আমতলী (বরগুনা) প্রতিনিধি

পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে গত সোমবার মো. আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মো. রাকিব (১৬) নিহত হন। স্ত্রী-সন্তান হারানোর শোকে সপ্তাহ না ঘুরতেই আজ রোববার ভোর রাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবুল কালাম। পরিবারে এখন জীবিত একমাত্র মেয়ে পারভিন (১৮)। বাবা মা ও ভাইয়ের মৃত্যু শোকে কান্নায় মূর্ছা যাচ্ছেন।
এ ঘটনা বরগুনা আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকার একটি পরিবারের। একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
জানা যায়, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে গত সোমবার বাড়ি থেকে রওনা দেন। তাঁর ভাই সিদ্দিক পাহলানের বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় স্ত্রী নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিব নিহত হন। তাঁদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম। স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে রোববার ভোর রাতে স্বামী মো. আবুল কালাম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
পরিবারে বেঁচে থাকা একমাত্র মেয়ে পারভিন আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নায় তাঁর থামছেনা। সেই সঙ্গে বিলাপ করেই চলেছেন, ‘মোর সবই শ্যাষ অইয়্যা গ্যাছে। আলহে বাহে (বাবা ছিল), হেও আইজ মইর্যা গেছে। মুই কি লইয়্যা থাকমু। আল্লায় মোরে ক্যা নেলে না।’
প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম মঞ্জু বলেন, স্ত্রী-পুত্র হারানোর শোক সইতে না পেরে কালাম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ৭ দিনের মাথায় একই পরিবারে ৩ জন মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পিকআপ ভ্যানের চাপায় পিষ্ট হয়ে গত সোমবার মো. আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার বেগম (৪০) ও ছেলে মো. রাকিব (১৬) নিহত হন। স্ত্রী-সন্তান হারানোর শোকে সপ্তাহ না ঘুরতেই আজ রোববার ভোর রাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আবুল কালাম। পরিবারে এখন জীবিত একমাত্র মেয়ে পারভিন (১৮)। বাবা মা ও ভাইয়ের মৃত্যু শোকে কান্নায় মূর্ছা যাচ্ছেন।
এ ঘটনা বরগুনা আমতলী উপজেলার পশ্চিম চুনাখালী এলাকার একটি পরিবারের। একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
জানা যায়, উপজেলার পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার ও ছেলে রাকিব মির্জাগঞ্জ দরবারের উদ্দেশ্যে গত সোমবার বাড়ি থেকে রওনা দেন। তাঁর ভাই সিদ্দিক পাহলানের বাড়িতে যাওয়ার পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম চুনাখালী এলাকায় পিকআপ ভ্যানের চাপায় স্ত্রী নুরুন্নাহার বেগম ও ছেলে রাকিব নিহত হন। তাঁদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েন কালাম। স্ত্রী-সন্তান নিহতের ৭ দিন পরে রোববার ভোর রাতে স্বামী মো. আবুল কালাম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।
পরিবারে বেঁচে থাকা একমাত্র মেয়ে পারভিন আক্তার বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নায় তাঁর থামছেনা। সেই সঙ্গে বিলাপ করেই চলেছেন, ‘মোর সবই শ্যাষ অইয়্যা গ্যাছে। আলহে বাহে (বাবা ছিল), হেও আইজ মইর্যা গেছে। মুই কি লইয়্যা থাকমু। আল্লায় মোরে ক্যা নেলে না।’
প্রতিবেশী মাদ্রাসা শিক্ষক মো. রফিকুল ইসলাম মঞ্জু বলেন, স্ত্রী-পুত্র হারানোর শোক সইতে না পেরে কালাম হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। ৭ দিনের মাথায় একই পরিবারে ৩ জন মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে