মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের আশ্বাসে বাড়িতে এনে এক তরুণীকে (২৬) নির্যাতনের মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বপন কুমার দাস এ রায় ঘোষণা করেন। ৬ ফেব্রুয়ারি এ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল।
অভিযুক্ত যুবকের নাম মাহবুব আলম আলমীর (৩০)। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভোলা জেলা অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মাহবুব আলম উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামের সাখাওয়াত হাওলাদারের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বলে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই তরুণীর দায়ের করা সিআর-৩০/২৩ মামলায় সোমবার এনএসআই সদস্য মাহবুব আলম আলমীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। তবে এ মামলার অপর দুই আসামি আলমীরের বাবা সাখাওয়াত হোসেন ও মা সাহানা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।’
মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ মাহবুব আলম আলমীর। ভোলা জেলা এনএসআই অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত রয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালে ঢাকা যাওয়ার পথে একটি বাসে পরিচয় হয় ওই তরুণী ও মাহবুব আলম আলমীরের। এরপর মোবাইল ফোনে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকায় বোনের বাসায় তরুণী ও আলমীরের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়। ২০২০ সালে মাহবুব আলমের এনএসআইয়ে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয়। গত ২২ ডিসেম্বর মাহবুব আলম অভিভাবকের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই তরুণীকে বিয়ে করবেন বলে গ্রামের বাড়িতে আসতে বলেন। তরুণী ওই দিন মাহবুবের গ্রামের বাড়ি মাধবখালীতে যান। পরে অভিযুক্ত মাহবুব ওই তরুণীকে বিয়ে না করে, উল্টো মা-বাবাকে সঙ্গে নিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করেন।
এ বিষয়ে ওই তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘মাহবুবের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের দাবি করলে, সে তা বারবার প্রত্যাখ্যান করে আসছিল। বিয়ের দাবিতে গত ২২ ডিসেম্বর মাহবুব আলমের বাড়িতে গেলে তাঁর মা-বাবাকে সাথে নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে তাড়িয়ে দেয়।’

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিয়ের আশ্বাসে বাড়িতে এনে এক তরুণীকে (২৬) নির্যাতনের মামলায় এক যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক স্বপন কুমার দাস এ রায় ঘোষণা করেন। ৬ ফেব্রুয়ারি এ আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল।
অভিযুক্ত যুবকের নাম মাহবুব আলম আলমীর (৩০)। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ভোলা জেলা অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে। মাহবুব আলম উপজেলার মাধবখালী ইউনিয়নের মাধবখালী গ্রামের সাখাওয়াত হাওলাদারের ছেলে। ভুক্তভোগী তরুণীর বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় বলে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী এইচ এম মোজাম্মেল হক বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘ওই তরুণীর দায়ের করা সিআর-৩০/২৩ মামলায় সোমবার এনএসআই সদস্য মাহবুব আলম আলমীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক স্বপন কুমার দাস তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। তবে এ মামলার অপর দুই আসামি আলমীরের বাবা সাখাওয়াত হোসেন ও মা সাহানা বেগমের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।’
মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনো মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদ মাহবুব আলম আলমীর। ভোলা জেলা এনএসআই অফিসে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত রয়েছেন।
মামলার বিবরণীতে জানা যায়, ২০১১ সালে ঢাকা যাওয়ার পথে একটি বাসে পরিচয় হয় ওই তরুণী ও মাহবুব আলম আলমীরের। এরপর মোবাইল ফোনে তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঢাকায় বোনের বাসায় তরুণী ও আলমীরের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়। ২০২০ সালে মাহবুব আলমের এনএসআইয়ে কম্পিউটার অপারেটর পদে চাকরি হয়। গত ২২ ডিসেম্বর মাহবুব আলম অভিভাবকের সঙ্গে আলোচনা সাপেক্ষে ওই তরুণীকে বিয়ে করবেন বলে গ্রামের বাড়িতে আসতে বলেন। তরুণী ওই দিন মাহবুবের গ্রামের বাড়ি মাধবখালীতে যান। পরে অভিযুক্ত মাহবুব ওই তরুণীকে বিয়ে না করে, উল্টো মা-বাবাকে সঙ্গে নিয়ে তাঁকে শারীরিক নির্যাতন করেন।
এ বিষয়ে ওই তরুণী আজকের পত্রিকাকে বলেন, ‘মাহবুবের সাথে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বিয়ের দাবি করলে, সে তা বারবার প্রত্যাখ্যান করে আসছিল। বিয়ের দাবিতে গত ২২ ডিসেম্বর মাহবুব আলমের বাড়িতে গেলে তাঁর মা-বাবাকে সাথে নিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন করে তাড়িয়ে দেয়।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৫ ঘণ্টা আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
৫ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
৬ ঘণ্টা আগে
রাজধানীতে তুচ্ছ ঘটনায় মব সৃষ্টি করে শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পাবনার আইনজীবীরা।
৭ ঘণ্টা আগে