Ajker Patrika

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পচাগলা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১: ১৯
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর পচাগলা মরদেহ উদ্ধার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী রিবনা শাহারিনের (২০) লাশ উদ্ধার করেছে বন্দর থানার পুলিশ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আনন্দবাজার এলাকার মোল্লা ছাত্রী হোস্টেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। রিবনার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে বলে জানা গেছে।

পরিবারের তথ্যমতে, কদিন ধরে বাবা-মায়ের সঙ্গে ওই ছাত্রীর যোগাযোগ ছিল না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক খোরশেদ আলম বলেন, পারিপার্শিক অবস্থা দেখে মনে হচ্ছে দুই-এক দিন আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে। লাশটি ফুলে পচে গেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। রাত ৯টার দিকে বিমানবন্দর থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

খোরশেদ আলম বলেন, দুই দিন ধরে কোনো যোগাযোগ করতে না পেরে ওই ছাত্রীর মা ও ভাই এসে হোস্টেলে খোঁজ নেন। রিবনা একাই হোস্টেলের চতুর্থ তলার একটি কক্ষে থাকতেন। তাঁর মা বলেছেন, রিবনা অন্যদের সঙ্গে কম মিশতেন, একা একা থাকতেন। বুধবার রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেছেন।

বিমানবন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মূল কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত