মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

আবার চালু হচ্ছে কয়লাসংকটে বন্ধ হয়ে যাওয়া রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। আজ বুধবার তাপবিদ্যুৎকেন্দ্রের ৩৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজ এমভি স্পাইনেল ভিড়েছে মোংলা বন্দরে। ১৬ ফেব্রুয়ারি আরও একটি জাহাজ ৫১ হাজার টন কয়লা নিয়ে বন্দরে আসার কথা রয়েছে। সব প্রক্রিয়া শেষে বিদ্যুৎকেন্দ্রটি সপ্তাহখানেকের পর পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে বলে আজকের পত্রিকাকে জানান রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘কয়লার সংকটে গত ১৪ জানুয়ারির প্ল্যান্টটির উৎপাদন বন্ধ হয়ে যায়। আজ তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। এখন সেখান থেকে লাইটারেজে করে কয়লা আনা হবে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা যাবে কয়লার গোডাউনে।
‘মজুত গোডাউন থেকে কয়লা নিয়ে জ্বালানির ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা হবে। যদিও এ প্রক্রিয়াও সময়সাপেক্ষ। তাই এসব প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহখানেকের পর পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র।’
আনোয়ারুল আজিম আরও বলেন, ‘আশা করছি, এখন থেকে নিয়মিত কয়লা আসতে থাকবে, ফলে প্ল্যান্টটির উৎপাদন ব্যাহত কিংবা বন্ধের আর তেমন কোনো আশঙ্কা ও প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না।’
কয়লাবাহী জাহাজ এমভি স্পাইনেলের স্থানীয় শিপিং এজেন্টের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার টন জ্বালানি কয়লা নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি স্পাইনেল আজ মোংলা বন্দরে ভিড়েছে। রাত থেকেই এ কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে। এরপর বিদেশি ওই জাহাজ থেকে খালাস হওয়া কয়লা লাইটারেজে (কার্গো-কোস্টার) করে নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে।’
খন্দকার রিয়াজুল হক আরও বলেন, ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫১ হাজার টন কয়লা নিয়ে ১৬ ফেব্রুয়ারি মোংলা বন্দরে ভিড়বে আরও একটি বিদেশি জাহাজ।’ রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের সব জ্বালানি কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে বলে জানান তিনি।
উল্লেখ্য, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৩২০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গত বছরের আগস্টে। এরপর ডিসেম্বর পুরোপুরি চালু হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রিডে। আর ১ হাজার ৩২০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়ার সম্ভাব্য সময় চলতি বছরের জুন-জুলাই মাসে।

আবার চালু হচ্ছে কয়লাসংকটে বন্ধ হয়ে যাওয়া রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র। আজ বুধবার তাপবিদ্যুৎকেন্দ্রের ৩৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা জাহাজ এমভি স্পাইনেল ভিড়েছে মোংলা বন্দরে। ১৬ ফেব্রুয়ারি আরও একটি জাহাজ ৫১ হাজার টন কয়লা নিয়ে বন্দরে আসার কথা রয়েছে। সব প্রক্রিয়া শেষে বিদ্যুৎকেন্দ্রটি সপ্তাহখানেকের পর পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে বলে আজকের পত্রিকাকে জানান রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম।
উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বলেন, ‘কয়লার সংকটে গত ১৪ জানুয়ারির প্ল্যান্টটির উৎপাদন বন্ধ হয়ে যায়। আজ তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে আসা একটি বিদেশি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে। এখন সেখান থেকে লাইটারেজে করে কয়লা আনা হবে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে। এরপর জেটি থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তা যাবে কয়লার গোডাউনে।
‘মজুত গোডাউন থেকে কয়লা নিয়ে জ্বালানির ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করা হবে। যদিও এ প্রক্রিয়াও সময়সাপেক্ষ। তাই এসব প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহখানেকের পর পুনরায় উৎপাদনে যেতে সক্ষম হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র।’
আনোয়ারুল আজিম আরও বলেন, ‘আশা করছি, এখন থেকে নিয়মিত কয়লা আসতে থাকবে, ফলে প্ল্যান্টটির উৎপাদন ব্যাহত কিংবা বন্ধের আর তেমন কোনো আশঙ্কা ও প্রতিবন্ধকতার সৃষ্টি হবে না।’
কয়লাবাহী জাহাজ এমভি স্পাইনেলের স্থানীয় শিপিং এজেন্টের ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার টন জ্বালানি কয়লা নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এমভি স্পাইনেল আজ মোংলা বন্দরে ভিড়েছে। রাত থেকেই এ কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে। এরপর বিদেশি ওই জাহাজ থেকে খালাস হওয়া কয়লা লাইটারেজে (কার্গো-কোস্টার) করে নেওয়া হবে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে।’
খন্দকার রিয়াজুল হক আরও বলেন, ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫১ হাজার টন কয়লা নিয়ে ১৬ ফেব্রুয়ারি মোংলা বন্দরে ভিড়বে আরও একটি বিদেশি জাহাজ।’ রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের সব জ্বালানি কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে বলে জানান তিনি।
উল্লেখ্য, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৩২০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হয় গত বছরের আগস্টে। এরপর ডিসেম্বর পুরোপুরি চালু হওয়ার পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয় জাতীয় গ্রিডে। আর ১ হাজার ৩২০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের উৎপাদনে যাওয়ার সম্ভাব্য সময় চলতি বছরের জুন-জুলাই মাসে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১০ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১২ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩৪ মিনিট আগে