নিজস্ব শিক্ষক ছাড়াই যাত্রা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আলোচিত সমাজকর্ম বিভাগের। লাইব্রেরি ভবনের পাঠকক্ষে আপাতত ভর্তি হওয়া ২৪ শিক্ষার্থীর পাঠদান হবে। এই জন্য সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১ জন শিক্ষককে খণ্ডকালীন হিসেবে নেওয়া হয়েছে।
সমাজকর্ম বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আজ মঙ্গলবার পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন। এতে সভাপতিত্ব করেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও নতুন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অসীম কুমার নন্দী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ বদরুজ্জামান ভুয়া।
ট্রেজারার আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রা হলেও সমাজকর্ম বিভাগে এখনো কোনো শিক্ষক দেওয়া যায়নি। অন্য বিভাগের একজন শিক্ষককে চেয়ারম্যান করে এগোচ্ছে।’ ক্লাস রুম প্রসঙ্গে তিনি বলেন, ‘ম্যানেজ করা হয়েছে।’
ট্রেজারার আরও বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে হবে। কিন্তু ববিকে সেরকম করার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে।’
সমাজকর্ম বিভাগের একমাত্র শিক্ষক (খণ্ডকালীন) প্রভাষক ফারজানা আফরোজ আজকের পত্রিকাকে জানান, তিনি খণ্ডকালীন হিসেবে এই বিভাগের একটি কোর্স নেবেন। নতুন শিক্ষাবর্ষে ২৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এ বিভাগের কোনো শিক্ষক এখনো নেই। তাদের ক্লাস রুম দেওয়া হয়েছে লাইব্রেরিতে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও ছাত্র জানান, ববির ২৪টি বিভাগে শ্রেণিকক্ষ সংকট তীব্র। মাঠেই ক্লাস হচ্ছে অনেক বিভাগের। এমন সংকট সত্ত্বেও নতুন করে সমাজকর্ম বিভাগ চালু করায় ওই ২৪ শিক্ষার্থী কী শিখবে, কোথায় বসবে? অথচ এই বিভাগের শিক্ষক নেই একজনও। ভর্তির পছন্দপত্রে বিভাগটি ছিল না। উপাচার্য সমাজকর্ম বিভাগের শিক্ষক হওয়ায় তাঁর ইচ্ছায়ই জোড়াতালি দিয়ে বিভাগটি চালু করায় পাঠদান নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ছাদেকুল আরেফিন বলেন, ‘শুধু শ্রেণিকক্ষ নয়, শিক্ষক-কর্মকর্তাদের কক্ষেরও সংকট। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন নিয়েই সমাজকর্ম বিভাগ চালু করা হয়েছে।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে