয়েছে। আমরা আহ্বান জানাব নতুন পদ্ধতি গ্রহণ করতে। সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি; সেদিকে যেন আমরা যাই।’
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদ আলম মিতুসহ মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের সংস্কারের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে যাব। নির্বাচন করতেই আমরা রাজনৈতিক দল করেছি। নির্বাচনটি হতে হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়।’
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এর আগে গণ্যমান্য ব্যক্তি ও নেতা-কর্মীদের সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন অভিযোগ করে দলের আহ্বায়ক বলেন, ‘অনেকে ন্যূনতম সংস্কারের কথা বলছে। আমরা বলতে চাই, ন্যূনতম সংস্কার বলতে কিছু হয় না। সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ে করতে হবে। দেশের ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তন ও বিচার পাওয়ার জন্য। সেই ওয়াদা জনগণের প্রতি সরকারের রয়েছে।’
নাহিদ বলেন, ‘যে সময়সীমা দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যেই দৃশ্যমান সংস্কার ও বিচারের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারব। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্য আমরা ধরে রাখব। অবশ্যই গণ-অভ্যুত্থানের সঙ্গে আপস করে, এমন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় যাব না। আমাদের ঐক্যের জায়গা হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা।’
নাহিদ আরও বলেন, ‘আমাদের জুলাই গণ-অভ্যুত্থান ও বর্তমান যাত্রা হচ্ছে, পুরোনো বন্দোবস্তের পরিবর্তন ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা করা। ফ্যাসিবাদীরা পিছু হটলেও পুরোনো বন্দোবস্তের অনেক উপাদান আমাদের রাজনৈতিক দলগুলোর চিন্তাচেতনার মধ্যে রয়েছে। আমরা আহ্বান জানাব নতুন পদ্ধতি গ্রহণ করতে। সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশের দিকে যেতে চাচ্ছি; সেদিকে যেন আমরা যাই।’
সভায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আদিব, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণ) ডা. মাহমুদ আলম মিতুসহ মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
২ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৪ ঘণ্টা আগে