পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

সাত দিনের সন্তান রেখে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ জান্নাতুল। তাঁর পরিবারকে সংবাদ প্রকাশের পর সেটি নজরে আসে ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুরের। জান্নাতুলের পরিবারকে সহায়তার জন্য তিনি একটি দোকান ঘর তৈরি করে সেখানে মালামাল তুলে দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার "ক্যানসারে স্বামীর মৃত্যু, শিশু সন্তান নিয়ে গৃহবধূর কষ্টের জীবন" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় আজকের পত্রিকায়। পাশাপাশি স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজে ও মানবিক মিডিয়ার একটি ভিডিও প্রকাশিত হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এটি দেখার পরি হাছছানা নাদিরা সবুরের নজরে আসলে তিনি তার জন্য সহায়তার ব্যবস্থা করেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে এ মানবিক দোকান ঘরের চাবি হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাছছানা নাদিরা সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সাবেক ইউপি সদস্য মতিউর রহমানসহ প্রমুখ।
হাছছানা নাদিরা সবুর জানান, মূলত আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখেই এই অসহায় নারীকে একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সামান্য একটু চেষ্টা করেছি। যাতে করে দুই শিশু সন্তান নিয়ে দুবেলা খেয়ে বেঁচে থাকতে পারেন।
জানা যায়, বিভিন্ন সময়ে গোলাম সবুর টুলু ফাউন্ডেশনের ও স্মৃতি সংসদ এর পক্ষ থেকে হাছছানা নাদিরা সবুর কর্মক্ষম মানুষের জন্য প্রায় ১৩টি দোকান তৈরি করে দিয়েছেন। যা দিয়ে তাঁরা জীবিকা নির্বাহ করে আসছেন।
উল্লেখ্য, বরগুনার পাথরঘাটায় দীর্ঘদিন ক্যানসারে ভুগে সাত দিনের একমাত্র ছেলেকে রেখে মৃত্যুবরণ করেছে মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস। মৃত্যুর পর থেকেই পাঁচ বছর বয়সী সন্তান সুমাইয়া ও নয় মাসের শিশু মোহাম্মদ মেহেদীকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে কোনো মতে জীবন-যাপন করছেন জান্নাতুলের স্ত্রী মাকসুদা বেগম (২৫)। মোহাম্মদ জান্নাতুল উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে। তিনি জীবিত থাকাকালীন বিদ্যুতের মেকানিক কাজ করতেন।

সাত দিনের সন্তান রেখে ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ জান্নাতুল। তাঁর পরিবারকে সংবাদ প্রকাশের পর সেটি নজরে আসে ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরার ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুরের। জান্নাতুলের পরিবারকে সহায়তার জন্য তিনি একটি দোকান ঘর তৈরি করে সেখানে মালামাল তুলে দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার "ক্যানসারে স্বামীর মৃত্যু, শিশু সন্তান নিয়ে গৃহবধূর কষ্টের জীবন" শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় আজকের পত্রিকায়। পাশাপাশি স্থানীয় অনলাইন পোর্টাল পাথরঘাটা নিউজে ও মানবিক মিডিয়ার একটি ভিডিও প্রকাশিত হয়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এটি দেখার পরি হাছছানা নাদিরা সবুরের নজরে আসলে তিনি তার জন্য সহায়তার ব্যবস্থা করেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামে এ মানবিক দোকান ঘরের চাবি হস্তান্তর করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাছছানা নাদিরা সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সাবেক ইউপি সদস্য মতিউর রহমানসহ প্রমুখ।
হাছছানা নাদিরা সবুর জানান, মূলত আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখেই এই অসহায় নারীকে একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য সামান্য একটু চেষ্টা করেছি। যাতে করে দুই শিশু সন্তান নিয়ে দুবেলা খেয়ে বেঁচে থাকতে পারেন।
জানা যায়, বিভিন্ন সময়ে গোলাম সবুর টুলু ফাউন্ডেশনের ও স্মৃতি সংসদ এর পক্ষ থেকে হাছছানা নাদিরা সবুর কর্মক্ষম মানুষের জন্য প্রায় ১৩টি দোকান তৈরি করে দিয়েছেন। যা দিয়ে তাঁরা জীবিকা নির্বাহ করে আসছেন।
উল্লেখ্য, বরগুনার পাথরঘাটায় দীর্ঘদিন ক্যানসারে ভুগে সাত দিনের একমাত্র ছেলেকে রেখে মৃত্যুবরণ করেছে মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস। মৃত্যুর পর থেকেই পাঁচ বছর বয়সী সন্তান সুমাইয়া ও নয় মাসের শিশু মোহাম্মদ মেহেদীকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরে কোনো মতে জীবন-যাপন করছেন জান্নাতুলের স্ত্রী মাকসুদা বেগম (২৫)। মোহাম্মদ জান্নাতুল উপজেলার কালমেঘা ইউনিয়নের আমড়াতলা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে। তিনি জীবিত থাকাকালীন বিদ্যুতের মেকানিক কাজ করতেন।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
১৫ মিনিট আগে
পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৮ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৮ ঘণ্টা আগে