এস এস শোহান, বাগেরহাট

বাগেরহাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সব কটি দপ্তর চরম জনবলসংকটে খুঁড়িয়ে চলছে। বীজ ও উদ্যান, সার-ব্যবস্থাপনা ও ক্ষুদ্র সেচ—এই তিন দপ্তরের সব কটিই জনবলসংকটে ধুঁকছে। ফলে কৃষকেরা তাঁদের প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাঁদের বিরুদ্ধে কাজে অনীহা, স্বেচ্ছাচারিতা ও সেবাদানের নামে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে।
বিএডিসি সূত্রে জানা গেছে, বাগেরহাটে বিএডিসির তিনটি দপ্তর রয়েছে, সেগুলো হলো বিএডিসি-ক্ষুদ্র সেচ, বিএডিসি-বীজ ও উদ্যান এবং বিএডিসি সার-ব্যবস্থাপনা। এগুলোর মধ্যে সেচ দপ্তরে ১৬টি পদের মধ্যে ১১টি শূন্য। উপসহকারী প্রকৌশলী, মেকানিক বা সহকারী মেকানিক, অফিস সহায়ক, গাড়িচালক ও পিয়ন/দারোয়ানের পদ ফাঁকা পড়ে আছে। ফলে কৃষকদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন এই দপ্তরের কর্মকর্তারা।
কৃষকদের অভিযোগ, জনবলসংকটের অজুহাতে নিজেদের খনন করা খাল, চলমান কাজ ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শনেও যান না কর্মকর্তারা। সেচ সুবিধা দেওয়া এবং কৃষকদের ভাড়ায় শ্যালো মেশিন পাওয়ার ক্ষেত্রেও দপ্তরে আসতে হয় বারবার। অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ছাড়া এই দপ্তরের অধীনে বিভিন্ন খাল খননের কাজ ঠিকাদারের কাছ থেকে চুক্তিতে নিয়ে উপসহকারী প্রকৌশলী এস এম সুজাউদ্দীন নিজে করছেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, ‘উপসহকারী প্রকৌশলী সুজাউদ্দীন এখানে আট বছরের বেশি সময় আছেন। দরপত্রে অংশগ্রহণের মাধ্যমে যেসব ঠিকাদার কাজ পান, তাঁদের কাছ থেকে কৌশলে কাজ বাগিয়ে নিয়ে তিনি করেন। যেহেতু তদারকির (সুপারভিশন) দায়িত্বে তিনি, তাই যেনতেনভাবে কাজ করে পার পেয়ে যান।’
কৃষকদের অভিযোগের বিষয়ে জানতে উপসহকারী প্রকৌশলী সুজাউদ্দীনের মোবাইল ফোন কল দেওয়া হলে তিনি তা ধরেননি।
খনন করা খাল পরিদর্শন এবং সেচ নালা পরিদর্শন না করার অভিযোগের বিষয়ে বিএডিসি-সেচ বিভাগ বাগেরহাটের সহকারী প্রকৌশলী প্রিন্স কুমার মল্লিক বলেন, ‘যখন কাজ চলে, তখন পরিদর্শনে যাওয়া হয়। আবার সব জায়গায় নিয়মিত যাওয়া হয় না। লোকবলেরও সংকট রয়েছে। ঠিকাদারের কাজ ভাগাভাগির মাধ্যমে করার বিষয়টিও সত্য নয়।’
এদিকে বিএডিসি-সার ব্যবস্থাপনা বিভাগে রয়েছেন মাত্র একজন গুদামরক্ষক। তাঁকেও বীজ বিভাগ থেকে প্রেষণে পাঠানো হয়েছে। ৪০০ টন ধারণক্ষমতাসম্পন্ন গুদামে সরকারি বেতনভুক্ত একমাত্র কর্মচারী তিনি। এই গুদাম থেকে ডিএপি, টিএসপি ও এমওপি—তিন প্রকারের ৬ হাজার টনের বেশি সার ডিলারদের কাছে বিক্রি হয়।
পিয়ন, নৈশপ্রহরী বা অন্যান্য কর্মচারী না থাকার বিষয়ে গুদামরক্ষক বিশ্বজিত বলেন, ‘আসলে অর্গানোগ্রামে কী আছে জানি না। খুলনার স্যাররা জানেন। আর এখানে বেসরকারি শ্রমিক আছেন। তাঁরা অনেক কাজে সহযোগিতা করেন।’
গুদামরক্ষক দায়িত্ব পালন করছেন সার বিভাগের। ফলে নিয়মিত দাপ্তরিক কাজ ও কৃষকদের বীজ সেবা দিতে সমস্যায় পড়তে হয় ফারুক আহমেদকে। তিনি বলেন, ‘যখন ধান রোপণের মৌসুম আসে, তখন অনেক চাপ থাকে। কখনো স্থানীয়ভাবে শ্রমিকের ব্যবস্থা করতে হয়, কখনো খুলনা অফিস থেকে কাউকে পাঠানো হয়। এভাবে কষ্ট করে অফিস চালাচ্ছি।’
এসব বিষয়ে বিএডিসির প্রধান কার্যালয়ের সংস্থাপন বিভাগের উপপরিচালক মো. শাহিন মিয়া বলেন, ‘একটা সময় বিএডিসির জনবল ছিল ৬ হাজার ৮০০, পরে তা ৫ হাজার ২১৮ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের স্বীকৃতিও পাওয়া গেছে। কিন্তু জনবলের গ্রেডিং কাঠামো নিয়ে মন্ত্রণালয়ের কিছু দাপ্তরিক কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব কাজ হলে নতুন জনবল নিয়োগ দিতে পারব।’

বাগেরহাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সব কটি দপ্তর চরম জনবলসংকটে খুঁড়িয়ে চলছে। বীজ ও উদ্যান, সার-ব্যবস্থাপনা ও ক্ষুদ্র সেচ—এই তিন দপ্তরের সব কটিই জনবলসংকটে ধুঁকছে। ফলে কৃষকেরা তাঁদের প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে যেসব কর্মকর্তা-কর্মচারী আছেন, তাঁদের বিরুদ্ধে কাজে অনীহা, স্বেচ্ছাচারিতা ও সেবাদানের নামে উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছে।
বিএডিসি সূত্রে জানা গেছে, বাগেরহাটে বিএডিসির তিনটি দপ্তর রয়েছে, সেগুলো হলো বিএডিসি-ক্ষুদ্র সেচ, বিএডিসি-বীজ ও উদ্যান এবং বিএডিসি সার-ব্যবস্থাপনা। এগুলোর মধ্যে সেচ দপ্তরে ১৬টি পদের মধ্যে ১১টি শূন্য। উপসহকারী প্রকৌশলী, মেকানিক বা সহকারী মেকানিক, অফিস সহায়ক, গাড়িচালক ও পিয়ন/দারোয়ানের পদ ফাঁকা পড়ে আছে। ফলে কৃষকদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন এই দপ্তরের কর্মকর্তারা।
কৃষকদের অভিযোগ, জনবলসংকটের অজুহাতে নিজেদের খনন করা খাল, চলমান কাজ ও কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ে পরিদর্শনেও যান না কর্মকর্তারা। সেচ সুবিধা দেওয়া এবং কৃষকদের ভাড়ায় শ্যালো মেশিন পাওয়ার ক্ষেত্রেও দপ্তরে আসতে হয় বারবার। অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ছাড়া এই দপ্তরের অধীনে বিভিন্ন খাল খননের কাজ ঠিকাদারের কাছ থেকে চুক্তিতে নিয়ে উপসহকারী প্রকৌশলী এস এম সুজাউদ্দীন নিজে করছেন বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, ‘উপসহকারী প্রকৌশলী সুজাউদ্দীন এখানে আট বছরের বেশি সময় আছেন। দরপত্রে অংশগ্রহণের মাধ্যমে যেসব ঠিকাদার কাজ পান, তাঁদের কাছ থেকে কৌশলে কাজ বাগিয়ে নিয়ে তিনি করেন। যেহেতু তদারকির (সুপারভিশন) দায়িত্বে তিনি, তাই যেনতেনভাবে কাজ করে পার পেয়ে যান।’
কৃষকদের অভিযোগের বিষয়ে জানতে উপসহকারী প্রকৌশলী সুজাউদ্দীনের মোবাইল ফোন কল দেওয়া হলে তিনি তা ধরেননি।
খনন করা খাল পরিদর্শন এবং সেচ নালা পরিদর্শন না করার অভিযোগের বিষয়ে বিএডিসি-সেচ বিভাগ বাগেরহাটের সহকারী প্রকৌশলী প্রিন্স কুমার মল্লিক বলেন, ‘যখন কাজ চলে, তখন পরিদর্শনে যাওয়া হয়। আবার সব জায়গায় নিয়মিত যাওয়া হয় না। লোকবলেরও সংকট রয়েছে। ঠিকাদারের কাজ ভাগাভাগির মাধ্যমে করার বিষয়টিও সত্য নয়।’
এদিকে বিএডিসি-সার ব্যবস্থাপনা বিভাগে রয়েছেন মাত্র একজন গুদামরক্ষক। তাঁকেও বীজ বিভাগ থেকে প্রেষণে পাঠানো হয়েছে। ৪০০ টন ধারণক্ষমতাসম্পন্ন গুদামে সরকারি বেতনভুক্ত একমাত্র কর্মচারী তিনি। এই গুদাম থেকে ডিএপি, টিএসপি ও এমওপি—তিন প্রকারের ৬ হাজার টনের বেশি সার ডিলারদের কাছে বিক্রি হয়।
পিয়ন, নৈশপ্রহরী বা অন্যান্য কর্মচারী না থাকার বিষয়ে গুদামরক্ষক বিশ্বজিত বলেন, ‘আসলে অর্গানোগ্রামে কী আছে জানি না। খুলনার স্যাররা জানেন। আর এখানে বেসরকারি শ্রমিক আছেন। তাঁরা অনেক কাজে সহযোগিতা করেন।’
গুদামরক্ষক দায়িত্ব পালন করছেন সার বিভাগের। ফলে নিয়মিত দাপ্তরিক কাজ ও কৃষকদের বীজ সেবা দিতে সমস্যায় পড়তে হয় ফারুক আহমেদকে। তিনি বলেন, ‘যখন ধান রোপণের মৌসুম আসে, তখন অনেক চাপ থাকে। কখনো স্থানীয়ভাবে শ্রমিকের ব্যবস্থা করতে হয়, কখনো খুলনা অফিস থেকে কাউকে পাঠানো হয়। এভাবে কষ্ট করে অফিস চালাচ্ছি।’
এসব বিষয়ে বিএডিসির প্রধান কার্যালয়ের সংস্থাপন বিভাগের উপপরিচালক মো. শাহিন মিয়া বলেন, ‘একটা সময় বিএডিসির জনবল ছিল ৬ হাজার ৮০০, পরে তা ৫ হাজার ২১৮ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের স্বীকৃতিও পাওয়া গেছে। কিন্তু জনবলের গ্রেডিং কাঠামো নিয়ে মন্ত্রণালয়ের কিছু দাপ্তরিক কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব কাজ হলে নতুন জনবল নিয়োগ দিতে পারব।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১০ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১২ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২২ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩৪ মিনিট আগে