Ajker Patrika

হলের রিডিং রুমে ঝুলছিল ববি ছাত্রীর লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১০ জুন ২০২৪, ১৬: ২৩
হলের রিডিং রুমে ঝুলছিল ববি ছাত্রীর লাশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক হলের রিডিং রুম থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার মধ্যরাতে জানালায় ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সহপাঠীদের দাবি, ওই ছাত্রী আত্মহত্যা করার আগে প্রেমিককে ভিডিও কলে রেখেছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি আজ সোমবার নিশ্চিত করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হেনা রাণী বিশ্বাস।

ওই ছাত্রীর নাম শেফা নুর ইবাদী। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবম ব্যাচের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের ১৪১১ নম্বর কক্ষে থাকতেন শেফা।

বঙ্গমাতা হলের একাধিক ছাত্রী জানান, প্রেমিকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তাঁকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন শেফা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনেও সক্রিয় ছিলেন শেফা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বঙ্গমাতা হলের তৃতীয় তলায় রিডিং রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ছাত্রীকে পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি মুকুল বলেন, তিনি শুনেছেন যে প্রেমিককে ভিডিও কলে রেখে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। তাঁর মোবাইল ফোন পেলে বিষয়টি দেখা হবে।

এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল কাইউম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ে মেন্টাল হেলথ অ্যান্ড গাইডিং সেন্টার খোলা হয়েছে। সেখানে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সেলিং করা হয়। তার পরও এ ধরনে ঘটনা অনাকাঙ্ক্ষিত। তাঁরা এ ধরনের প্রবণতা রোধে আরও বেশি উদ্যোগ নেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরান, বিক্ষোভকারীরা ট্রাম্পতুষ্টি করছে বললেন খামেনি

ছয়জনের লিফটে বরসহ ১০ জন উঠে আটকা, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত