বরগুনা প্রতিনিধি

বরগুনায় গাঁজাসহ গ্রেপ্তার বরখাস্ত পুলিশ সদস্য কাওসার সিকদারের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি পেজে কাওসার সিকদার ও কয়েকজন মাদক ব্যবসায়ীর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
অডিওতে কাওসার ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গাঁজা কেনাবেচার স্থান ও সময় নিয়ে কথা হয়। একজন মাদক ব্যবসায়ীকে বলতে শোনা যায়, ‘দোস্ত মাল নিয়া কখন আসবি। এক হাতে টাকা এক হাতে মাল। কোনো ঝামেলা নাই।’
এ সময় কাওসার বলেন, ‘দোস্ত মোর কিন্তু ওইহানের রহিম সিকদার টিকদার এগো লগে কাউর, নির্বাচনে তোমাগো ওইহানে গেলহাম। হেইকালে রহিম সিকদারের লগে কাউর অইছে। মোরে বেশি সময় খারা হইররা রাকপিনা, ওয়ান টুতে ছাইররা দিবি।’ এ রকম আরও এক ব্যক্তির সঙ্গে কথা হয় গাঁজা বিক্রির বিষয়ে। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মোর গাড়িরা বরইতলা ফেরিঘাট গ্যাছে। আইলেই মুই আধঘণ্টার মইদ্দে মাল নেতে আইতেছি।’
গত শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ কাওসার সিকদারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। কাওসারকে গ্রেপ্তার করে বাড়ি থেকে নিয়ে আসার পর বেলা ১টার দিকে বড় ভাই ফেরদৌস সিকদার বাবু কেরোসিন ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন। আগুন ধরানোর দৃশ্য নিজের ফেসবুক আইডিতে লাইভ করেন ফেরদৌস।
এরপর গত ১৪ ফেব্রুয়ারি পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আব্দুস ছালাম সংবাদ সম্মেলন করেন। এ সময় কাওসারকে আটকের পর বড় ভাই ফেরদৌস সিকদার ওরফে ফেরদৌস বাবুসহ সবাইকে অপপ্রচারর বন্ধে ঘরে আগুনের লাইভ ভিডিও সরাতে অনুরোধ জানিয়ে এসপি বলেন, সুনির্দিষ্ট তথ্যে কাওসারকে গাঁজাসহ আটক করা হয়েছে। অপরাধ ঢাকতে ও এলাকার মানুষের সহানুভূতি পেতে ঘরে আগুনের নাটক করা হয়েছে।
কাওসারের বাবা আলম শিকদার মোবাইল ফোনে বলেন, স্থানীয় একটা চক্রের ষড়যন্ত্রের শিকার আমরা। এই অডিও তাঁরাই সুকৌশলে বানিয়েছে। আমার ছেলে নির্দোষ, তাঁকে ফাঁসানো হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম মিলন বলেন, কথোপকথনের অডিও শুনেছি। অডিওতে স্পষ্ট গাঁজাসহ আটক বরখাস্ত পুলিশ সদস্য কাওছার মাদক ব্যবসায়ীদের সঙ্গে গাঁজা বিক্রি নিয়ে কথোপকথন করছিল। ওই ভয়েস কাওসারের এটাও আমরা নিশ্চিত হয়েছি।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, কাওসার গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ার পর তাঁর ভাইসহ গোটা পরিবার পুলিশের বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়িয়ে দিতে চেষ্টা করছে। আমরা তাঁদের অনুরোধ করেছিলাম এসব মিথ্যে তথ্য না ছড়াতে। কিন্তু সেটা অব্যাহত রেখেছে। আমরা সর্বোচ্চ সহনশীল আচরণ করছি। এরপরও যদি তাঁরা না বোঝে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনায় গাঁজাসহ গ্রেপ্তার বরখাস্ত পুলিশ সদস্য কাওসার সিকদারের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বেশ কয়েকটি পেজে কাওসার সিকদার ও কয়েকজন মাদক ব্যবসায়ীর কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
অডিওতে কাওসার ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গাঁজা কেনাবেচার স্থান ও সময় নিয়ে কথা হয়। একজন মাদক ব্যবসায়ীকে বলতে শোনা যায়, ‘দোস্ত মাল নিয়া কখন আসবি। এক হাতে টাকা এক হাতে মাল। কোনো ঝামেলা নাই।’
