প্রতিনিধি, বাকেরগঞ্জ, বরিশাল

বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ এবং বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম জুবায়ের আলম পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেল ৫টায় মিরপুর ১০ নম্বরের আলোক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আজ রাতে তাঁর মরদেহ বরিশালের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। এর আগে রাত পৌনে ৯টায় তাঁর ঢাকার বাসার সামনে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
জুবায়ের আলম পারভেজ দুরারোগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেড় বছর আগে রোগ শনাক্ত হলে বংলাদেশ ও ভারতে চিকিৎসা নেন। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও আবার অসুস্থ হয়ে পড়েন। তার গলব্লাডারে ক্যান্সারের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের চিকিৎসকেরা আবার ভারতে যাওয়ার পরামর্শ দেন। ভারতে গিয়ে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। পরে চলতি মাসের শুরুর দিকে দেশে ফিরে আসেন।
শারিরীক অবস্থার অবনতি হলে এই সপ্তাহে তাঁকে বাসার পাশে অবস্থিত আলোক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখার জন্য এলাকার অসংখ্য মানুষ এসেছেন। পরে সেখানেই তিনি মারা যান।
পারভেজের বাড়ি গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের সিকদার বাড়ি। তাঁর বড় ভাই এস এম জুলফিকার হায়দার গত দুই দফায় গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার বাবা কাঞ্চন আলী সিকদারও তিন দফা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
জুবায়ের আলম পারভেজ ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তিনি এক ছেলে (৬) ও এক মেয়ে (১২) রেখে গেছেন।

বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ এবং বাকেরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম জুবায়ের আলম পারভেজ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। আজ বিকেল ৫টায় মিরপুর ১০ নম্বরের আলোক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
আজ রাতে তাঁর মরদেহ বরিশালের নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে। এর আগে রাত পৌনে ৯টায় তাঁর ঢাকার বাসার সামনে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
জুবায়ের আলম পারভেজ দুরারোগ্য রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। দেড় বছর আগে রোগ শনাক্ত হলে বংলাদেশ ও ভারতে চিকিৎসা নেন। মাঝখানে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও আবার অসুস্থ হয়ে পড়েন। তার গলব্লাডারে ক্যান্সারের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও লিভার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের চিকিৎসকেরা আবার ভারতে যাওয়ার পরামর্শ দেন। ভারতে গিয়ে তাঁর অস্ত্রোপচারও হয়েছে। পরে চলতি মাসের শুরুর দিকে দেশে ফিরে আসেন।
শারিরীক অবস্থার অবনতি হলে এই সপ্তাহে তাঁকে বাসার পাশে অবস্থিত আলোক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখার জন্য এলাকার অসংখ্য মানুষ এসেছেন। পরে সেখানেই তিনি মারা যান।
পারভেজের বাড়ি গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের সিকদার বাড়ি। তাঁর বড় ভাই এস এম জুলফিকার হায়দার গত দুই দফায় গারুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার বাবা কাঞ্চন আলী সিকদারও তিন দফা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
জুবায়ের আলম পারভেজ ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। তিনি এক ছেলে (৬) ও এক মেয়ে (১২) রেখে গেছেন।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে