ভিসির পদত্যাগ দাবি
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (১২ মে) রাত ৯টার দিকে ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।
এর আগে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর ২টা থেকে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেবেন। ফলে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে চলমান আন্দোলন আরও সংঘটিত রূপ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘গত ২৮ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু একবারের জন্যও উপাচার্য আমাদের সঙ্গে বসার চেষ্টা করেননি বরং আন্দোলনের শেষ পর্যায়ে এসে রাতের বেলায় ফেসবুক লাইভে কথা বলার আগ্রহ দেখাচ্ছেন, যাকে আমরা আগেই অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের ফল নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সিদ্ধান্তের ওপর। আমরা বারবার বার্তা পৌঁছালেও কেউ গুরুত্ব দেয়নি।’
সুজয় আরও জানান, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি—ভিসির অপসারণ—মানা না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। আজ রাত থেকেই শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে বসেছে।’
তিনি উপাচার্য শুচিতা শরমিনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে বলেন, ‘এমন মানুষের হাতে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে দিতে পারি না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাব।’
এদিকে রাত ১০টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন ফেসবুক লাইভে আসেন। সেখানে শিক্ষার্থীরা তাঁকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন।
বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ক্যানসার আক্রান্ত ছাত্রী জিমি চিকিৎসা সহায়তার আবেদন করেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। অভিযোগ অনুযায়ী, চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত জিমির মৃত্যু হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (১২ মে) রাত ৯টার দিকে ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।
এর আগে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার দুপুর ২টা থেকে তাঁরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে দক্ষিণাঞ্চল অচল করে দেবেন। ফলে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি নিয়ে চলমান আন্দোলন আরও সংঘটিত রূপ নিচ্ছে।
সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী সুজয় শুভ বলেন, ‘গত ২৮ দিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। কিন্তু একবারের জন্যও উপাচার্য আমাদের সঙ্গে বসার চেষ্টা করেননি বরং আন্দোলনের শেষ পর্যায়ে এসে রাতের বেলায় ফেসবুক লাইভে কথা বলার আগ্রহ দেখাচ্ছেন, যাকে আমরা আগেই অবাঞ্ছিত ঘোষণা করেছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলনের ফল নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের আচার্য, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সিদ্ধান্তের ওপর। আমরা বারবার বার্তা পৌঁছালেও কেউ গুরুত্ব দেয়নি।’
সুজয় আরও জানান, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের এক দফা দাবি—ভিসির অপসারণ—মানা না হবে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাব। আজ রাত থেকেই শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে বসেছে।’
তিনি উপাচার্য শুচিতা শরমিনকে ‘ফ্যাসিস্ট’ আখ্যায়িত করে বলেন, ‘এমন মানুষের হাতে আমরা আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে দিতে পারি না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনে যাব।’
এদিকে রাত ১০টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিন ফেসবুক লাইভে আসেন। সেখানে শিক্ষার্থীরা তাঁকে নানা প্রশ্নবাণে জর্জরিত করেন।
বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে মামলা দায়ের এবং ক্যানসার আক্রান্ত ছাত্রী জিমি চিকিৎসা সহায়তার আবেদন করেও সহযোগিতা না পাওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। অভিযোগ অনুযায়ী, চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত জিমির মৃত্যু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৩ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৪ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে