পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

শেষতক হাসপাতালের বিছানায় প্রাণ গেল ছোট্ট ফারজানার (৮)। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যায় সে। এর আগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার সময় তার শরীরে আগুন ধরে যায়।
ফারজানা বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার ফারুক খানের মেয়ে। ফারজানার মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। অসুস্থ বাবার সঙ্গে দাদার বাড়িতে থেকে সে লেখাপড়া করত।
ফারজানার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের এক কোনায় কে বা কারা ময়লা পোড়ানোর জন্য আবর্জনার স্তূপে আগুন দেয়। খেলার সময় ফারজানা আগুনের কাছে গেলে তার পোশাকে আগুন ধরে যায়। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন। পরে দগ্ধ ফারজানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষকেরা।
শিক্ষকেরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে ফারজানাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে মারা যায় সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, ‘ফারজানাদের শিফটের ছুটি হয়েছে বেলা সাড়ে ১১টার দিকে। তবে সে বাড়িতে না গিয়ে স্কুলের মাঠে খেলছিল। দ্বিতীয় শিফট দুপুর ১২টায় শুরু হলে আমরা ক্লাসে ঢুকে যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে শ্রেণিকক্ষ থেকে বাইরে এসে দেখি ফারজানার গায়ে আগুন জ্বলছে। স্বাস্থ্যকর্মী ফয়সাল আগুন নেভানোর জন্য তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন।’
চিকিৎসকের বরাত দিয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, উন্নত চিকিৎসার জন্য ফারজানাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

শেষতক হাসপাতালের বিছানায় প্রাণ গেল ছোট্ট ফারজানার (৮)। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যায় সে। এর আগে দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে খেলার সময় তার শরীরে আগুন ধরে যায়।
ফারজানা বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে ওই এলাকার ফারুক খানের মেয়ে। ফারজানার মা চট্টগ্রামে একটি পোশাক কারখানায় চাকরি করেন। অসুস্থ বাবার সঙ্গে দাদার বাড়িতে থেকে সে লেখাপড়া করত।
ফারজানার বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের পুরোনো ভবনের এক কোনায় কে বা কারা ময়লা পোড়ানোর জন্য আবর্জনার স্তূপে আগুন দেয়। খেলার সময় ফারজানা আগুনের কাছে গেলে তার পোশাকে আগুন ধরে যায়। স্থানীয় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ফয়সাল দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন। পরে দগ্ধ ফারজানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষকেরা।
শিক্ষকেরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শে ফারজানাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে মারা যায় সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, ‘ফারজানাদের শিফটের ছুটি হয়েছে বেলা সাড়ে ১১টার দিকে। তবে সে বাড়িতে না গিয়ে স্কুলের মাঠে খেলছিল। দ্বিতীয় শিফট দুপুর ১২টায় শুরু হলে আমরা ক্লাসে ঢুকে যাই। কিছুক্ষণ পর চিৎকার শুনে শ্রেণিকক্ষ থেকে বাইরে এসে দেখি ফারজানার গায়ে আগুন জ্বলছে। স্বাস্থ্যকর্মী ফয়সাল আগুন নেভানোর জন্য তাকে উদ্ধার করে পুকুরে ঝাঁপ দেন।’
চিকিৎসকের বরাত দিয়ে পাথরঘাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা টি এম শাহ্ আলম জানান, উন্নত চিকিৎসার জন্য ফারজানাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

বাবু মিয়া ভ্যানগাড়ি কেনার কথা বলে শ্বশুর কাজীমদ্দিনের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। শ্বশুর তিন হাজার টাকা দিলে এ নিয়ে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শিশুসন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঢাকায় ফিরে যান বাবু।
৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ‘কুয়াশার গান’ কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। তামাক নিয়ন্ত্রণ আইনে
১৮ মিনিট আগে
আন্দোলনকারীদের অভিযোগ, ত্যাগী ছাত্রদল নেতা-কর্মীদের বাদ দিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে।
১৮ মিনিট আগে
ভুক্তভোগী নারীর মেয়ে বলেন, ‘জন্মের পর থেকে বাবাকে মাদক সেবন করতে দেখেছি। এ নিয়ে সংসারে সব সময় কলহ লেগে থাকত। আমাদের তিন ভাইবোনের কথা চিন্তা করে মা একসময় প্রবাসে যান। তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি। বাধ্য হয়ে গত বছরের ২৫ মে মা বাবাকে তালাক দেন।’
৪৩ মিনিট আগে