নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ দখলমুক্ত করার দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ক্রীড়াপ্রেমীরা। ‘মোহামেডান ক্লাব রক্ষা কমিটি’র উদ্যোগে আজ বুধবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সম্প্রতি সিটি করপোরেশন ৮০ বছরের ক্লাবটি রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়। এক মাস আগে ক্লাব রক্ষা কমিটি গঠনের পর এই প্রথম কর্মসূচি পালিত হলো। এ সময় তাঁরা খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণে হুঁশিয়ারি জানান। কর্মসূচিতে একদল কিশোর-কিশোরী প্রতিবাদের ভাষা হিসেবে ব্যাডমিন্টন খেলার ব্যাট নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
নগরের দক্ষিণ সদর রোডে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আধা পাকা স্থাপনা গত ১১ জানুয়ারি গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। ক্লাবের ভিটার ওপর স্থাপন করা হয়েছে অস্থায়ী পাবলিক টয়লেট। এ নিয়ে নগরের সচেতন নাগরিক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ক্লাব রক্ষা কমিটির ব্যানারে ক্ষুব্ধ জনতা আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাবের জমিতে মানববন্ধন করেন। এ সময় ‘খেলার মাঠ দখল করে স্থাপনা চলবে না,’ ‘খেলার মাঠ ফিরিয়ে দাও দিতে হবে’—এমন নানা স্লোগান দেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, ৮০ বছরের পুরোনো ক্লাবটি বরিশালের ক্রীড়াঙ্গনের ইতিহাসের অংশ। তৎকালীন জমিদার ক্লাবের নামে ৩৩ শতাংশ জমি দান করেছেন। ক্লাবের নামে এসএ এবং বিএস পর্চা রয়েছে। কোনো নোটিশ ছাড়াই রাতের আঁধারে ক্লাবের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখল করেছে বরিশাল সিটি করপোরেশন।
বক্তারা আরও বলেন, একটি ক্রীড়াপ্রতিষ্ঠান সচল না থাকলে প্রণোদনা দিয়ে সেটি সচল করার দায়িত্ব প্রশাসন ও জনপ্রতিনিধিদের। জমি দখল করে সেখানে টয়লেট স্থাপনা একজন জনপ্রতিনিধির (মেয়র) কুরুচির পরিচয় প্রকাশ পায়। ক্লাবের জমি অবিলম্বে ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলন রাজধানী পর্যন্ত ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন বক্তারা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব রক্ষা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব নজরুল ইসলাম খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু, বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট লীগের নৃপেন্দ্র নাথ বাড়ৈ, পরিবেশবিদ কাজী মিজানুর রহমান, ইমামুল হাসান শামীম, গণনাট্য সংস্থার শাহ আজিজুর রহমান খোকন, শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের বিজন সিকদার প্রমুখ।
এ ব্যাপারে শুরু থেকেই বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান কোনো বক্তব্য দিতে চাননি। বিষয়টি স্পষ্টও করেনি সিটি করপোরেশন।

ঐতিহ্যবাহী বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মাঠ দখলমুক্ত করার দাবিতে নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ক্রীড়াপ্রেমীরা। ‘মোহামেডান ক্লাব রক্ষা কমিটি’র উদ্যোগে আজ বুধবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সম্প্রতি সিটি করপোরেশন ৮০ বছরের ক্লাবটি রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়। এক মাস আগে ক্লাব রক্ষা কমিটি গঠনের পর এই প্রথম কর্মসূচি পালিত হলো। এ সময় তাঁরা খেলার মাঠ দখল করে স্থাপনা নির্মাণে হুঁশিয়ারি জানান। কর্মসূচিতে একদল কিশোর-কিশোরী প্রতিবাদের ভাষা হিসেবে ব্যাডমিন্টন খেলার ব্যাট নিয়ে মানববন্ধনে অংশ নেয়।
নগরের দক্ষিণ সদর রোডে ১৯৪২ সালে প্রতিষ্ঠিত বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের আধা পাকা স্থাপনা গত ১১ জানুয়ারি গভীর রাতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন। ক্লাবের ভিটার ওপর স্থাপন করা হয়েছে অস্থায়ী পাবলিক টয়লেট। এ নিয়ে নগরের সচেতন নাগরিক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ক্লাব রক্ষা কমিটির ব্যানারে ক্ষুব্ধ জনতা আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাবের জমিতে মানববন্ধন করেন। এ সময় ‘খেলার মাঠ দখল করে স্থাপনা চলবে না,’ ‘খেলার মাঠ ফিরিয়ে দাও দিতে হবে’—এমন নানা স্লোগান দেন তাঁরা। পরে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মো. রফিকুল ইসলাম।
মানববন্ধনে বক্তারা বলেন, ৮০ বছরের পুরোনো ক্লাবটি বরিশালের ক্রীড়াঙ্গনের ইতিহাসের অংশ। তৎকালীন জমিদার ক্লাবের নামে ৩৩ শতাংশ জমি দান করেছেন। ক্লাবের নামে এসএ এবং বিএস পর্চা রয়েছে। কোনো নোটিশ ছাড়াই রাতের আঁধারে ক্লাবের স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখল করেছে বরিশাল সিটি করপোরেশন।
বক্তারা আরও বলেন, একটি ক্রীড়াপ্রতিষ্ঠান সচল না থাকলে প্রণোদনা দিয়ে সেটি সচল করার দায়িত্ব প্রশাসন ও জনপ্রতিনিধিদের। জমি দখল করে সেখানে টয়লেট স্থাপনা একজন জনপ্রতিনিধির (মেয়র) কুরুচির পরিচয় প্রকাশ পায়। ক্লাবের জমি অবিলম্বে ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলন রাজধানী পর্যন্ত ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আইনি লড়াইয়ের কথা জানিয়েছেন বক্তারা।
মোহামেডান স্পোর্টিং ক্লাব রক্ষা কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা মীর আমিন উদ্দিন মোহনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব নজরুল ইসলাম খান, সম্মিলিত সামাজিক আন্দোলনের কাজী এনায়েত হোসেন শিপলু, বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট লীগের নৃপেন্দ্র নাথ বাড়ৈ, পরিবেশবিদ কাজী মিজানুর রহমান, ইমামুল হাসান শামীম, গণনাট্য সংস্থার শাহ আজিজুর রহমান খোকন, শ্রমিক ফ্রন্টের শহিদুল ইসলাম, ছাত্র ফ্রন্টের বিজন সিকদার প্রমুখ।
এ ব্যাপারে শুরু থেকেই বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার রোহান কোনো বক্তব্য দিতে চাননি। বিষয়টি স্পষ্টও করেনি সিটি করপোরেশন।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে