আমতলী (বরগুনা) প্রতিনিধি

ফজরের নামাজ আদায় করতে ভোরে ডাকাডাকি করায় ক্ষুব্ধ হয়ে শিক্ষককে পিটিয়ে জখম করেছেন দুই ছাত্র। ভুক্তভোগী শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফির (২৫) অভিযোগ, ছাত্র হাফেজ ইমাম হোসেন ও হাফেজ জিহাদ হোসেন তাঁকে পিটিয়ে পকেটে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনা ঘটেছে আমতলী কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে।
আহত শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
জানা গেছে, আমতলী কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ফজরের নামাজ আদায়ের জন্য ডাকাডাকি করেন শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফি। এতে ষষ্ঠ শ্রেণির ছাত্র হাফেজ ইমাম হোসেন (১৯) ও হাফেজ জিহাদ হোসেন (২০) ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাঁরা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এতে শিক্ষক রাফির কান ছিঁড়ে যায়। স্থানীয়রা তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জায়েদ আলম ইরাম শিক্ষককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযুক্ত হাফেজ ইমাম হোসেনের বাড়ি উপজেলার হলদিয়ার রাওঘা গ্রামে, বাবার নাম মামুন মৃধা। অপরজন জিহাদ হোসেনের বাড়ি পটুয়াখালী উপজেলার আমখোলা গ্রামে। দুজনেই ওই মাদ্রাসা থেকে হাফিজি শেষ করে ষষ্ঠ (নাহবেমীর) শ্রেণিতে ভর্তি হয়েছেন।
আহত শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফি বলেন, ‘ফজরের নামাজ আদায় করতে ডাকার কারণে ক্ষিপ্ত হয়ে ইমাম হোসেন ও জিহাদ আমাকে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমার পকেটে থাকা ৭ হাজার টাকা ওরা ছিনিয়ে নিয়ে গেছে। আমি ওই ছাত্রদের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, ‘ফজরের নামাজ আদায় করতে ডাকার কারণে শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফিকে দুই ছাত্র গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জায়েদ আলম ইরাম বলেন, ‘আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
সোমবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।

ফজরের নামাজ আদায় করতে ভোরে ডাকাডাকি করায় ক্ষুব্ধ হয়ে শিক্ষককে পিটিয়ে জখম করেছেন দুই ছাত্র। ভুক্তভোগী শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফির (২৫) অভিযোগ, ছাত্র হাফেজ ইমাম হোসেন ও হাফেজ জিহাদ হোসেন তাঁকে পিটিয়ে পকেটে থাকা ৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনা ঘটেছে আমতলী কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় সোমবার (১২ ফেব্রুয়ারি) ভোরে।
আহত শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।
জানা গেছে, আমতলী কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ফজরের নামাজ আদায়ের জন্য ডাকাডাকি করেন শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফি। এতে ষষ্ঠ শ্রেণির ছাত্র হাফেজ ইমাম হোসেন (১৯) ও হাফেজ জিহাদ হোসেন (২০) ক্ষুব্ধ হন। একপর্যায়ে তাঁরা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এতে শিক্ষক রাফির কান ছিঁড়ে যায়। স্থানীয়রা তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জায়েদ আলম ইরাম শিক্ষককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। অভিযুক্ত হাফেজ ইমাম হোসেনের বাড়ি উপজেলার হলদিয়ার রাওঘা গ্রামে, বাবার নাম মামুন মৃধা। অপরজন জিহাদ হোসেনের বাড়ি পটুয়াখালী উপজেলার আমখোলা গ্রামে। দুজনেই ওই মাদ্রাসা থেকে হাফিজি শেষ করে ষষ্ঠ (নাহবেমীর) শ্রেণিতে ভর্তি হয়েছেন।
আহত শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফি বলেন, ‘ফজরের নামাজ আদায় করতে ডাকার কারণে ক্ষিপ্ত হয়ে ইমাম হোসেন ও জিহাদ আমাকে পিটিয়ে গুরুতর জখম করেছে। আমার পকেটে থাকা ৭ হাজার টাকা ওরা ছিনিয়ে নিয়ে গেছে। আমি ওই ছাত্রদের শাস্তি দাবি করছি।’
এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, ‘ফজরের নামাজ আদায় করতে ডাকার কারণে শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফিকে দুই ছাত্র গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জায়েদ আলম ইরাম বলেন, ‘আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
সোমবার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু।

ওমরাহ হজ পালন করে শুল্ক ফাঁকি দিয়ে সোনার চালান আনতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন গিয়াস উদ্দিন (৪৬) নামের এক যাত্রী। বিমানবন্দরের ২ নম্বর আগমনী ক্যানোপি থেকে আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে তাঁকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
৩ মিনিট আগে
গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকা শহরের পানি ব্যবস্থাপনায় আধুনিকতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ‘স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ ব্যবস্থার অংশ হিসেবে স্মার্ট মিটার সিস্টেম পাইলট প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। আজ বুধবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের বুড়িগঙ্গা মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন
১ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুরছানা হত্যার দেড় মাসের মধ্যে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষপ্রয়োগে হত্যার অভিযোগ উঠেছে। পাবনা পৌর শহরের কাচারীপাড়ার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ ভুক্তভোগী কুকুরমালিকের।
১ ঘণ্টা আগে