নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে উজিরপুরে কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে পাশের উপজেলা বানারীপাড়ার কালির বাজার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।
তানহা ভবানীপুর এলাকার কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। সে এ বছর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তানহার মা রাবেয়া তালুকদার তানিয়া বলেন, মঙ্গলবার দুপুরে ছেলেকে নিয়ে কচা নদীতে গোসল করতে নামা হয়। এ সময় তানহাও গোসল করতে যায়। তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় তানহা। পরে স্থানীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা সন্ধান করেও মেয়েকে উদ্ধার করতে পারেনি।
উজিরপুর ফায়ার সার্ভিস টিম লিডার কলিমুল্লাহ বলেন, বরিশাল থেকে ডুবুরি টিম এনেও প্রবল স্রোতে কিশোরীকে উদ্ধার করা যায়নি। আজ সকালে বানারীপাড়ায় নদী থেকে তানহার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এসআই শফিকুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশালে উজিরপুরে কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর তাসনিম তানহার (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে পাশের উপজেলা বানারীপাড়ার কালির বাজার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভবানীপুর এলাকার কচা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে।
তানহা ভবানীপুর এলাকার কামরুল হাসান নাসিম মোল্লার কন্যা। সে এ বছর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
তানহার মা রাবেয়া তালুকদার তানিয়া বলেন, মঙ্গলবার দুপুরে ছেলেকে নিয়ে কচা নদীতে গোসল করতে নামা হয়। এ সময় তানহাও গোসল করতে যায়। তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায় তানহা। পরে স্থানীরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা সন্ধান করেও মেয়েকে উদ্ধার করতে পারেনি।
উজিরপুর ফায়ার সার্ভিস টিম লিডার কলিমুল্লাহ বলেন, বরিশাল থেকে ডুবুরি টিম এনেও প্রবল স্রোতে কিশোরীকে উদ্ধার করা যায়নি। আজ সকালে বানারীপাড়ায় নদী থেকে তানহার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এসআই শফিকুল ইসলাম বলেন, জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালানো হয়। আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২২ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২৩ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২৮ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে