মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে ঘর থেকে এক তরুণকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মুলাদী পৌরসভার তেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম নাহিদ (২১)। তিনি ওই গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। তাঁকে একই এলাকার তুহিন শেখের নেতৃত্বে ৮-১০ জন হত্যার চেষ্টা করেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। তাঁরা জানান, আট বছর আগে নাহিদের ঘুষিতে তুহিনের একটি দাঁত পড়ে যায়। ওই ঘটনার প্রতিশোধ নিতে তুহিন সহযোগীদের নিয়ে হামলা চালান।
নাহিদের ফুফাতো ভাই জাহাঙ্গীর হাওলাদার জানান, নাহিদ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি প্রায় আট বছর পর গত মঙ্গলবার গ্রামে বেড়াতে আসেন। গতকাল রাত ১১টার দিকে কেউ একজন নাহিদের নাম ধরে ডাক দিলে তিনি ঘরের দরজা খুলে দেন। তখন তুহিন, ইমরান হাওলাদার, ফিমরান হাওলাদার, রাজনসহ ৮-১০ তাঁর মুখ বেঁধে বাড়ির উত্তর দিকে বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি কোপান।
এ সময় নাহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়।
জাহাঙ্গীর হাওলাদার আরও বলেন, ‘প্রায় আট বছর আগে আমার ছেলে সাজ্জাদ ছোট সাইকেল নিয়ে বের হয়েছিল। তুহিন শেখ জোড়পূর্বক সাজ্জাদের থেকে সাইকেল ছিনিয়ে নিয়ে চালায়। পরে ওই ঘটনা নিয়ে নাহিদের সঙ্গে তুহিন শেখের মারামারি হয়। একপর্যায়ে নাহিদের ঘুষিতে তুহিন শেখের একটি দাঁত পড়ে যায়। ওই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি মীমাংসা করে দিলেও তুহিন শেখ দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। নাহিদ ঢাকায় চলে যাওয়ায় এত দিন কিছু হয়নি। এবার বেড়াতে আসার পরই তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে তুহিন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারাজ হায়াত জানান, রাতে নাহিদকে মারাত্মক আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৮-১০টি আঘাত ছিল। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে তাঁকে বরিশাল পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, রাতের আঁধারে এক তরুণকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের মুলাদীতে ঘর থেকে এক তরুণকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মুলাদী পৌরসভার তেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম নাহিদ (২১)। তিনি ওই গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। তাঁকে একই এলাকার তুহিন শেখের নেতৃত্বে ৮-১০ জন হত্যার চেষ্টা করেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। তাঁরা জানান, আট বছর আগে নাহিদের ঘুষিতে তুহিনের একটি দাঁত পড়ে যায়। ওই ঘটনার প্রতিশোধ নিতে তুহিন সহযোগীদের নিয়ে হামলা চালান।
নাহিদের ফুফাতো ভাই জাহাঙ্গীর হাওলাদার জানান, নাহিদ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি প্রায় আট বছর পর গত মঙ্গলবার গ্রামে বেড়াতে আসেন। গতকাল রাত ১১টার দিকে কেউ একজন নাহিদের নাম ধরে ডাক দিলে তিনি ঘরের দরজা খুলে দেন। তখন তুহিন, ইমরান হাওলাদার, ফিমরান হাওলাদার, রাজনসহ ৮-১০ তাঁর মুখ বেঁধে বাড়ির উত্তর দিকে বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি কোপান।
এ সময় নাহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়।
জাহাঙ্গীর হাওলাদার আরও বলেন, ‘প্রায় আট বছর আগে আমার ছেলে সাজ্জাদ ছোট সাইকেল নিয়ে বের হয়েছিল। তুহিন শেখ জোড়পূর্বক সাজ্জাদের থেকে সাইকেল ছিনিয়ে নিয়ে চালায়। পরে ওই ঘটনা নিয়ে নাহিদের সঙ্গে তুহিন শেখের মারামারি হয়। একপর্যায়ে নাহিদের ঘুষিতে তুহিন শেখের একটি দাঁত পড়ে যায়। ওই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি মীমাংসা করে দিলেও তুহিন শেখ দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। নাহিদ ঢাকায় চলে যাওয়ায় এত দিন কিছু হয়নি। এবার বেড়াতে আসার পরই তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে তুহিন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারাজ হায়াত জানান, রাতে নাহিদকে মারাত্মক আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৮-১০টি আঘাত ছিল। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে তাঁকে বরিশাল পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, রাতের আঁধারে এক তরুণকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে গাড়ির ধাক্কায় রফিকুল ইসলাম (৪০) নামের পটুয়াখালীর এক প্রবাসী নিহত হয়েছেন। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাতে রিয়াদে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
১ ঘণ্টা আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১ ঘণ্টা আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে