নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে সোমবার সকাল ৬টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে একতলা বিশিষ্ট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আ. রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
আ. রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল নদী বন্দর এলাকায় বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় সকল একতলা লঞ্চ ও স্পিডবোট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। এর আওতায় অভ্যন্তরীণ ১২টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলাসহ উপকূলীয় এলাকার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে গতকাল সোমবার সকাল থেকে বরিশালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত চলছে। বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুর রহমান বলেন, সোমবার ভোরে জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, সমুদ্র বন্দরের জন্য ৪ নম্বর সতর্ক সংকেত রয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সভায় জানানো হয় যে, জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, যেখানে প্রায় ২ লাখ ৬৯ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। শুকনা খাবার, সুপেয় পানি মোমবাতি, ওষুধপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। জেলার সকল স্থানে মাইকিং করা হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে সোমবার সকাল ৬টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে একতলা বিশিষ্ট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আ. রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।
আ. রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশাল নদী বন্দর এলাকায় বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় সকল একতলা লঞ্চ ও স্পিডবোট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। এর আওতায় অভ্যন্তরীণ ১২টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিশেষ করে ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলাসহ উপকূলীয় এলাকার লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে গতকাল সোমবার সকাল থেকে বরিশালে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত চলছে। বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আব্দুর রহমান বলেন, সোমবার ভোরে জোয়ারের সময় পানি স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, সমুদ্র বন্দরের জন্য ৪ নম্বর সতর্ক সংকেত রয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝড় পরবর্তী পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার বিকেলে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। সভায় জানানো হয় যে, জেলায় ৫৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে, যেখানে প্রায় ২ লাখ ৬৯ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। শুকনা খাবার, সুপেয় পানি মোমবাতি, ওষুধপত্রের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্ধার তৎপরতায় প্রয়োজনীয় যানবাহন, সরঞ্জামাদিসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। জেলার সকল স্থানে মাইকিং করা হচ্ছে। গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে