বরিশালের হিজলায় মেঘনা নদীতে জেলেদের হামলায় নৌ পুলিশের পরিদর্শকসহ ১৬ জন আহত হয়েছেন। অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পুলিশ অভিযানে গেলে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দেসহ আহতদের উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজ সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চলার সময় কতিপয় জেলে সংঘবদ্ধ হয়ে এই হামলা চালান।
হামলায় গুরুতর আহত নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, ‘অভয়াশ্রমে অভিযানের সময় সংঘবদ্ধ জেলেরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন তারা বাঁশের লাঠি দিয়ে চারদিক থেকে পেটাতে থাকে। উপায় না পেয়ে নিজের জীবন রক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলি করি। জেলেদের হামলায় আমার চার পুলিশ সদস্যসহ নৌযানে থাকা ১৬ জন আহত হই। ’
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করছিল। তখন জেলেদের মাছ ধরতে বাধা দিলে পুলিশ হামলার শিকার হয়।’
ইউএনও মো. তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের সম্পদ রক্ষা করতে গিয়ে প্রশাসনের লোকজন হামলার শিকার হয়েছে। যারা এ হামলার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’
জাটকা সংরক্ষণে বরিশাল বিভাগের তিন জেলার পাঁচ নদীসহ বিভিন্ন অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকার দুই মাস নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।
১ মার্চ থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় পাঁচ নদীর ৩৭২ কিলোমিটার এলাকায় কোনো ধরনের মাছ শিকার করা যাবে না বলে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার নদীও রয়েছে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৬ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৭ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৭ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৭ ঘণ্টা আগে