নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিভাগের শতাধিক স্কুল, কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও মানহীন কাজ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ দীর্ঘদিনেও শেষ হচ্ছে না। কোনো কোনোটার কাজ হয়েছে নিম্নমানের।
আজ শনিবার বরিশাল বিভাগের ছয় জেলার প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব ঘটনায় অসন্তুষ্টির কথা জানিয়ে সবাইকে সতর্ক করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন। এ সময় তিন প্রকৌশলীকে তাৎক্ষণিক শোকজের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভাগের অসমাপ্ত ও ত্রুটিপূর্ণ শতাধিক ভবন নির্মাণকাজ আগামী নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
সভায় বিভাগের প্রতিটি জেলার অসমাপ্ত স্কুল, কলেজের নির্মাণকাজ কবে শেষ করা হবে, তা ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের ডেকে সময় বেঁধে দেওয়া হয়। সভায় বরিশাল সরকারি মহিলা কলেজের ভবন নির্মাণকাজে কেন ছয় মাস বিলম্ব হলো, তার কৈফিয়ত চান প্রধান প্রকৌশলী। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ভবন নির্মাণের ঠিকাদার অভিযোগ করেন, তাঁরা ড্রইং সময়মতো পাচ্ছেন না। জবাবে প্রধান প্রকৌশলী সংশ্লিষ্ট ডিজাইনারকে ভর্ৎসনা করে দ্রুত ডিজাইন প্রদানের নির্দেশ দেন। ভোলার চরফ্যাশন সরকারি কলেজের ভবন নির্মাণকাজের মান নিম্নমানের হওয়ায় সেখানকার তিন প্রকৌশলীকে তাৎক্ষণিক শোকজের নির্দেশ দেন প্রধান প্রকৌশলী আলতাফ।
বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম দাবি করে বলেন, ‘কোনো কোনো ঠিকাদার কাজে ধীরগতি করছেন। এভাবে কাজ ফেলে রেখে শিক্ষা প্রকৌশলকে ক্ষতিগ্রস্ত করতে পারি না।’ এ সময় প্রধান প্রকৌশলী তাৎক্ষণিক কয়েকটি ভবন নির্মাণকাজের পুনঃ দরপত্র আহ্বানের নির্দেশ দেন। সভায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বরগুনায় ধীরগতি ও মানহীন কাজ হচ্ছে।
মতবিনিময় সভায় প্রধান প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পেশাগত কাজে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি থাকবে, নাকি থাকবে না, এটি নিয়ে সরকারে উচ্চ মহলে কথাবার্তা হচ্ছে। একটি ভবন নির্মাণকাজ আট বছরের শেষ না করার নজির রয়েছে। ২০১৮ সালের প্রকল্পের কাজ এখনো চলছে। সারা দেশে প্রকল্পের শত শত ভবন নির্মাণকাজ ঝুঁকির মুখে। এই ঝুঁকির হাত থেকে শিক্ষা প্রকৌশলকে বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে হবে। না হয় শিক্ষা প্রকৌশলের কাজগুলো এলজিইডিসহ অন্য দপ্তরকে ভাগ করে দিতে পারে।

বরিশাল বিভাগের শতাধিক স্কুল, কলেজের ভবন নির্মাণে ধীরগতি ও মানহীন কাজ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণাধীন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ দীর্ঘদিনেও শেষ হচ্ছে না। কোনো কোনোটার কাজ হয়েছে নিম্নমানের।
আজ শনিবার বরিশাল বিভাগের ছয় জেলার প্রকৌশলী ও ঠিকাদারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব ঘটনায় অসন্তুষ্টির কথা জানিয়ে সবাইকে সতর্ক করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেন। এ সময় তিন প্রকৌশলীকে তাৎক্ষণিক শোকজের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বিভাগের অসমাপ্ত ও ত্রুটিপূর্ণ শতাধিক ভবন নির্মাণকাজ আগামী নভেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।
সভায় বিভাগের প্রতিটি জেলার অসমাপ্ত স্কুল, কলেজের নির্মাণকাজ কবে শেষ করা হবে, তা ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের ডেকে সময় বেঁধে দেওয়া হয়। সভায় বরিশাল সরকারি মহিলা কলেজের ভবন নির্মাণকাজে কেন ছয় মাস বিলম্ব হলো, তার কৈফিয়ত চান প্রধান প্রকৌশলী। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ভবন নির্মাণের ঠিকাদার অভিযোগ করেন, তাঁরা ড্রইং সময়মতো পাচ্ছেন না। জবাবে প্রধান প্রকৌশলী সংশ্লিষ্ট ডিজাইনারকে ভর্ৎসনা করে দ্রুত ডিজাইন প্রদানের নির্দেশ দেন। ভোলার চরফ্যাশন সরকারি কলেজের ভবন নির্মাণকাজের মান নিম্নমানের হওয়ায় সেখানকার তিন প্রকৌশলীকে তাৎক্ষণিক শোকজের নির্দেশ দেন প্রধান প্রকৌশলী আলতাফ।
বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম দাবি করে বলেন, ‘কোনো কোনো ঠিকাদার কাজে ধীরগতি করছেন। এভাবে কাজ ফেলে রেখে শিক্ষা প্রকৌশলকে ক্ষতিগ্রস্ত করতে পারি না।’ এ সময় প্রধান প্রকৌশলী তাৎক্ষণিক কয়েকটি ভবন নির্মাণকাজের পুনঃ দরপত্র আহ্বানের নির্দেশ দেন। সভায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন অভিযোগ করেন, বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি বরগুনায় ধীরগতি ও মানহীন কাজ হচ্ছে।
মতবিনিময় সভায় প্রধান প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পেশাগত কাজে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটি থাকবে, নাকি থাকবে না, এটি নিয়ে সরকারে উচ্চ মহলে কথাবার্তা হচ্ছে। একটি ভবন নির্মাণকাজ আট বছরের শেষ না করার নজির রয়েছে। ২০১৮ সালের প্রকল্পের কাজ এখনো চলছে। সারা দেশে প্রকল্পের শত শত ভবন নির্মাণকাজ ঝুঁকির মুখে। এই ঝুঁকির হাত থেকে শিক্ষা প্রকৌশলকে বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে হবে। না হয় শিক্ষা প্রকৌশলের কাজগুলো এলজিইডিসহ অন্য দপ্তরকে ভাগ করে দিতে পারে।

ফরিদপুরে উদ্ধার করা বোমাটি আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বলে শনাক্ত করা হয়েছে। শক্তিশালী বোমাটি দূরযন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। আজ সোমবার সকালে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাটে বোমাটি নিষ্ক্রিয় করেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বম্ব ডিসপোজালের সদস্যরা।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর নেতা ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
২ ঘণ্টা আগে
রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, শেরেবাংলা নগর, খিলক্ষেত, বনানী ও মিরপুর থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার সকালে কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র এই তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে