মো. হোসাইন আলী কাজী, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে কেনাবেচা শেষে ব্যবসায়ীদের ফেলা যাওয়া ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এই বাজার দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এখানে ২০১০ সালে তিনতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এই আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের নিচতলায় এখন প্রতি শুক্রবার পানের ব্যবসা চলে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তা সরিয়ে নিচ্ছেন না ইজারাদার শাহ আলম।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচতলায় শতাধিক ব্যবসায়ী পান বিক্রি করছেন। এতে বিদ্যালয় এলাকা ময়লা-আবর্জনা ও ধুলাবালুতে একাকার হয়ে রয়েছে। বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েক শিক্ষার্থী জানায়, ইজারাদার প্রতি শুক্রবার বাজার বসান। ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা বিদ্যালয়েই ফেলে রেখে যান। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এতে করে শিক্ষার্থীদের চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে। তাদের নানা রোগ হচ্ছে। তারা ইজারাদার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, ‘বাজারের ইজারাদার শাহ আলম শিকদার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের নিচতলায় পানের বাজার বসিয়েছেন। তাঁকে বাজার বসাতে নিষেধ করেছিলাম; কিন্তু তিনি শোনেননি। পান ব্যবসায়ীদের রেখে যাওয়া ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এ নিয়ে কথা হলে পান ব্যবসায়ী সোবাহান মিয়া বলেন, ‘আমরা ইচ্ছা করে বিদ্যালয়ের নিচতলায় পান বিক্রি করতে বসিনি। ইজারাদার আমাদের বসিয়েছেন। বিদ্যালয় ভবনের মধ্যে বাজার বসানো মোটেই ঠিক হয়নি।’
স্থানীয় বাসিন্দা এইচ এম দেলোয়ার মুন্সি বলেন, ‘ইজারাদারের এমন কাজের প্রতিবাদ করেছি; কিন্তু ইজারাদার তা মানছেন না। তিনি প্রভাব খাটিয়ে বাজার বসিয়েছেন। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে ইজারাদারকে অবশ্যই পানের বাজার বসানো থেকে বিরত রাখতে হবে।’
জানতে চাইলে ইজারাদার শাহ আলম বলেন, ‘বাজারে সরকারি জায়গা না থাকায় এখানে বাজার বসানো হয়েছে। বিগত দিনে এ বিদ্যালয়ের নিচতলায় পানের বাজার বসত, তাই আমিও বসিয়েছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যালয় ভবনের নিচতলায় কোনোমতেই বাজার বসানো যাবে না। যাঁরা বাজার বসিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এখানে কেনাবেচা শেষে ব্যবসায়ীদের ফেলা যাওয়া ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে শিক্ষার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এই বাজার দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীরা ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী রয়েছে। এখানে ২০১০ সালে তিনতলা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। এই আশ্রয়কেন্দ্র কাম বিদ্যালয় ভবনের নিচতলায় এখন প্রতি শুক্রবার পানের ব্যবসা চলে। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তা সরিয়ে নিচ্ছেন না ইজারাদার শাহ আলম।
গত শুক্রবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচতলায় শতাধিক ব্যবসায়ী পান বিক্রি করছেন। এতে বিদ্যালয় এলাকা ময়লা-আবর্জনা ও ধুলাবালুতে একাকার হয়ে রয়েছে। বিদ্যালয়ের নবম শ্রেণির কয়েক শিক্ষার্থী জানায়, ইজারাদার প্রতি শুক্রবার বাজার বসান। ব্যবসায়ীরা ময়লা-আবর্জনা বিদ্যালয়েই ফেলে রেখে যান। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এতে করে শিক্ষার্থীদের চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়তে হচ্ছে। তাদের নানা রোগ হচ্ছে। তারা ইজারাদার ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, ‘বাজারের ইজারাদার শাহ আলম শিকদার প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের নিচতলায় পানের বাজার বসিয়েছেন। তাঁকে বাজার বসাতে নিষেধ করেছিলাম; কিন্তু তিনি শোনেননি। পান ব্যবসায়ীদের রেখে যাওয়া ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধ ছড়ায়। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারাই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
এ নিয়ে কথা হলে পান ব্যবসায়ী সোবাহান মিয়া বলেন, ‘আমরা ইচ্ছা করে বিদ্যালয়ের নিচতলায় পান বিক্রি করতে বসিনি। ইজারাদার আমাদের বসিয়েছেন। বিদ্যালয় ভবনের মধ্যে বাজার বসানো মোটেই ঠিক হয়নি।’
স্থানীয় বাসিন্দা এইচ এম দেলোয়ার মুন্সি বলেন, ‘ইজারাদারের এমন কাজের প্রতিবাদ করেছি; কিন্তু ইজারাদার তা মানছেন না। তিনি প্রভাব খাটিয়ে বাজার বসিয়েছেন। বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে ইজারাদারকে অবশ্যই পানের বাজার বসানো থেকে বিরত রাখতে হবে।’
জানতে চাইলে ইজারাদার শাহ আলম বলেন, ‘বাজারে সরকারি জায়গা না থাকায় এখানে বাজার বসানো হয়েছে। বিগত দিনে এ বিদ্যালয়ের নিচতলায় পানের বাজার বসত, তাই আমিও বসিয়েছি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিদ্যালয় ভবনের নিচতলায় কোনোমতেই বাজার বসানো যাবে না। যাঁরা বাজার বসিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে