মুলাদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের মুলাদীতে ঘর থেকে এক তরুণকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মুলাদী পৌরসভার তেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম নাহিদ (২১)। তিনি ওই গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। তাঁকে একই এলাকার তুহিন শেখের নেতৃত্বে ৮-১০ জন হত্যার চেষ্টা করেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। তাঁরা জানান, আট বছর আগে নাহিদের ঘুষিতে তুহিনের একটি দাঁত পড়ে যায়। ওই ঘটনার প্রতিশোধ নিতে তুহিন সহযোগীদের নিয়ে হামলা চালান।
নাহিদের ফুফাতো ভাই জাহাঙ্গীর হাওলাদার জানান, নাহিদ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি প্রায় আট বছর পর গত মঙ্গলবার গ্রামে বেড়াতে আসেন। গতকাল রাত ১১টার দিকে কেউ একজন নাহিদের নাম ধরে ডাক দিলে তিনি ঘরের দরজা খুলে দেন। তখন তুহিন, ইমরান হাওলাদার, ফিমরান হাওলাদার, রাজনসহ ৮-১০ তাঁর মুখ বেঁধে বাড়ির উত্তর দিকে বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি কোপান।
এ সময় নাহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়।
জাহাঙ্গীর হাওলাদার আরও বলেন, ‘প্রায় আট বছর আগে আমার ছেলে সাজ্জাদ ছোট সাইকেল নিয়ে বের হয়েছিল। তুহিন শেখ জোড়পূর্বক সাজ্জাদের থেকে সাইকেল ছিনিয়ে নিয়ে চালায়। পরে ওই ঘটনা নিয়ে নাহিদের সঙ্গে তুহিন শেখের মারামারি হয়। একপর্যায়ে নাহিদের ঘুষিতে তুহিন শেখের একটি দাঁত পড়ে যায়। ওই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি মীমাংসা করে দিলেও তুহিন শেখ দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। নাহিদ ঢাকায় চলে যাওয়ায় এত দিন কিছু হয়নি। এবার বেড়াতে আসার পরই তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে তুহিন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারাজ হায়াত জানান, রাতে নাহিদকে মারাত্মক আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৮-১০টি আঘাত ছিল। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে তাঁকে বরিশাল পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, রাতের আঁধারে এক তরুণকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশালের মুলাদীতে ঘর থেকে এক তরুণকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে মুলাদী পৌরসভার তেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম নাহিদ (২১)। তিনি ওই গ্রামের মিজানুর রহমান সরদারের ছেলে। তাঁকে একই এলাকার তুহিন শেখের নেতৃত্বে ৮-১০ জন হত্যার চেষ্টা করেন বলে স্বজনেরা অভিযোগ করেছেন। তাঁরা জানান, আট বছর আগে নাহিদের ঘুষিতে তুহিনের একটি দাঁত পড়ে যায়। ওই ঘটনার প্রতিশোধ নিতে তুহিন সহযোগীদের নিয়ে হামলা চালান।
নাহিদের ফুফাতো ভাই জাহাঙ্গীর হাওলাদার জানান, নাহিদ পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করেন। তিনি প্রায় আট বছর পর গত মঙ্গলবার গ্রামে বেড়াতে আসেন। গতকাল রাত ১১টার দিকে কেউ একজন নাহিদের নাম ধরে ডাক দিলে তিনি ঘরের দরজা খুলে দেন। তখন তুহিন, ইমরান হাওলাদার, ফিমরান হাওলাদার, রাজনসহ ৮-১০ তাঁর মুখ বেঁধে বাড়ির উত্তর দিকে বালুর মাঠে নিয়ে এলোপাতাড়ি কোপান।
এ সময় নাহিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকে ফেলে পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়।
জাহাঙ্গীর হাওলাদার আরও বলেন, ‘প্রায় আট বছর আগে আমার ছেলে সাজ্জাদ ছোট সাইকেল নিয়ে বের হয়েছিল। তুহিন শেখ জোড়পূর্বক সাজ্জাদের থেকে সাইকেল ছিনিয়ে নিয়ে চালায়। পরে ওই ঘটনা নিয়ে নাহিদের সঙ্গে তুহিন শেখের মারামারি হয়। একপর্যায়ে নাহিদের ঘুষিতে তুহিন শেখের একটি দাঁত পড়ে যায়। ওই সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি মীমাংসা করে দিলেও তুহিন শেখ দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। নাহিদ ঢাকায় চলে যাওয়ায় এত দিন কিছু হয়নি। এবার বেড়াতে আসার পরই তাকে কুপিয়ে হত্যাচেষ্টা করে তুহিন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহারাজ হায়াত জানান, রাতে নাহিদকে মারাত্মক আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের ৮-১০টি আঘাত ছিল। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে তাঁকে বরিশাল পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, রাতের আঁধারে এক তরুণকে ঘর থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
২৪ মিনিট আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে