প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবানের লামায় বালি বোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবনিয়া পাড়ার শুভ দাশের স্ত্রী রূপসী মায়া দে (২২), গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০)। তাৎক্ষণিক ভাবে দুজন নিহতের পরিচয় পাওয়া গেলও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
এঘটনায় আহত হয়েছেন, মৃত রূপসী মায়া দের মেয়ে অঙ্কিতা দাশ (৩), মহেশখালীর মো. বোরহান উদ্দিন (২৮) এবং কুমিল্লা সদর ইউনিয়নের কালিয়াঝিড়ি গ্রামের মো. ফেলুমিয়ার ছেলে মো. জাকির হোসেন (৫৫)।
প্রত্যক্ষদর্শী রিখা দাশ জানিয়েছেন, আমরা মাহেন্দ্র গাড়ি যোগে চকরিয়া বেড়াতে যাচ্ছিলাম। লামার লাইনঝিরি মোড়ে মাহেন্দ্র ড্রাইভার সামনে পুলিশ চেকপোস্ট আছে বলে আমাদের নামিয়ে দিয়ে বলে, আপনারা হেঁটে চেকপোস্ট পার হয়ে যান। তখন আমরা পুলিশ চেক পোস্ট পার হয়ে পশ্চিম লাইনঝিরি পর্যন্ত গেলে চকরিয়া থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক আমাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং পরে আরেকজন মারা যায়। অন্যরা প্রাণে বেঁচে যায়। মৃত তিনজনের মধ্যে দুজন আমার আত্মীয়।
এদিকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোবিন বলেন, লামা হাসপাতালে একজন মৃত ও তিনজন আহত রোগী রয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চমেকে রেফার করে দেওয়া হয়েছে। নিহত দুজনকে তাঁদের স্বজনরা নিয়ে গেছেন। আহত মো. জাকির হোসেন (৫৫) নামের একজন এখনো হাসপাতালে রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত হয় তিনজন। ট্রাক ড্রাইভার ও মাহেন্দ্র ড্রাইভার পালিয়ে গেছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

বান্দরবানের লামায় বালি বোঝাই ট্রাকের চাপায় তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ রোববার দুপুর ১টায় লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড়ের পশ্চিম লাইনঝিরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবনিয়া পাড়ার শুভ দাশের স্ত্রী রূপসী মায়া দে (২২), গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০)। তাৎক্ষণিক ভাবে দুজন নিহতের পরিচয় পাওয়া গেলও আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
এঘটনায় আহত হয়েছেন, মৃত রূপসী মায়া দের মেয়ে অঙ্কিতা দাশ (৩), মহেশখালীর মো. বোরহান উদ্দিন (২৮) এবং কুমিল্লা সদর ইউনিয়নের কালিয়াঝিড়ি গ্রামের মো. ফেলুমিয়ার ছেলে মো. জাকির হোসেন (৫৫)।
প্রত্যক্ষদর্শী রিখা দাশ জানিয়েছেন, আমরা মাহেন্দ্র গাড়ি যোগে চকরিয়া বেড়াতে যাচ্ছিলাম। লামার লাইনঝিরি মোড়ে মাহেন্দ্র ড্রাইভার সামনে পুলিশ চেকপোস্ট আছে বলে আমাদের নামিয়ে দিয়ে বলে, আপনারা হেঁটে চেকপোস্ট পার হয়ে যান। তখন আমরা পুলিশ চেক পোস্ট পার হয়ে পশ্চিম লাইনঝিরি পর্যন্ত গেলে চকরিয়া থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক আমাদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং পরে আরেকজন মারা যায়। অন্যরা প্রাণে বেঁচে যায়। মৃত তিনজনের মধ্যে দুজন আমার আত্মীয়।
এদিকে লামা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রোবিন বলেন, লামা হাসপাতালে একজন মৃত ও তিনজন আহত রোগী রয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চমেকে রেফার করে দেওয়া হয়েছে। নিহত দুজনকে তাঁদের স্বজনরা নিয়ে গেছেন। আহত মো. জাকির হোসেন (৫৫) নামের একজন এখনো হাসপাতালে রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এর মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ সময় আহত হয় তিনজন। ট্রাক ড্রাইভার ও মাহেন্দ্র ড্রাইভার পালিয়ে গেছে। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

দোতালা ভবনের নিচতলায় একটি কক্ষে বসে রয়েছেন ফার্মাসিস্ট মোল্লা মনিরুজ্জামান। তাঁর কাছেই বিভিন্ন বয়সী রোগীরা আসছেন চিকিৎসা নিতে। উপসর্গ শুনে রোগীদের জন্য নিজেই ওষুধ লিখে দিচ্ছেন মনিরুজ্জামান।
৬ মিনিট আগে
কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
১৫ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৮ ঘণ্টা আগে