নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকসংকট কাটাতে গত বছর ২১ বিভাগের জন্য ৫১টি প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে গত সোমবার প্রকাশিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে মাত্র ১০টি পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এতে বাদ পড়েছে ১৪টি বিভাগ।
আগের নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে গণিত ও সমাজবিজ্ঞান বিভাগে নতুন করে পদ যুক্ত করায় এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বাদ পড়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এটিকে বৈষম্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, জ্যেষ্ঠ শিক্ষকদের পদোন্নতি দিতে তাঁদের চাপের মুখে নিয়ম ভেঙে এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ ও ২ জুন দুই দফায় মোট ৫১টি প্রভাষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ৪১টি স্থায়ী ও ১০টি অস্থায়ী পদ ছিল। তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে শুধু ১০টি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে, যার মধ্যে গণিত বিভাগে ২টি স্থায়ী পদ যুক্ত হয়েছে; যেখানে মূল বিজ্ঞপ্তিতে ছিল একটি।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রায় বলেন, ‘আমাদের বিভাগে দুটি পদ ছিল। এখন কী কারণে বাদ দেওয়া হলো, তা পরিষ্কার নয়।’
সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. মোস্তাকিম রহমান বলেন, ‘আমাদের বিভাগে মাত্র তিনজন শিক্ষক। সংকটের কারণে একাধিক কোর্স নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে সমাজকর্ম বিভাগের দুটি পদ বাদ দেওয়া হলো, তা জানা নেই।’
মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা সুজয় শুভ বলেন, মূল বিজ্ঞপ্তিতে ছিল ৫১টি পদ। অথচ এখন মাত্র ১০টি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কাদের স্বার্থে এটি করা হলো, তা ভাবতে হবে। এভাবে বৈষম্য কাম্য নয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জ্যেষ্ঠ কয়েকজন শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দিতে গিয়ে প্রচলিত নিয়োগবিধি উপেক্ষা করা হয়েছে। যাঁরা পদোন্নতি পাচ্ছেন, তাঁদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকেরাও আছেন, যাঁরা জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখন তাঁদের চাপেই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অসন্তোষ তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহসীন উদ্দিন বলেন, যে ১০টি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেগুলো জরুরি বিবেচনায় করা হয়েছে। শিগগির বাকি পদগুলোর জন্যও বিজ্ঞপ্তি দেওয়া হবে।
অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘মূল নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগের। আমরা সব বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেব। এখন নিয়োগ দেওয়া হচ্ছে কিছু জ্যেষ্ঠ শিক্ষকের পদোন্নতির জায়গা খালি করতে। গণিত ও সমাজবিজ্ঞান বিভাগে নতুন করে পদ কেন যুক্ত হলো, তা রেজিস্ট্রার ভালো বলতে পারবেন।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষকসংকট কাটাতে গত বছর ২১ বিভাগের জন্য ৫১টি প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। তবে গত সোমবার প্রকাশিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে মাত্র ১০টি পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এতে বাদ পড়েছে ১৪টি বিভাগ।
আগের নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে গণিত ও সমাজবিজ্ঞান বিভাগে নতুন করে পদ যুক্ত করায় এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বাদ পড়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এটিকে বৈষম্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, জ্যেষ্ঠ শিক্ষকদের পদোন্নতি দিতে তাঁদের চাপের মুখে নিয়ম ভেঙে এই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৬ মার্চ ও ২ জুন দুই দফায় মোট ৫১টি প্রভাষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ৪১টি স্থায়ী ও ১০টি অস্থায়ী পদ ছিল। তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে শুধু ১০টি পদের জন্য আবেদন চাওয়া হয়েছে, যার মধ্যে গণিত বিভাগে ২টি স্থায়ী পদ যুক্ত হয়েছে; যেখানে মূল বিজ্ঞপ্তিতে ছিল একটি।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান উন্মেষ রায় বলেন, ‘আমাদের বিভাগে দুটি পদ ছিল। এখন কী কারণে বাদ দেওয়া হলো, তা পরিষ্কার নয়।’
সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. মোস্তাকিম রহমান বলেন, ‘আমাদের বিভাগে মাত্র তিনজন শিক্ষক। সংকটের কারণে একাধিক কোর্স নিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কীভাবে সমাজকর্ম বিভাগের দুটি পদ বাদ দেওয়া হলো, তা জানা নেই।’
মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা সুজয় শুভ বলেন, মূল বিজ্ঞপ্তিতে ছিল ৫১টি পদ। অথচ এখন মাত্র ১০টি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কাদের স্বার্থে এটি করা হলো, তা ভাবতে হবে। এভাবে বৈষম্য কাম্য নয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জ্যেষ্ঠ কয়েকজন শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দিতে গিয়ে প্রচলিত নিয়োগবিধি উপেক্ষা করা হয়েছে। যাঁরা পদোন্নতি পাচ্ছেন, তাঁদের মধ্যে আওয়ামীপন্থী শিক্ষকেরাও আছেন, যাঁরা জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এখন তাঁদের চাপেই পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে অসন্তোষ তৈরি করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহসীন উদ্দিন বলেন, যে ১০টি পদে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেগুলো জরুরি বিবেচনায় করা হয়েছে। শিগগির বাকি পদগুলোর জন্যও বিজ্ঞপ্তি দেওয়া হবে।
অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, ‘মূল নিয়োগ বিজ্ঞপ্তি অনেক আগের। আমরা সব বিভাগের জন্য বিজ্ঞপ্তি দেব। এখন নিয়োগ দেওয়া হচ্ছে কিছু জ্যেষ্ঠ শিক্ষকের পদোন্নতির জায়গা খালি করতে। গণিত ও সমাজবিজ্ঞান বিভাগে নতুন করে পদ কেন যুক্ত হলো, তা রেজিস্ট্রার ভালো বলতে পারবেন।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৭ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে