মো. হোসাইন আলী কাজী, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে জানা গেছে। ওই ওষুধ সেবন করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
আজ বুধবার ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর স্বামী এমন অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি।
জানা গেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ওই ব্যক্তির স্ত্রী গত ২৭ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অন্তঃসত্ত্বা হিসেবে চিকিৎসা নিতে যান। ওই সময় স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাঁকে গর্ভকালীন সেবা পেতে এএনসি ও পিএনসি কার্ড করে দেন।
১৬ জুলাই তিনি কার্ড নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স যান। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ক্যালসিয়াম ও আয়রন ওষুধ দেন। অভিযোগ রয়েছে, ওই দিন অর্ধশতাধিক নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। ওই ওষুধ খেয়ে ওই নারীসহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই নারীকে তাঁর স্বামী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।
আজ এ বিষয়ে বেশ কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের স্বজনেরা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে স্বাস্থ্য সেবিকা ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সটকে পড়েন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু বলেন, ‘এখানে আমার কোনো দায় নেই। হাসপাতাল কর্তৃপক্ষ যে ওষুধ আমাকে সরবরাহ করেছে, আমি ওই ওষুধ অন্তঃসত্ত্বা নারীদের মাঝে বিতরণ করেছি।’ কতজন নারীর মাঝে ওই দিন ওষুধ বিতরণ করেছেন—এমন প্রশ্নের জবাব দেননি তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ১৬ জুলাই বিতরণ করা ওষুধের মেয়াদ গত মে মাসে উত্তীর্ণ হয়ে গেছে। এ ওষুধ বিতরণ করা মোটেও ঠিক হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বেশ কয়েকজন নারী ও তাঁর স্বজনেরা এসে অভিযোগ করেছেন। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কীভাবে বিতরণ করা হলো, তা-ও খতিয়ে দেখা হবে।

বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের অভিযোগ পাওয়া গেছে। ১৬ জুলাই অর্ধশতাধিক অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয় বলে জানা গেছে। ওই ওষুধ সেবন করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
আজ বুধবার ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীর স্বামী এমন অভিযোগ করেছেন। ঘটনা তদন্ত করে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি।
জানা গেছে, আমতলী পৌর শহরের সবুজবাগ এলাকার ওই ব্যক্তির স্ত্রী গত ২৭ এপ্রিল আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অন্তঃসত্ত্বা হিসেবে চিকিৎসা নিতে যান। ওই সময় স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু তাঁকে গর্ভকালীন সেবা পেতে এএনসি ও পিএনসি কার্ড করে দেন।
১৬ জুলাই তিনি কার্ড নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স যান। ওই সময় তিনি অন্তঃসত্ত্বা নারীকে মেয়াদোত্তীর্ণ ক্যালসিয়াম ও আয়রন ওষুধ দেন। অভিযোগ রয়েছে, ওই দিন অর্ধশতাধিক নারীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়। ওই ওষুধ খেয়ে ওই নারীসহ অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরে ওই নারীকে তাঁর স্বামী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন।
আজ এ বিষয়ে বেশ কয়েকজন অন্তঃসত্ত্বা নারী ও তাঁদের স্বজনেরা আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অভিযোগ দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে স্বাস্থ্য সেবিকা ওই দিন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সটকে পড়েন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্বাস্থ্য সেবিকা ইসরাত জাহান সেতু বলেন, ‘এখানে আমার কোনো দায় নেই। হাসপাতাল কর্তৃপক্ষ যে ওষুধ আমাকে সরবরাহ করেছে, আমি ওই ওষুধ অন্তঃসত্ত্বা নারীদের মাঝে বিতরণ করেছি।’ কতজন নারীর মাঝে ওই দিন ওষুধ বিতরণ করেছেন—এমন প্রশ্নের জবাব দেননি তিনি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, ১৬ জুলাই বিতরণ করা ওষুধের মেয়াদ গত মে মাসে উত্তীর্ণ হয়ে গেছে। এ ওষুধ বিতরণ করা মোটেও ঠিক হয়নি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। বেশ কয়েকজন নারী ও তাঁর স্বজনেরা এসে অভিযোগ করেছেন। তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কীভাবে বিতরণ করা হলো, তা-ও খতিয়ে দেখা হবে।

কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১০ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
২২ মিনিট আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
১ ঘণ্টা আগে
ফিরোজ দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ঢাকায় থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদকের কারবার করে আসছিলেন। ঢাকায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা থাকায় প্রায় পাঁচ বছর আগে তিনি টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা গ্রামে খালুর বাড়িতে এসে বসবাস শুরু করেন। সেখানে থেকেই তিনি মাদকের কারবার চালিয়ে যাচ্ছিলেন।
১ ঘণ্টা আগে