পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এর ফলে জেলেরা ইলিশ শিকারে যাচ্ছেন না। বাজারে মাছ না থাকায় বেড়েছে হাঁস-মুরগিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। নিত্যপণ্যের দাম বাড়ার কারণে তা নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে জানান ক্রেতারা।
বরগুনার পাথরঘাটায় প্রায় অর্ধলক্ষ মানুষ মাছ আহরণ করেই জীবিকা চালান। এখানকার জেলেদের বিকল্প কোনো কাজ নেই। মাছ শিকার করাই তাঁদের একমাত্র পেশা। ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলায় উপজেলার জেলেরা এখন জালের রশি বদলানো, ছেঁড়া জাল মেরামত ও মাছ ধরার নৌকা সংস্কার করে সময় পার করছেন। আয়ের উৎস বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এসব জেলে। বাজারে দ্রব্যমূল্য্য ঊর্ধ্বমুখী হওয়ায় এসব বেকার জেলের মধ্যেও হতাশা লক্ষ করা গেছে।
পাথরঘাটা বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ, পেঁয়াজ, শিমসহ নিত্যপ্রয়োজনীয় মালামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি বয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, দেশি মুরগি ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া হাঁস ৩৫০ থেকে ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে।
জেলে রুহুল আমিন জানান, নদীতে মাছ ধরা নিষেধ। এখন বাজারে আইয়া দেহি সবকিছুর দাম হাতে বিঘাতে।
পাথরঘাটা বাজারে প্রবীণ মুরগি ব্যবসায়ী শামসুল আলম জানান, বাজারে মাছ না থাকার কারণে মুরগির চাহিদা বেড়েছে। পর্যাপ্ত মুরগির আমদানি না থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। তবে শিগগিরই দাম কমার সম্ভাবনা নেই।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে ঊর্ধ্বমুখী না হয়, সে জন্য বাজার প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। তার পরেও উত্তরাঞ্চল বন্যার পানিতে ডুবে যাওয়ায় কাঁচামালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে চলছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। এর ফলে জেলেরা ইলিশ শিকারে যাচ্ছেন না। বাজারে মাছ না থাকায় বেড়েছে হাঁস-মুরগিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। নিত্যপণ্যের দাম বাড়ার কারণে তা নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে বলে জানান ক্রেতারা।
বরগুনার পাথরঘাটায় প্রায় অর্ধলক্ষ মানুষ মাছ আহরণ করেই জীবিকা চালান। এখানকার জেলেদের বিকল্প কোনো কাজ নেই। মাছ শিকার করাই তাঁদের একমাত্র পেশা। ইলিশ ধরা, পরিবহন ও বিক্রিতে নিষেধাজ্ঞা চলায় উপজেলার জেলেরা এখন জালের রশি বদলানো, ছেঁড়া জাল মেরামত ও মাছ ধরার নৌকা সংস্কার করে সময় পার করছেন। আয়ের উৎস বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন এসব জেলে। বাজারে দ্রব্যমূল্য্য ঊর্ধ্বমুখী হওয়ায় এসব বেকার জেলের মধ্যেও হতাশা লক্ষ করা গেছে।
পাথরঘাটা বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ, পেঁয়াজ, শিমসহ নিত্যপ্রয়োজনীয় মালামালের মূল্যবৃদ্ধির পাশাপাশি বয়লার মুরগি ১৭০ টাকা, সোনালি মুরগি ২৮০ টাকা, দেশি মুরগি ৩৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। এ ছাড়া হাঁস ৩৫০ থেকে ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে।
জেলে রুহুল আমিন জানান, নদীতে মাছ ধরা নিষেধ। এখন বাজারে আইয়া দেহি সবকিছুর দাম হাতে বিঘাতে।
পাথরঘাটা বাজারে প্রবীণ মুরগি ব্যবসায়ী শামসুল আলম জানান, বাজারে মাছ না থাকার কারণে মুরগির চাহিদা বেড়েছে। পর্যাপ্ত মুরগির আমদানি না থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। তবে শিগগিরই দাম কমার সম্ভাবনা নেই।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল-মুজাহিদ জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার যাতে ঊর্ধ্বমুখী না হয়, সে জন্য বাজার প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে। তার পরেও উত্তরাঞ্চল বন্যার পানিতে ডুবে যাওয়ায় কাঁচামালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাজার নিয়ন্ত্রণ করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
৩ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে