ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সন্তান জন্ম দিতে গিয়ে জেসমিন বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে মৃত নারীর স্বামী আলী আহম্মেদের (৬৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তার আলী আহম্মেদ উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।
পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গত বুধবার দুপুরের দিকে আলী আহম্মেদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে বাথরুমে শিশুর জন্ম দেন। সন্তান জন্মের পরই তিনি মারা যান। একপর্যায়ে বাথরুমের প্যানের মধ্য থেকে শিশুর কান্না শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়।
জেসমিন বেগম আলী আহম্মেদ শেখের দ্বিতীয় স্ত্রী। ওই দম্পতির ১০ ও ৬ বছরের আরও দুটি সন্তান রয়েছে। নবজাতক শিশুটি তাদের তৃতীয় সন্তান। শিশুটি সাত মাসের (গর্ভ) মাথায় ভূমিষ্ঠ হয়েছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিমুল বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ও শ্বাসকষ্টে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তাঁরা।
মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশীর ফোন পেয়ে তাঁরা পাশের উপজেলা মোল্লাহাট থেকে আলী আহম্মেদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, জেসমিন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা আরও জানান, জেসমিনের স্বামী সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর সংবাদ শুনেও তিনি আসেননি। এ ঘটনায় বুধবার রাতে মৃত জেসমিনের বাবা হাকিম মোল্লা জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সন্তান জন্ম দিতে গিয়ে জেসমিন বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে মৃত নারীর স্বামী আলী আহম্মেদের (৬৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তার আলী আহম্মেদ উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।
পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গত বুধবার দুপুরের দিকে আলী আহম্মেদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে বাথরুমে শিশুর জন্ম দেন। সন্তান জন্মের পরই তিনি মারা যান। একপর্যায়ে বাথরুমের প্যানের মধ্য থেকে শিশুর কান্না শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়।
জেসমিন বেগম আলী আহম্মেদ শেখের দ্বিতীয় স্ত্রী। ওই দম্পতির ১০ ও ৬ বছরের আরও দুটি সন্তান রয়েছে। নবজাতক শিশুটি তাদের তৃতীয় সন্তান। শিশুটি সাত মাসের (গর্ভ) মাথায় ভূমিষ্ঠ হয়েছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিমুল বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ও শ্বাসকষ্টে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তাঁরা।
মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশীর ফোন পেয়ে তাঁরা পাশের উপজেলা মোল্লাহাট থেকে আলী আহম্মেদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, জেসমিন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা আরও জানান, জেসমিনের স্বামী সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর সংবাদ শুনেও তিনি আসেননি। এ ঘটনায় বুধবার রাতে মৃত জেসমিনের বাবা হাকিম মোল্লা জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় দেড় বছর ধরে পানি শোধনাগার বন্ধ থাকায় বিশুদ্ধ পানিসংকটে পড়েছেন অন্তত ৬০০ পরিবারের ২ হাজার মানুষ। শোধনাগার চালুর পর মাস দুয়েক পানি সরবরাহের পর তা বন্ধ হয়ে যায়। স্থানীয়রা অভিযোগ করেছেন, পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে তাঁরা এ ভোগান্তিতে পড়েছেন।
২ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে
৭ মিনিট আগে
বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১ ঘণ্টা আগে