মো. হোসাইন আলী কাজী, আমতলী (বরগুনা)

কাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। কলমগুলো প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি ভূমিকা রাখবে পরিবেশ রক্ষায়ও। কারণ কলমগুলো ব্যবহার শেষে মাটিতে ফেলে রাখলে তা থেকে জন্ম নেবে বিভিন্ন গাছের চারা।
আমিরুল জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে এ কলম তৈরির চেষ্টা শুরু করেন। দুই মাস চেষ্টার পর গত নভেম্বর মাসে সফল হন। বিভিন্ন রঙের কাগজের মধ্যে কালির শিষ পেঁচিয়ে আঠা লাগিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া হয়। ওই কাগজের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের বীজ ভরে রোদে শুকিয়ে তৈরি করা হয় এ কলম।
আমিরুল বলেন, ‘প্লাস্টিকের তৈরি কলম শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। এ কলম ব্যবহার করলে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হবে না। উল্টো পরিবেশের ভারসাম্য রক্ষার পথ সুগম হচ্ছে। আমার লক্ষ্য হলো, পাঁচ টাকা ব্যয়ে হাজার টাকা আয়ের পথ সৃষ্টি করা। মানুষ গাছ রোপণে আগ্রহী নয়। আমার এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে অনায়াসেই গাছ মাটিতে জন্ম হবে। কারণ যেখানে এ কলম ফেলা হবে, সেখানেই ফলদ গাছের চারার জন্ম হবে। সরকারি আর্থিক সহায়তা পেলে পরিবেশবান্ধব এ কলম দেশের সর্বত্র বাজারজাত করা যাবে।’
আমিরুলের বাবা মনিরুল বলেন, সে লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় কাজ করছে। তারই সফলতা পরিবেশবান্ধব কাগজের কলম তৈরি।
আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান বলেন, আমিরুল ইসলাম প্লাস্টিক ব্যবহার কমাতে পরিবেশবান্ধব কলম তৈরি করেছে। এতে একদিকে পরিবেশ সুরক্ষিত হবে, অন্যদিকে আর্থিক সাশ্রয় হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমিরুলের এমন উদ্যোগকে প্রসারিত করতে সব ধরনের সহায়তা করা হবে। এটি একটি ভালো উদ্যোগ।

কাগজ দিয়ে পরিবেশবান্ধব কলম তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বরগুনার আমতলী উপজেলার এক শিক্ষার্থী। তাঁর নাম মো. আমিরুল ইসলাম। তিনি উপজেলার সেকান্দারখালী গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে এবং আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা গেছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে শিক্ষার্থী আমিরুল এই উদ্যোগ নিয়েছেন। কলমগুলো প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি ভূমিকা রাখবে পরিবেশ রক্ষায়ও। কারণ কলমগুলো ব্যবহার শেষে মাটিতে ফেলে রাখলে তা থেকে জন্ম নেবে বিভিন্ন গাছের চারা।
আমিরুল জানান, গত বছরের সেপ্টেম্বর মাসে এ কলম তৈরির চেষ্টা শুরু করেন। দুই মাস চেষ্টার পর গত নভেম্বর মাসে সফল হন। বিভিন্ন রঙের কাগজের মধ্যে কালির শিষ পেঁচিয়ে আঠা লাগিয়ে ভালোভাবে মুড়িয়ে দেওয়া হয়। ওই কাগজের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের বীজ ভরে রোদে শুকিয়ে তৈরি করা হয় এ কলম।
আমিরুল বলেন, ‘প্লাস্টিকের তৈরি কলম শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। এ কলম ব্যবহার করলে শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট হবে না। উল্টো পরিবেশের ভারসাম্য রক্ষার পথ সুগম হচ্ছে। আমার লক্ষ্য হলো, পাঁচ টাকা ব্যয়ে হাজার টাকা আয়ের পথ সৃষ্টি করা। মানুষ গাছ রোপণে আগ্রহী নয়। আমার এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হলে অনায়াসেই গাছ মাটিতে জন্ম হবে। কারণ যেখানে এ কলম ফেলা হবে, সেখানেই ফলদ গাছের চারার জন্ম হবে। সরকারি আর্থিক সহায়তা পেলে পরিবেশবান্ধব এ কলম দেশের সর্বত্র বাজারজাত করা যাবে।’
আমিরুলের বাবা মনিরুল বলেন, সে লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষায় কাজ করছে। তারই সফলতা পরিবেশবান্ধব কাগজের কলম তৈরি।
আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ হান্নান বলেন, আমিরুল ইসলাম প্লাস্টিক ব্যবহার কমাতে পরিবেশবান্ধব কলম তৈরি করেছে। এতে একদিকে পরিবেশ সুরক্ষিত হবে, অন্যদিকে আর্থিক সাশ্রয় হবে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, আমিরুলের এমন উদ্যোগকে প্রসারিত করতে সব ধরনের সহায়তা করা হবে। এটি একটি ভালো উদ্যোগ।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪২ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে