ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বিশ্বাস নাজমুল হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে ‘নিজেকে ক্ষমা করতে পারব না’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আজ বুধবার (২ জুলাই) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে লাশটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নাজমুল ওই গ্রামের বিশ্বাস আ. হকের ছেলে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে খবর পেয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নাজমুলের বাবা আ. হক জানান, বুধবার ভোরে তাঁর ছেলেকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি বলেন, নাজমুল বেশ কিছুদিন ধরে দুশ্চিন্তা ও বিষণ্নতায় ভুগছিল। এ ব্যাপারে জানতে চাইলে চিন্তার কারণ সম্পর্কে পরিবারকে সে কিছু বলেনি।
মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আব্বা, আম্মা, হাজেলা আপা, জিয়া ভাই, জিনিয়া তাকরিমসহ সবাই আমাকে মাফ করে দিয়ো, সবাই ভালো থেকো, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। হিংসা, অহংকার মানুষকে শেষ করে দেয়। আমি ততটা মানুষিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে পারছি না, তাই এই পথ বেছে নিলাম। নিজেকে নিজেই বিরক্ত লাগছে। কিছু মানুষ আমার কাছে টাকা পাবে, দিয়ে দিও। আর আমার আব্বা হলো পরিবারের রাজা, কিন্তু আমি যা করেছি তার জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। তাই এই পথ বেছে নিলাম। সবার অপ্রিয় বিশ্বাস নাজমুল।’
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশে যে চিরকুট পাওয়া গেছে, তা ওই যুবকের লেখা কি না, খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

বাগেরহাটের ফকিরহাটে বিশ্বাস নাজমুল হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে ‘নিজেকে ক্ষমা করতে পারব না’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে। আজ বুধবার (২ জুলাই) সকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে লাশটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নাজমুল ওই গ্রামের বিশ্বাস আ. হকের ছেলে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে খবর পেয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
নাজমুলের বাবা আ. হক জানান, বুধবার ভোরে তাঁর ছেলেকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি বলেন, নাজমুল বেশ কিছুদিন ধরে দুশ্চিন্তা ও বিষণ্নতায় ভুগছিল। এ ব্যাপারে জানতে চাইলে চিন্তার কারণ সম্পর্কে পরিবারকে সে কিছু বলেনি।
মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আব্বা, আম্মা, হাজেলা আপা, জিয়া ভাই, জিনিয়া তাকরিমসহ সবাই আমাকে মাফ করে দিয়ো, সবাই ভালো থেকো, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। হিংসা, অহংকার মানুষকে শেষ করে দেয়। আমি ততটা মানুষিক যন্ত্রণা নিয়ে বেঁচে থাকতে পারছি না, তাই এই পথ বেছে নিলাম। নিজেকে নিজেই বিরক্ত লাগছে। কিছু মানুষ আমার কাছে টাকা পাবে, দিয়ে দিও। আর আমার আব্বা হলো পরিবারের রাজা, কিন্তু আমি যা করেছি তার জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারব না। তাই এই পথ বেছে নিলাম। সবার অপ্রিয় বিশ্বাস নাজমুল।’
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশে যে চিরকুট পাওয়া গেছে, তা ওই যুবকের লেখা কি না, খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

জীবনে কোনো ইবাদত না করেও কেউ যদি বিড়ি (সিগারেট) টেনে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আর তা আল্লাহ কবুল করেন, তাহলে তার পেছনের সব গুনাহ মাফ—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক।
১৫ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দর প্রকল্পের জমি ভরাটের কাজে পাহাড় কাটার অভিযোগের বিষয়ে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কমিটি। আজ শুক্রবার (৯ জানুয়ারি) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী রামগড় আন্তর্জাতিক যাত্রী টার্মিনাল (স্থলবন্দর) এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
১৮ মিনিট আগে
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত ব্যক্তির নাম হিরাজ মিয়া (৫৫)।
২৫ মিনিট আগে
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে আটকে পড়া বরসহ ১০ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনের নিচতলার একটি দেয়াল ভেঙে তাঁদের উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে