হিজলা (বরিশাল) প্রতিনিধি

বরিশালের হিজলায় মেঘনা নদীতে জেলেদের হামলায় নৌ পুলিশের পরিদর্শকসহ ১৬ জন আহত হয়েছেন। অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পুলিশ অভিযানে গেলে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দেসহ আহতদের উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজ সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চলার সময় কতিপয় জেলে সংঘবদ্ধ হয়ে এই হামলা চালান।
হামলায় গুরুতর আহত নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, ‘অভয়াশ্রমে অভিযানের সময় সংঘবদ্ধ জেলেরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন তারা বাঁশের লাঠি দিয়ে চারদিক থেকে পেটাতে থাকে। উপায় না পেয়ে নিজের জীবন রক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলি করি। জেলেদের হামলায় আমার চার পুলিশ সদস্যসহ নৌযানে থাকা ১৬ জন আহত হই। ’
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করছিল। তখন জেলেদের মাছ ধরতে বাধা দিলে পুলিশ হামলার শিকার হয়।’
ইউএনও মো. তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের সম্পদ রক্ষা করতে গিয়ে প্রশাসনের লোকজন হামলার শিকার হয়েছে। যারা এ হামলার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’
জাটকা সংরক্ষণে বরিশাল বিভাগের তিন জেলার পাঁচ নদীসহ বিভিন্ন অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকার দুই মাস নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।
১ মার্চ থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় পাঁচ নদীর ৩৭২ কিলোমিটার এলাকায় কোনো ধরনের মাছ শিকার করা যাবে না বলে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার নদীও রয়েছে।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে জেলেদের হামলায় নৌ পুলিশের পরিদর্শকসহ ১৬ জন আহত হয়েছেন। অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় পুলিশ অভিযানে গেলে আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় হিজলা নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দেসহ আহতদের উপজেলা স্বাস্থ্যে কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারেক হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়মিত টহলের অংশ হিসেবে আজ সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নম্বর সবুজ সরকারের মাছঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চলার সময় কতিপয় জেলে সংঘবদ্ধ হয়ে এই হামলা চালান।
হামলায় গুরুতর আহত নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, ‘অভয়াশ্রমে অভিযানের সময় সংঘবদ্ধ জেলেরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন তারা বাঁশের লাঠি দিয়ে চারদিক থেকে পেটাতে থাকে। উপায় না পেয়ে নিজের জীবন রক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলি করি। জেলেদের হামলায় আমার চার পুলিশ সদস্যসহ নৌযানে থাকা ১৬ জন আহত হই। ’
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ আজকের পত্রিকাকে বলেন, ‘নিষেধাজ্ঞার মধ্যে অসাধু জেলেরা নদীতে মাছ শিকার করছিল। তখন জেলেদের মাছ ধরতে বাধা দিলে পুলিশ হামলার শিকার হয়।’
ইউএনও মো. তারেক হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের সম্পদ রক্ষা করতে গিয়ে প্রশাসনের লোকজন হামলার শিকার হয়েছে। যারা এ হামলার সঙ্গে জড়িত, তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হবে।’
জাটকা সংরক্ষণে বরিশাল বিভাগের তিন জেলার পাঁচ নদীসহ বিভিন্ন অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ শিকার দুই মাস নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।
১ মার্চ থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় পাঁচ নদীর ৩৭২ কিলোমিটার এলাকায় কোনো ধরনের মাছ শিকার করা যাবে না বলে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, ভোলা ও পটুয়াখালী জেলার নদীও রয়েছে।

নদের এক পারে মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার এবং অপর পারে ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রাম। এ ছাড়া নদীর ওপারে ডুমুরখালী গ্রামের মানুষের বিস্তীর্ণ ফসলি জমি ও মাছের ঘের রয়েছে। দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে নৌকায় পারাপারের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিতে পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মাহমুদ হোসেনের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে। ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক তালিকায় গরমিল এবং ঋণখেলাপি থাকার অভিযোগে তাঁর আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে তাঁর
২৮ মিনিট আগে
অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
২ ঘণ্টা আগে