থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে র্যাবের সঙ্গে কুকিচিন ও জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করেছে র্যাব। গোলাগুলিতে আহত হয়েছেন র্যাবের আট সদস্য।
রেমাক্রি প্রাংসা ইউনিয়নের দোলিচান ম্রো ও থামলো বম পাড়া, মাঝখানে নির্মাণাধীন সড়কের নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। পরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তমাতুঙ্গি পর্যটন কেন্দ্রে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘সকালে থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে রুমা উপজেলা ৪ নং রেমাক্রিপ্রাংসা দোলিচান ম্রো পাড়া এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কুকিচিনের সদস্যরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এখনো চলছে।’
র্যাব মহাপরিচালক জানান, র্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য ও ১৪ জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এই ব্রিফিংয়ের সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুণদের অনেকেই জামাআতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় একটি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া পাহাড়ি সন্ত্রাসী সংগঠনটির নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়টি জানার পর গত ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে অভিযানে নামে র্যাব ও সেনাবাহিনী।

বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে র্যাবের সঙ্গে কুকিচিন ও জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জঙ্গিকে আটক করেছে র্যাব। গোলাগুলিতে আহত হয়েছেন র্যাবের আট সদস্য।
রেমাক্রি প্রাংসা ইউনিয়নের দোলিচান ম্রো ও থামলো বম পাড়া, মাঝখানে নির্মাণাধীন সড়কের নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। পরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে তমাতুঙ্গি পর্যটন কেন্দ্রে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘সকালে থানচি ও রুমা দুই উপজেলা সীমান্তে রুমা উপজেলা ৪ নং রেমাক্রিপ্রাংসা দোলিচান ম্রো পাড়া এলাকায় অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গি ও কুকিচিনের সদস্যরা। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের গোলাগুলি শুরু হয়। গোলাগুলি এখনো চলছে।’
র্যাব মহাপরিচালক জানান, র্যাবের অভিযানে এ পর্যন্ত ৪৩ জন জঙ্গি সংগঠনের সদস্য ও ১৪ জন কুকিচিন সংগঠনের সদস্যকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এই ব্রিফিংয়ের সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুণদের অনেকেই জামাআতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। এসব আস্তানায় হিজরত করা তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় একটি পাহাড়ি সন্ত্রাসী সংগঠন। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া পাহাড়ি সন্ত্রাসী সংগঠনটির নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট’ (কেএনএফ)। বিষয়টি জানার পর গত ১৭ অক্টোবর থেকে জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করতে অভিযানে নামে র্যাব ও সেনাবাহিনী।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।
৩ মিনিট আগে
১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর।
৭ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার বিরুদ্ধে দুর্নীতি ও ভর্তি-বাণিজ্যের অভিযোগ তুলে আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দিদারুল আলম নামের এক অভিভাবক।
১২ মিনিট আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীমকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড আবেদন শুনানির সময় আদালত আসামির কাছে একাধিক এনআইডি কার্ড রাখার কারণ জানতে চান। এ সময় হামীম আদালতকে বলেন, ‘একটি আমার আসল এনআইডি কার্ড আর অন্য দুটি গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে
১৫ মিনিট আগে