বরগুনা প্রতিনিধি

বরগুনায় আলোচিত হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে ১৬ কিশোর অপরাধীদের মধ্যে ১২ জনকে ১০ বছর ও চারজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রায় ঘোষণা করেন শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান। এর আগে সকাল ৯টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে ১৬ কিশোরকে আদালতে আনা হয়।
মো. হৃদয় (১৬) বরগুনা শহরের চরকলোনি এলাকার দেলোয়ার হোসেন ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। সে বরগুনা সরকারি টেক্সটাইল ও ভকেশনালে ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ২৫ মে ঈদুল ফিতরের দিন বিকেলে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে বেড়াতে গেলে তুচ্ছ ঘটনার জেরে তর্কের একপর্যায়ে আসামিরা প্রকাশ্যে কিশোর হৃদয়কে পিটিয়ে হত্যা করে। হৃদয়কে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
পর দিন ২৬ মে হৃদয়ের মা ফিরোজা বেগম বাদী হয়ে বরগুনা সদর থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। বরগুনা পুলিশ ওই বছরের ১৬ নভেম্বর ১৬ জন কিশোর ও নয়জন প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে পৃথক দুটি প্রতিবেদন দাখিল করে। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে বিচারক আরও তিন কিশোরসহ ১৯ জনের নামে অভিযোগ গঠন করেন। মামলায় ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ১৯ জন অভিযুক্তের রায় ঘোষণা করেন আদালত।
রায়ে ইউনুছ কাজী (১৭) রানা আকন (১৭) ইমন হাওলাদার (১৬) জুয়েল কাজী (১৭), নয়ন হাওলাদার (১৭), সজিব (১৭) নাজমুল শিকদার (১৬) রাইয়ান বিন অন্তর অরফে অন্তর (১৫) সিফাত ইসলাম (১৭), মোশারফ (১৭) সাইফুল মৃধা (১৭) ও রাব্বিকে (১৬) ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে নয়ন হাওলাদার, সিফাত ইসলাম ও মো. সজিব পলাতক রয়েছে।
এ ছাড়া সাগর গাজী (১৭), সাইফুল কাজী (১৭), সোহাগ কাজী (১৬) ও ফাইজুল ইসলামকে (১৬) সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর তিনজন শফিকুল ইসলাম (১৭) নাঈম কাজী (১৭) ও রবিউল ইসলামের (১৬) অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নিহত হৃদয়ের মা ও মামলার বাদী ফিরোজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার একমাত্র ছেলে ঈদের দিন ঘুরতে বের হয়েছিল। তাকে আসামিরা পিটিয়ে হত্যা করে। আমি এ রায়ে খুশি হয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘শিশু আইন ২০১৩ অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত। রায়ে আমরাসহ সাধারণ মানুষ খুশি।’
আসামি পক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চাদালতে আপিল করবেন।

বরগুনায় আলোচিত হৃদয় হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ে ১৬ কিশোর অপরাধীদের মধ্যে ১২ জনকে ১০ বছর ও চারজনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তিনজনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রায় ঘোষণা করেন শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান। এর আগে সকাল ৯টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে ১৬ কিশোরকে আদালতে আনা হয়।
মো. হৃদয় (১৬) বরগুনা শহরের চরকলোনি এলাকার দেলোয়ার হোসেন ও ফিরোজা বেগম দম্পতির ছেলে। সে বরগুনা সরকারি টেক্সটাইল ও ভকেশনালে ইনস্টিটিউটে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ২৫ মে ঈদুল ফিতরের দিন বিকেলে বরগুনা সদরের গোলবুনিয়া এলাকায় পায়রা নদীর তীরে বেড়াতে গেলে তুচ্ছ ঘটনার জেরে তর্কের একপর্যায়ে আসামিরা প্রকাশ্যে কিশোর হৃদয়কে পিটিয়ে হত্যা করে। হৃদয়কে পিটিয়ে হত্যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
পর দিন ২৬ মে হৃদয়ের মা ফিরোজা বেগম বাদী হয়ে বরগুনা সদর থানায় ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। বরগুনা পুলিশ ওই বছরের ১৬ নভেম্বর ১৬ জন কিশোর ও নয়জন প্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে পৃথক দুটি প্রতিবেদন দাখিল করে। পরে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে বিচারক আরও তিন কিশোরসহ ১৯ জনের নামে অভিযোগ গঠন করেন। মামলায় ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আজ মঙ্গলবার ১৯ জন অভিযুক্তের রায় ঘোষণা করেন আদালত।
রায়ে ইউনুছ কাজী (১৭) রানা আকন (১৭) ইমন হাওলাদার (১৬) জুয়েল কাজী (১৭), নয়ন হাওলাদার (১৭), সজিব (১৭) নাজমুল শিকদার (১৬) রাইয়ান বিন অন্তর অরফে অন্তর (১৫) সিফাত ইসলাম (১৭), মোশারফ (১৭) সাইফুল মৃধা (১৭) ও রাব্বিকে (১৬) ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। এদের মধ্যে নয়ন হাওলাদার, সিফাত ইসলাম ও মো. সজিব পলাতক রয়েছে।
এ ছাড়া সাগর গাজী (১৭), সাইফুল কাজী (১৭), সোহাগ কাজী (১৬) ও ফাইজুল ইসলামকে (১৬) সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর তিনজন শফিকুল ইসলাম (১৭) নাঈম কাজী (১৭) ও রবিউল ইসলামের (১৬) অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নিহত হৃদয়ের মা ও মামলার বাদী ফিরোজা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার একমাত্র ছেলে ঈদের দিন ঘুরতে বের হয়েছিল। তাকে আসামিরা পিটিয়ে হত্যা করে। আমি এ রায়ে খুশি হয়েছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘শিশু আইন ২০১৩ অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ সাজা প্রদান করেছে বিজ্ঞ আদালত। রায়ে আমরাসহ সাধারণ মানুষ খুশি।’
আসামি পক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বলেন, রায়ের বিরুদ্ধে উচ্চাদালতে আপিল করবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বিএনপি প্রার্থীদের নিয়ে বিভিন্ন প্রচারে অংশ নেওয়ার অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। একই সঙ্গে সম্প্রতি তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম...
১ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
৩১ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
৪৩ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১ ঘণ্টা আগে