Ajker Patrika

রোগী দেখে ফেরার পথে সড়কে আহত চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রোগী দেখে ফেরার পথে সড়কে আহত চিকিৎসকের মৃত্যু
শরিফুজ্জামান মাহিন। ছবি: সংগৃহীত

রোগী দেখে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক শরিফুজ্জামান মাহিন (২৮) মারা গেছেন। আজ রোববার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষে আহত হন মাহিন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত মাহিন গৌরনদী পৌরসভার আশোকাঠী গ্রামের সৈয়দ শাহ আলমের ছেলে। তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এমবিবিএস পাসের পর গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে রোগী দেখতেন মাহিন।

নিহতের স্বজনেরা জানান, ভুরঘাটা একটি ক্লিনিকে চেম্বার শেষে গতকাল দুপুরে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন মাহিন। এরপর তিনি সংঘর্ষে গুরুতর আহত হওয়ায় শেবাচিম হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে আজ সকালে মারা যান।

ওসি আমিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত