আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট খেয়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাড়িপাড়া গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে জাকারিয়া ও জুনায়েত। জাকারিয়া কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ ডিসেম্বর জাকারিয়াকে স্কুল থেকে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুট দেওয়া হয়। আজ শিশুটির মা মল্লিকা বেগম ছেলে জাকারিয়া ও এক বছরের শিশু জুনায়েতকে বিস্কুট খেতে দেন। ওই বিস্কুট খাওয়ার সঙ্গে সঙ্গে জুনায়েত অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্বজনেরা শিশুটিকে নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাদিয়া রাখি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা মল্লিক বেগম বলেন, ‘স্কুলের দেওয়া বিস্কুট খাইয়া মোর পোয়াডা মারা গেছে।’
প্রতিবেশী আব্দুল মজিদ বলেন, বিস্কুট খাওয়ার পর শিশুটির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিউটি বেগম বলেন, ‘উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ ওই বিস্কুট পাঁচ বছরের নিচের শিশুদের খাওয়ানো নিষেধ রয়েছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া রাখি মাটি বলেন, ‘ধারণা করা হচ্ছে শিশুটির শ্বাসনালিতে বিস্কুট আটকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।’
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য দেওয়া উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট খেয়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১১টার দিকে তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাড়িপাড়া গ্রামের আব্দুল জলিল হাওলাদারের ছেলে জাকারিয়া ও জুনায়েত। জাকারিয়া কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৩ ডিসেম্বর জাকারিয়াকে স্কুল থেকে উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুট দেওয়া হয়। আজ শিশুটির মা মল্লিকা বেগম ছেলে জাকারিয়া ও এক বছরের শিশু জুনায়েতকে বিস্কুট খেতে দেন। ওই বিস্কুট খাওয়ার সঙ্গে সঙ্গে জুনায়েত অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক স্বজনেরা শিশুটিকে নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক সাদিয়া রাখি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মা মল্লিক বেগম বলেন, ‘স্কুলের দেওয়া বিস্কুট খাইয়া মোর পোয়াডা মারা গেছে।’
প্রতিবেশী আব্দুল মজিদ বলেন, বিস্কুট খাওয়ার পর শিশুটির শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে কড়াইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিউটি বেগম বলেন, ‘উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ ওই বিস্কুট পাঁচ বছরের নিচের শিশুদের খাওয়ানো নিষেধ রয়েছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া রাখি মাটি বলেন, ‘ধারণা করা হচ্ছে শিশুটির শ্বাসনালিতে বিস্কুট আটকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে।’
তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কুলকান্দী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ বলেন, আনন্দ বাজার এলাকায় দেশীয় অস্ত্রসহ ঘোরাফেরা করতে দেখে আনোয়ারকে আটক করে স্থানীয় লোকজন ইউপি কার্যালয়ে এনে গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে সেনাবাহিনীর একটি দল তাঁকে থানায় নিয়ে যায়।
২৯ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
২ ঘণ্টা আগে