এ সময় কাওসার বলেন, ‘দোস্ত মোর কিন্তু ওইহানের রহিম সিকদার টিকদার এগো লগে কাউর, নির্বাচনে তোমাগো ওইহানে গেলহাম। হেইকালে রহিম সিকদারের লগে কাউর অইছে। মোরে বেশি সময় খারা হইররা রাকপিনা, ওয়ান টুতে ছাইররা দিবি।’ এ রকম আরও এক ব্যক্তির সঙ্গে কথা হয় গাঁজা বিক্রির বিষয়ে। ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘মোর গাড়িরা বরইতলা ফেরিঘাট গ্যাছে। আইলেই মুই আধঘণ্টার মইদ্দে মাল নেতে আইতেছি।’
গত শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ কাওসার সিকদারকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। কাওসারকে গ্রেপ্তার করে বাড়ি থেকে নিয়ে আসার পর বেলা ১টার দিকে বড় ভাই ফেরদৌস সিকদার বাবু কেরোসিন ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন। আগুন ধরানোর দৃশ্য নিজের ফেসবুক আইডিতে লাইভ করেন ফেরদৌস।
এরপর গত ১৪ ফেব্রুয়ারি পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার আব্দুস ছালাম সংবাদ সম্মেলন করেন। এ সময় কাওসারকে আটকের পর বড় ভাই ফেরদৌস সিকদার ওরফে ফেরদৌস বাবুসহ সবাইকে অপপ্রচারর বন্ধে ঘরে আগুনের লাইভ ভিডিও সরাতে অনুরোধ জানিয়ে এসপি বলেন, সুনির্দিষ্ট তথ্যে কাওসারকে গাঁজাসহ আটক করা হয়েছে। অপরাধ ঢাকতে ও এলাকার মানুষের সহানুভূতি পেতে ঘরে আগুনের নাটক করা হয়েছে।
কাওসারের বাবা আলম শিকদার মোবাইল ফোনে বলেন, স্থানীয় একটা চক্রের ষড়যন্ত্রের শিকার আমরা। এই অডিও তাঁরাই সুকৌশলে বানিয়েছে। আমার ছেলে নির্দোষ, তাঁকে ফাঁসানো হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম মিলন বলেন, কথোপকথনের অডিও শুনেছি। অডিওতে স্পষ্ট গাঁজাসহ আটক বরখাস্ত পুলিশ সদস্য কাওছার মাদক ব্যবসায়ীদের সঙ্গে গাঁজা বিক্রি নিয়ে কথোপকথন করছিল। ওই ভয়েস কাওসারের এটাও আমরা নিশ্চিত হয়েছি।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, কাওসার গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ার পর তাঁর ভাইসহ গোটা পরিবার পুলিশের বিরুদ্ধে মিথ্যে অপবাদ ছড়িয়ে দিতে চেষ্টা করছে। আমরা তাঁদের অনুরোধ করেছিলাম এসব মিথ্যে তথ্য না ছড়াতে। কিন্তু সেটা অব্যাহত রেখেছে। আমরা সর্বোচ্চ সহনশীল আচরণ করছি। এরপরও যদি তাঁরা না বোঝে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মুছারচর সড়কের ঢালে সোহেল (৪০) নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।
২০ মিনিট আগে
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘আমাদেরই একটি অংশ চায় না যাতে নির্বাচন ভালো হোক। তবে আগামী নির্বাচনে কী হবে, কী হবে না, তা ঠিক করবে তরুণরা।’
১ ঘণ্টা আগে
ডিএনসিসি প্রশাসক বলেন, ভাড়া দেওয়ার আগে অবশ্যই বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। বাড়িতে ইউটিলিটি সার্ভিসের (গ্যাস, বিদ্যুৎ ও পানি) নিরবচ্ছিন্ন সংযোগ ও প্রতিদিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহসহ অন্যান্য সব সুবিধা নিশ্চিত করতে হবে। তবে ইউটিলিটি সার্ভিসের ক্ষেত্রে যথাযথ বিলের বেশি বা লাভ নেওয়া যাবে না।
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা-সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ চার জেলের মধ্যে দুজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ মঙ্গলবার ভোর ৫টায় উপজেলার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার জেলেরা হলেন মেহেন্দিগঞ্জ উপজেলার
১ ঘণ্টা আগে