নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয়।
এদিকে অবরোধের কারণে বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া কাউন্টারের সামনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অবরোধের কারণে টার্মিনাল ও দূরদূরান্ত থেকে আসা সব ধরনের যানবাহন এক ঘণ্টার বেশি সময় ধরে চলাচল করতে পারেনি।
বরগুনা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী রফিকুল আলম বলেন, ‘আমাদের বাস বরগুনা থেকে এসেছে, কিন্তু টার্মিনাল এলাকায় এসে অবরোধের কারণে আটকে পড়ে। এক ঘণ্টা হয়েছে এখানে আটকে আছি।’
সুজন চৌধুরী নামের আরেক যাত্রী বলেন, ‘এ ধরনের অবরোধ হলে সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়। সড়কে কোনো শৃঙ্খলাব্যবস্থা নেই।’
বাসশ্রমিক সাহাদাত হোসেন লিটন বলেন, ‘বাস চালানোর সময় প্রশাসনের ভয়ে থাকতে হয়। একটি বাসের গতি ৬০ কিলোমিটার অতিক্রম করলেই মামলা দেওয়া হচ্ছে।’
গোলাম রাব্বি নামের আরেক বাসশ্রমিক বলেন, ‘ট্রাফিক পুলিশ সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে মামলা দেওয়া শুরু করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।’
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত গতিতে বাস চালানো রোধে মামলার জেরে বাসশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’

বাসের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের মামলার জেরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। আজ শুক্রবার বেলা ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন মহাসড়ক এক ঘণ্টা ধরে অবরোধ করে রাখা হয়।
এদিকে অবরোধের কারণে বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দুই পাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে বাসযাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ছাড়া কাউন্টারের সামনেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অবরোধের কারণে টার্মিনাল ও দূরদূরান্ত থেকে আসা সব ধরনের যানবাহন এক ঘণ্টার বেশি সময় ধরে চলাচল করতে পারেনি।
বরগুনা থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে আসা যাত্রী রফিকুল আলম বলেন, ‘আমাদের বাস বরগুনা থেকে এসেছে, কিন্তু টার্মিনাল এলাকায় এসে অবরোধের কারণে আটকে পড়ে। এক ঘণ্টা হয়েছে এখানে আটকে আছি।’
সুজন চৌধুরী নামের আরেক যাত্রী বলেন, ‘এ ধরনের অবরোধ হলে সবচেয়ে বেশি কষ্ট আমাদের হয়। সড়কে কোনো শৃঙ্খলাব্যবস্থা নেই।’
বাসশ্রমিক সাহাদাত হোসেন লিটন বলেন, ‘বাস চালানোর সময় প্রশাসনের ভয়ে থাকতে হয়। একটি বাসের গতি ৬০ কিলোমিটার অতিক্রম করলেই মামলা দেওয়া হচ্ছে।’
গোলাম রাব্বি নামের আরেক বাসশ্রমিক বলেন, ‘ট্রাফিক পুলিশ সকাল ৬টা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে মামলা দেওয়া শুরু করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।’
বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘অতিরিক্ত গতিতে বাস চালানো রোধে মামলার জেরে বাসশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।’

বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
২৫ মিনিট আগে
পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন নির্বাচনী মাঠ গরমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা মন্তব্য করে সরব রয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে পরীক্ষা দিতে এসে বাবার মৃত্যুসংবাদ পান এক পরীক্ষার্থী। শোক আর কান্না বুকে চেপেই শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন তিনি। ওই পরীক্ষার্থীর নাম সালমা খাতুন। তিনি জেলার চৌহালী উপজেলার কোদালিয়া গ্রামের আব্দুস সামাদ মুন্সির মেয়ে।
১ ঘণ্টা আগে
দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করার অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির
১ ঘণ্টা আগে