নিজস্ব প্রতিবেদক, বরিশাল

নিজস্ব শিক্ষক ছাড়াই যাত্রা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আলোচিত সমাজকর্ম বিভাগের। লাইব্রেরি ভবনের পাঠকক্ষে আপাতত ভর্তি হওয়া ২৪ শিক্ষার্থীর পাঠদান হবে। এই জন্য সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষককে খণ্ডকালীন হিসেবে নেওয়া হয়েছে।
সমাজকর্ম বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ মঙ্গলবার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। এতে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও নতুন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভুয়া।
ট্রেজারার আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রা হলেও সমাজকর্ম বিভাগে এখনো কোনো শিক্ষক দেওয়া যায়নি। অন্য বিভাগের একজন শিক্ষককে চেয়ারম্যান করে এগোচ্ছে।’ ক্লাস রুম প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যানেজ করা হয়েছে।’
ট্রেজারার আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে হবে। কিন্তু ববিকে সেরকম করার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে।’
সমাজকর্ম বিভাগের একমাত্র শিক্ষক (খণ্ডকালীন) প্রভাষক ফারজানা আফরোজ আজকের পত্রিকাকে জানান, তিনি খণ্ডকালীন হিসেবে এই বিভাগের একটি কোর্স নেবেন। নতুন শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ বিভাগের কোনো শিক্ষক এখনো নেই। তাদের ক্লাস রুম দেওয়া হয়েছে লাইব্রেরিতে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ছাত্র জানান, ববির ২৪টি বিভাগে শ্রেণিকক্ষ সংকট তীব্র। মাঠেই ক্লাস হচ্ছে অনেক বিভাগের। এমন সংকট সত্ত্বেও নতুন করে সমাজকর্ম বিভাগ চালু করায় ওই ২৪ শিক্ষার্থী কী শিখবে, কোথায় বসবে? অথচ এই বিভাগের শিক্ষক নেই একজনও। ভর্তির পছন্দপত্রে বিভাগটি ছিল না। উপাচার্য সমাজকর্ম বিভাগের শিক্ষক হওয়ায় তাঁর ইচ্ছায়ই জোড়াতালি দিয়ে বিভাগটি চালু করায় পাঠদান নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘শুধু শ্রেণিকক্ষ নয়, শিক্ষক-কর্মকর্তাদের কক্ষেরও সংকট। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়েই সমাজকর্ম বিভাগ চালু করা হয়েছে।’

নিজস্ব শিক্ষক ছাড়াই যাত্রা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আলোচিত সমাজকর্ম বিভাগের। লাইব্রেরি ভবনের পাঠকক্ষে আপাতত ভর্তি হওয়া ২৪ শিক্ষার্থীর পাঠদান হবে। এই জন্য সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষককে খণ্ডকালীন হিসেবে নেওয়া হয়েছে।
সমাজকর্ম বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ মঙ্গলবার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। এতে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও নতুন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভুয়া।
ট্রেজারার আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রা হলেও সমাজকর্ম বিভাগে এখনো কোনো শিক্ষক দেওয়া যায়নি। অন্য বিভাগের একজন শিক্ষককে চেয়ারম্যান করে এগোচ্ছে।’ ক্লাস রুম প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যানেজ করা হয়েছে।’
ট্রেজারার আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে হবে। কিন্তু ববিকে সেরকম করার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে।’
সমাজকর্ম বিভাগের একমাত্র শিক্ষক (খণ্ডকালীন) প্রভাষক ফারজানা আফরোজ আজকের পত্রিকাকে জানান, তিনি খণ্ডকালীন হিসেবে এই বিভাগের একটি কোর্স নেবেন। নতুন শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ বিভাগের কোনো শিক্ষক এখনো নেই। তাদের ক্লাস রুম দেওয়া হয়েছে লাইব্রেরিতে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ছাত্র জানান, ববির ২৪টি বিভাগে শ্রেণিকক্ষ সংকট তীব্র। মাঠেই ক্লাস হচ্ছে অনেক বিভাগের। এমন সংকট সত্ত্বেও নতুন করে সমাজকর্ম বিভাগ চালু করায় ওই ২৪ শিক্ষার্থী কী শিখবে, কোথায় বসবে? অথচ এই বিভাগের শিক্ষক নেই একজনও। ভর্তির পছন্দপত্রে বিভাগটি ছিল না। উপাচার্য সমাজকর্ম বিভাগের শিক্ষক হওয়ায় তাঁর ইচ্ছায়ই জোড়াতালি দিয়ে বিভাগটি চালু করায় পাঠদান নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘শুধু শ্রেণিকক্ষ নয়, শিক্ষক-কর্মকর্তাদের কক্ষেরও সংকট। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়েই সমাজকর্ম বিভাগ চালু করা হয়েছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে