Ajker Patrika

সুন্দরবনে ১২০ বোতল কীটনাশকসহ নৌকা জব্দ

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৯: ২৩
সুন্দরবনে ১২০ বোতল কীটনাশকসহ নৌকা জব্দ

বাগেরহাটের সুন্দরবন থেকে মাছ আহরণের কাজে ব্যবহৃত ১২০ বোতল বিষ, ৬০০ মিটার জাল ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। আজ সোমবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাইনমারী খাল থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। 

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। বন কর্মকর্তাদের ধারণা, এই চক্রের সঙ্গে অন্তত চারজন জড়িত ছিল, যারা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। পালিয়ে জাওয়াদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে বন বিভাগ। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আজকের পত্রিকাকে বলেন, পশুর নদীতে একটি ডিঙি নৌকায় চারজন ছিল। ডাকলে তারা দ্রুত নৌকা বেয়ে কাইনমারী খালের মোহনায় নৌকা ঢুকিয়ে ডুবিয়ে ফেলার চেষ্টা করে। আমরা সেখানে পৌঁছে যাওয়ায় তারা নৌকা ফেলে দুপাশ থেকে নেমে গ্রামের মধ্যে পালিয়ে যায়। 

এ সময় নৌকা থেকে ১০৩ বোতল রিপকর্ড ও ১৭ বোতল এগ্রোমের্থিন, মাছ শিকারের ৬০০ মিটার নিষিদ্ধ জালসহ মাছ শুঁটকি করার ১৮টি চাটাই জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, অনেক খোঁজাখুঁজি করেও তাৎক্ষণিক তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে। পালিয়ে যাওয়া দের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত