নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি সীমান্তের বিভিন্ন পরিস্থিতি ও বিজিবির সদস্যদের সার্বিক বিষয়ের খোঁজ নেন।
বিজিবির মহাপরিচালক আজ সকাল ১০টা সীমান্ত পরিদর্শন কার্যক্রম শুরু করে দুপুরে ঘুমধুম ও তুমব্রু সীমান্ত চৌকি পরিদর্শন করেন। এ সময় তিনি ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে কর্নেল পদবির ব্যাজ পরিয়ে দেন। এরপর তিনি বাইশফাঁড়ি সীমান্ত চৌকিতে যান। সেখানে কিছুক্ষণ ব্যয় করে বেলা ৩টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকা পার হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
বিজিবির মহাপরিচালক সঙ্গে ছিলেন কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, রামুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, লে. কর্নেল এস এম মাহবুবুল আলম খান, লে. কর্নেল তৌহিদুল ইসলাম, ক্যাপ্টেন মিরাজ প্রমুখ।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা বিজিবির মহাপরিচালক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন চান তিনি। এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন এ কর্মকর্তা।
এ দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্য প্রান্তে নিকুছড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি সীমান্তের বিভিন্ন পরিস্থিতি ও বিজিবির সদস্যদের সার্বিক বিষয়ের খোঁজ নেন।
বিজিবির মহাপরিচালক আজ সকাল ১০টা সীমান্ত পরিদর্শন কার্যক্রম শুরু করে দুপুরে ঘুমধুম ও তুমব্রু সীমান্ত চৌকি পরিদর্শন করেন। এ সময় তিনি ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে কর্নেল পদবির ব্যাজ পরিয়ে দেন। এরপর তিনি বাইশফাঁড়ি সীমান্ত চৌকিতে যান। সেখানে কিছুক্ষণ ব্যয় করে বেলা ৩টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকা পার হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
বিজিবির মহাপরিচালক সঙ্গে ছিলেন কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, রামুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, লে. কর্নেল এস এম মাহবুবুল আলম খান, লে. কর্নেল তৌহিদুল ইসলাম, ক্যাপ্টেন মিরাজ প্রমুখ।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা বিজিবির মহাপরিচালক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন চান তিনি। এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন এ কর্মকর্তা।
এ দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্য প্রান্তে নিকুছড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল।

পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ মিনিট আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
৫ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকে ভোট চাওয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারক কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের দলীয় প্রার্থী শামা ওবায়েদ ইসলামের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেছেন আনোয়ার হোসেন মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
১ ঘণ্টা আগে