Ajker Patrika

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সাগরে মাছ শিকার, কুয়াকাটায় ১৬ জেলে আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
মাছ ধরার ট্রলার। ছবি: সংগৃহীত
মাছ ধরার ট্রলার। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১৬ জেলেসহ ৩টি মাছ ধরার ট্রলার আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।

আজ শনিবার দুপুরে ফাতরার বন-সংলগ্ন সাগর থেকে এসব জেলেকে আটক করা হয়। পরে ৩ ট্রলারের মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। এ সময় নিষেধাজ্ঞার সময়ে সাগরে আর মাছ শিকার করবেন না মর্মে মুচলেকা দিলে ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়া হয়।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘সকালে এসব জেলে সাগরে গিয়ে জাল ফেলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর সরকার আরোপিত অবরোধ সম্পন্নের লক্ষ্যে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি বাসভবনে একাই থাকতেন শরীয়তপুরের ডিসি, পরিবার থাকত ঢাকায়

স্বামীকে ভিডিও কলে রেখে ফাঁস দিলেন স্ত্রী

‘তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালাইছিস’ বলেই জুলাই যোদ্ধাকে মারধর

বুশেহরে হামলা হলে মধ্যপ্রাচ্যে ‘ফুকুশিমা’ ঘটতে পারে, বিশ্লেষকদের হুঁশিয়ারি

ইউআইইউ শিক্ষার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত ও পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত