নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মহিউদ্দিন আহমেদ সিফাত নামে এক ছাত্রলীগ কর্মীসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রাবাসের ৪০১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আহত সিফাত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এবং অপর আহত জি এম ফাহাত লোক প্রশাসন বিভাগের ছাত্র।
আহত সিফাতের বন্ধু হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ রুম্মান ইসলাম বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ সিফাতের কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সিফাতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলায় সিফাতের হাত ভেঙে গেছে এবং পায়ে কোপ লেগেছে। ওই কক্ষে থাকা আরও দুই ছাত্র লোক প্রশাসনের জি এম ফাহাত ও ফিন্যান্স বিভাগের জিহাতও আহত হয়েছেন। বর্তমানে তাঁরা শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন।’
সৈয়দ রুম্মান ইসলাম আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। তবে শুনেছি অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।’
অপর আহত জি এম ফাহাত বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আমাদের ৪০১৮ নম্বর কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ।’
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, সিফাতের শরীরে ফোলা জখম রয়েছে। অপর আহত ফাহাতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।
শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর বলেন, সিফাতের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ৬টার দিকে শিক্ষার্থীরা আমাকে হামলার খবর জানান। পরে ছাত্রাবাসে গিয়ে শুনেছি, শেরে বাংলা হলে সাত-আটজন দুর্বৃত্ত হেলমেট পরে সিফাতের ওপর হামলা চালায়। এ সময় ফাহাত নামে আরও একজন আহত হয়েছে। পরে সিফাতকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, ‘ঘটনার পর হাসপাতালে গিয়ে দেখি সিফাতের হাত ভেঙে গেছে, পায়েও কোপ লেগেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে ক্যাম্প পুলিশ হল পরিদর্শন করে সিসি ক্যামেরা জব্দ করেছে।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের বলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা সুস্থ হলে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপর দিকে হামলার ঘটনার পর আহত সিফাত তাঁর ফেসবুকে উল্লেখ করেন যে, ‘হয় নেতার মন দিয়া সরায়ে দেও, আর না হয় মাইরা ফালাও। এ ছাড়া অন্য কোনো কিছু কইরা লাভ নাই।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মহিউদ্দিন আহমেদ সিফাত নামে এক ছাত্রলীগ কর্মীসহ দুজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ছাত্রাবাসের ৪০১৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আহত সিফাত বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী এবং অপর আহত জি এম ফাহাত লোক প্রশাসন বিভাগের ছাত্র।
আহত সিফাতের বন্ধু হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ রুম্মান ইসলাম বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ সিফাতের কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তারা সিফাতকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলায় সিফাতের হাত ভেঙে গেছে এবং পায়ে কোপ লেগেছে। ওই কক্ষে থাকা আরও দুই ছাত্র লোক প্রশাসনের জি এম ফাহাত ও ফিন্যান্স বিভাগের জিহাতও আহত হয়েছেন। বর্তমানে তাঁরা শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগে ভর্তি আছেন।’
সৈয়দ রুম্মান ইসলাম আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলার পাশাপাশি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। তবে শুনেছি অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে।’
অপর আহত জি এম ফাহাত বলেন, ‘আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ আমাদের ৪০১৮ নম্বর কক্ষে মুখোশধারী সাত-আটজনের একটি দুর্বৃত্তের দল অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আমাদের প্রতিপক্ষ।’
শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, সিফাতের শরীরে ফোলা জখম রয়েছে। অপর আহত ফাহাতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে।
শেরেবাংলা হলের প্রভোস্ট আবু জাফর বলেন, সিফাতের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল ৬টার দিকে শিক্ষার্থীরা আমাকে হামলার খবর জানান। পরে ছাত্রাবাসে গিয়ে শুনেছি, শেরে বাংলা হলে সাত-আটজন দুর্বৃত্ত হেলমেট পরে সিফাতের ওপর হামলা চালায়। এ সময় ফাহাত নামে আরও একজন আহত হয়েছে। পরে সিফাতকে উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও বলেন, ‘ঘটনার পর হাসপাতালে গিয়ে দেখি সিফাতের হাত ভেঙে গেছে, পায়েও কোপ লেগেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিনের নির্দেশে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরে ক্যাম্প পুলিশ হল পরিদর্শন করে সিসি ক্যামেরা জব্দ করেছে।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার আলী আশরাফ ভূঞা সাংবাদিকদের বলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতরা সুস্থ হলে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপর দিকে হামলার ঘটনার পর আহত সিফাত তাঁর ফেসবুকে উল্লেখ করেন যে, ‘হয় নেতার মন দিয়া সরায়ে দেও, আর না হয় মাইরা ফালাও। এ ছাড়া অন্য কোনো কিছু কইরা লাভ নাই।’

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে