বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া কলেজ কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবারের ঝড়ে উড়ে গেছে ৯টি শ্রেণিকক্ষসহ ১১টি কক্ষের টিনের চালা। এ ছাড়া কলেজের টিনশেড ভবনের একপাশের দেয়াল পুরোপুরি ধসে গেছে। প্রায় ৭০০ শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল। এখন এই প্রতিকূল পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করে এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো অন্য কোনো ব্যবস্থা নেই কলেজে।
উপজেলার বড়ামজুমদার ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত কাউনিয়া কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে। কলেজটি জাতীয়করণ হলেও এখন পর্যন্ত অবকাঠামোর তেমন উন্নয়ন হয়নি। কালবৈশাখীর তাণ্ডবে কলেজটির ভবন লন্ডভন্ড হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আজ বুধবার সরেজমিন কাউনিয়া কলেজে দেখা যায়, কালবৈশাখীতে কাউনিয়া কলেজের মূল ভবনের ১১টি কক্ষের টিনের চালা উড়ে গেছে। টিনের চালার ওপর পড়ে আছে ফ্যান ও বৈদ্যুতিক বোর্ড। ঝড়ে মূল ভবনের দক্ষিণ পাশের দেয়াল সম্পূর্ণ ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রেণিকক্ষের বেঞ্চ এবং বিজ্ঞানাগারের আসবাব। এ ছাড়া নষ্ট হয়েছে কলেজের একটি কম্পিউটারসহ বেশ কিছু ইলেকট্রনিকস যন্ত্রপাতি।
ওই এলাকার ছাত্র অভিভাবক ইউনুস গাজী, মাসুদ আলম, সুশান্ত কুমারসহ অনেকে জানান, বৃহৎ এই এলাকার কলেজটি নির্মাণকালে স্থানীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করায় এখানকার শিক্ষার্থীসহ অভিভাবকেরা বেশ উপকৃত হয়েছে। হঠাৎ ঝড়ে যে ক্ষতি হয়েছে, তাতে প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
কলেজ শাখার ইসলামি ইতিহাসের প্রভাষক এ এস এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ কালবৈশাখীতে আমাদের কলেজটি লন্ডভন্ড হয়ে যায়। মূল্যবান কাগজ, আসবাব এবং ল্যাবের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় এখন কলেজে ক্লাস কিংবা অফিশিয়াল কাজ পরিচালনা করা সম্ভব নয়।’
কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. হেমায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল সন্ধ্যার আগে হঠাৎ কালবৈশাখী মুহূর্তের মধ্যে কলেজের ১১টি কক্ষের টিনের চালা উড়িয়ে নিয়ে যায় এবং দেয়াল ভেঙে যায়। এ ছাড়া কলেজ প্রতিষ্ঠালগ্নের লম্বা টিনশেড ঘরের চালাও উড়ে যায়। ঝড়ে ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০ শিক্ষার্থী নিয়ে আমরা এখন বিপাকে পড়েছি। আগামী বুধবার ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শেষ হবে। ক্লাসরুম সংকটে এখন ক্লাস এবং পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো উপায় না পেলে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচেই ক্লাস করতে হবে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ বলেন, ‘ঝড়ের পরপরই সরেজমিন কলেজটি পরিদর্শন করি। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’

বরগুনার বেতাগী উপজেলার কাউনিয়া কলেজ কালবৈশাখীতে লন্ডভন্ড হয়ে গেছে। গতকাল মঙ্গলবারের ঝড়ে উড়ে গেছে ৯টি শ্রেণিকক্ষসহ ১১টি কক্ষের টিনের চালা। এ ছাড়া কলেজের টিনশেড ভবনের একপাশের দেয়াল পুরোপুরি ধসে গেছে। প্রায় ৭০০ শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়েছে কলেজ কর্তৃপক্ষ।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ এপ্রিল। এখন এই প্রতিকূল পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস এবং পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করে এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো অন্য কোনো ব্যবস্থা নেই কলেজে।
উপজেলার বড়ামজুমদার ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত কাউনিয়া কলেজটি ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ সালে কলেজটি এমপিওভুক্ত হয়। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রায় ৭০০ শিক্ষার্থী রয়েছে। কলেজটি জাতীয়করণ হলেও এখন পর্যন্ত অবকাঠামোর তেমন উন্নয়ন হয়নি। কালবৈশাখীর তাণ্ডবে কলেজটির ভবন লন্ডভন্ড হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আজ বুধবার সরেজমিন কাউনিয়া কলেজে দেখা যায়, কালবৈশাখীতে কাউনিয়া কলেজের মূল ভবনের ১১টি কক্ষের টিনের চালা উড়ে গেছে। টিনের চালার ওপর পড়ে আছে ফ্যান ও বৈদ্যুতিক বোর্ড। ঝড়ে মূল ভবনের দক্ষিণ পাশের দেয়াল সম্পূর্ণ ধসে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রেণিকক্ষের বেঞ্চ এবং বিজ্ঞানাগারের আসবাব। এ ছাড়া নষ্ট হয়েছে কলেজের একটি কম্পিউটারসহ বেশ কিছু ইলেকট্রনিকস যন্ত্রপাতি।
ওই এলাকার ছাত্র অভিভাবক ইউনুস গাজী, মাসুদ আলম, সুশান্ত কুমারসহ অনেকে জানান, বৃহৎ এই এলাকার কলেজটি নির্মাণকালে স্থানীয়ভাবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করায় এখানকার শিক্ষার্থীসহ অভিভাবকেরা বেশ উপকৃত হয়েছে। হঠাৎ ঝড়ে যে ক্ষতি হয়েছে, তাতে প্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব।
কলেজ শাখার ইসলামি ইতিহাসের প্রভাষক এ এস এম জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ কালবৈশাখীতে আমাদের কলেজটি লন্ডভন্ড হয়ে যায়। মূল্যবান কাগজ, আসবাব এবং ল্যাবের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় এখন কলেজে ক্লাস কিংবা অফিশিয়াল কাজ পরিচালনা করা সম্ভব নয়।’
কাউনিয়া কলেজের অধ্যক্ষ মো. হেমায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, গতকাল সন্ধ্যার আগে হঠাৎ কালবৈশাখী মুহূর্তের মধ্যে কলেজের ১১টি কক্ষের টিনের চালা উড়িয়ে নিয়ে যায় এবং দেয়াল ভেঙে যায়। এ ছাড়া কলেজ প্রতিষ্ঠালগ্নের লম্বা টিনশেড ঘরের চালাও উড়ে যায়। ঝড়ে ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ৭০০ শিক্ষার্থী নিয়ে আমরা এখন বিপাকে পড়েছি। আগামী বুধবার ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শেষ হবে। ক্লাসরুম সংকটে এখন ক্লাস এবং পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে। কোনো উপায় না পেলে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে খোলা আকাশের নিচেই ক্লাস করতে হবে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ বলেন, ‘ঝড়ের পরপরই সরেজমিন কলেজটি পরিদর্শন করি। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
১২ মিনিট আগে
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার নগরীর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
১৪ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক। চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের দেরিতে হাসপাতালে আসাসহ রোগীদের জন্য বরাদ্দ খাবার বিতরণে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়।
১৬ মিনিট আগে