প্রতিনিধি

বরিশাল: সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়া ঘাটে ভাড়া আদায়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এই ঘাটে সরকার জনপ্রতি ৭ টাকা ভাড়া নির্ধারণ করে দিলেও আদায় করা হচ্ছে ৩০ টাকা। রাত নামলে এ ভাড়া বেড়ে ৫০ থেকে ১০০ টাকায়ও ঠেকে। আর বিকল্প উপায় না থাকায় অতিরিক্ত ভাড়ায় পার হতে বাধ্য হচ্ছেন দৈনিক কয়েক হাজার যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই এ খেয়াঘাট দিয়ে কয়েক হাজার মানুষ পারাপার করেন। সরকারি নিয়ম অনুযায়ী শায়েস্তাবাদ খেয়াঘাটে জনপ্রতি ৭ টাকা, বাইসাইকেল ১০ টাকা ও মোটরসাইকেল ২০ টাকা করে পারাপারের কথা রয়েছে। কিন্তু ঘাটে এই নিয়মের বালাই নেই। খেয়াঘাটে টোল আদায়ের চার্ট টানানো থাকলেও তার তোয়াক্কা করছেন না ইজারাদার ও মাঝিরা। এভাবে জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগও আছে।
স্থানীয় বাসিন্দা কবির গাজি বলেন, এই খেয়া ঘাটে জুলুম চলছে। এই অনিয়ম দেখার কেউ নেই। ইজারাদার কালাম ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে রাখছেন। কেউ প্রতিবাদ করলে কালাম বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হচ্ছে।
তবে ঘাটের ইজারাদার মো. কালাম যাত্রীদের জোর করার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি রেটে এই ঘাটে জনপ্রতি মানুষের ভাড়া ১০ টাকা। সেই অনুযায়ী রেটও টানানো আছে। কিন্তু বন্যার কারণে প্রায় সব ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ট্রলার দিয়ে পারাপার করানো হচ্ছে। তাই মাঝিদের ২০ টাকা করে ভাড়া নিতে বলা হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, শায়েস্তাবাদ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল: সদর উপজেলার শায়েস্তাবাদ খেয়া ঘাটে ভাড়া আদায়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। এই ঘাটে সরকার জনপ্রতি ৭ টাকা ভাড়া নির্ধারণ করে দিলেও আদায় করা হচ্ছে ৩০ টাকা। রাত নামলে এ ভাড়া বেড়ে ৫০ থেকে ১০০ টাকায়ও ঠেকে। আর বিকল্প উপায় না থাকায় অতিরিক্ত ভাড়ায় পার হতে বাধ্য হচ্ছেন দৈনিক কয়েক হাজার যাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনই এ খেয়াঘাট দিয়ে কয়েক হাজার মানুষ পারাপার করেন। সরকারি নিয়ম অনুযায়ী শায়েস্তাবাদ খেয়াঘাটে জনপ্রতি ৭ টাকা, বাইসাইকেল ১০ টাকা ও মোটরসাইকেল ২০ টাকা করে পারাপারের কথা রয়েছে। কিন্তু ঘাটে এই নিয়মের বালাই নেই। খেয়াঘাটে টোল আদায়ের চার্ট টানানো থাকলেও তার তোয়াক্কা করছেন না ইজারাদার ও মাঝিরা। এভাবে জিম্মি করে বাড়তি ভাড়া আদায়ের প্রতিবাদ করায় যাত্রীদের লাঞ্ছিত করার অভিযোগও আছে।
স্থানীয় বাসিন্দা কবির গাজি বলেন, এই খেয়া ঘাটে জুলুম চলছে। এই অনিয়ম দেখার কেউ নেই। ইজারাদার কালাম ভয় দেখিয়ে যাত্রীদের জিম্মি করে রাখছেন। কেউ প্রতিবাদ করলে কালাম বাহিনীর হাতে লাঞ্ছিত হতে হচ্ছে।
তবে ঘাটের ইজারাদার মো. কালাম যাত্রীদের জোর করার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি রেটে এই ঘাটে জনপ্রতি মানুষের ভাড়া ১০ টাকা। সেই অনুযায়ী রেটও টানানো আছে। কিন্তু বন্যার কারণে প্রায় সব ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে। একটি ট্রলার দিয়ে পারাপার করানো হচ্ছে। তাই মাঝিদের ২০ টাকা করে ভাড়া নিতে বলা হয়েছে।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিবুর রহমান বলেন, শায়েস্তাবাদ খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ভারত থেকে কারাভোগ শেষে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ১৭ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৯-আর-সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
৩৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
২ ঘণ্টা আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে