আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)

বাগেরহাটের ফকিরহাটে পানের বাজারে ধস নেমেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। বৈরী আবহাওয়ায় বরজ নষ্টের পর পানের দামও কমে যাওয়ায় ভবিষ্যতে পান চাষের বিষয়েও আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।
আজ বুধবার উপজেলার টাউন নওয়াপাড়া, চুলকাঠি, ফকিরহাট সদর ও মানসা বাজার ঘুরে পানের দরপতনের এ চিত্র দেখা গেছে।
ফকিরহাটের একাধিক পান চাষি জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরজ নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তাঁরা আগেভাগে পান তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন। কিন্তু দেখা যায় কেউ পান কিনতে চাচ্ছে না। প্রতি পোন (৮০ টি) বড় আকারের পান ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া মাঝারি আকারের পান ৩০ থেকে ৪০ টাকা এবং ছোট আকারের পান ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ অন্য সময় এর অন্তত তিনগুণ দাম পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, মাস তিনেক আগে তীব্র দাবদাহে বরজের ব্যাপক ক্ষতি হয়েছিল। এটা কাটিয়ে উঠতে না উঠতে অতিবৃষ্টির কবলে পড়ে পান চাষিরা একরকম সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পানের হাট টাউন নোয়াপাড়া বাজারের ইজারাদার মোশা মেম্বার বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপে পান রপ্তানি বন্ধ রয়েছে। ফলে পাইকারদের পান কেনার চাহিদা কমে গেছে। তা ছাড়া বৈরী আবহাওয়ায় বরজের পান নষ্ট হওয়ায় চাষিরা দ্রুত পান কেটে বাজারে নিয়ে আসছেন। পাইকার কম থাকায় ও জোগান বেশি হওয়ায় পানের দাম একেবারে কমে গিয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পান চাষিদের ক্ষতি হয়েছে। পানের দাম কমে যাওয়ায় তা আরও তীব্রতর হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে পানচাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।’

বাগেরহাটের ফকিরহাটে পানের বাজারে ধস নেমেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন পানচাষিরা। বৈরী আবহাওয়ায় বরজ নষ্টের পর পানের দামও কমে যাওয়ায় ভবিষ্যতে পান চাষের বিষয়েও আগ্রহ হারিয়ে ফেলছেন তাঁরা।
আজ বুধবার উপজেলার টাউন নওয়াপাড়া, চুলকাঠি, ফকিরহাট সদর ও মানসা বাজার ঘুরে পানের দরপতনের এ চিত্র দেখা গেছে।
ফকিরহাটের একাধিক পান চাষি জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরজ নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে তাঁরা আগেভাগে পান তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন। কিন্তু দেখা যায় কেউ পান কিনতে চাচ্ছে না। প্রতি পোন (৮০ টি) বড় আকারের পান ৬০ থেকে ৭০ টাকা বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া মাঝারি আকারের পান ৩০ থেকে ৪০ টাকা এবং ছোট আকারের পান ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ অন্য সময় এর অন্তত তিনগুণ দাম পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত পানচাষিরা জানান, মাস তিনেক আগে তীব্র দাবদাহে বরজের ব্যাপক ক্ষতি হয়েছিল। এটা কাটিয়ে উঠতে না উঠতে অতিবৃষ্টির কবলে পড়ে পান চাষিরা একরকম সর্বস্বান্ত হয়ে পড়েছেন।
দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় পানের হাট টাউন নোয়াপাড়া বাজারের ইজারাদার মোশা মেম্বার বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপে পান রপ্তানি বন্ধ রয়েছে। ফলে পাইকারদের পান কেনার চাহিদা কমে গেছে। তা ছাড়া বৈরী আবহাওয়ায় বরজের পান নষ্ট হওয়ায় চাষিরা দ্রুত পান কেটে বাজারে নিয়ে আসছেন। পাইকার কম থাকায় ও জোগান বেশি হওয়ায় পানের দাম একেবারে কমে গিয়েছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে পান চাষিদের ক্ষতি হয়েছে। পানের দাম কমে যাওয়ায় তা আরও তীব্রতর হয়েছে। তবে এ সংকট কাটিয়ে উঠতে পানচাষিদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১১ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৩ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৩ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩৫ মিনিট আগে