বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভাতিজা হোসাইন শেখের (২৫) হাতে চাচা ইউনুস আলী শেখ (৪১) খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী শেখ ওই গ্রামের মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে এবং ভাতিজা হোসাইন শেখ হলেন ইব্রাহিম শেখের ছেলে।
চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন শেখ ও তাঁর মা বেবিয়া বেগম ওরফে বেবিকে (৪৫) আটক করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সকাল ১১টায় ইউনুস আলী শেখের সঙ্গে তাঁর ভাবি বেবি বেগমের ঝগড়া হয়। এ ঘটনা বেবি বেগম তাঁর ছেলে হোসাইন শেখকে জানায়। এর জেরে সন্ধ্যায় চাচা ইউনুস আলী শেখের ওপর হামলা চালায় ভাতিজা হোসাইন শেখ। গুরুতর আহত অবস্থায় চাচা ইউনুস আলী শেখকে নিকটবর্তী চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসা নুর মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসা নুর জানান, হাসপাতালে আনার পথেই ইউনুস আলীর মৃত্যু হয়েছে। কী দিয়ে আঘাত করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আধা ঘণ্টার মধ্যেই মা ও ছেলেকে আটক করা হয়েছে।

বাগেরহাটের চিতলমারীতে আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ভাতিজা হোসাইন শেখের (২৫) হাতে চাচা ইউনুস আলী শেখ (৪১) খুন হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী শেখ ওই গ্রামের মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে এবং ভাতিজা হোসাইন শেখ হলেন ইব্রাহিম শেখের ছেলে।
চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন শেখ ও তাঁর মা বেবিয়া বেগম ওরফে বেবিকে (৪৫) আটক করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমড়া গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সকাল ১১টায় ইউনুস আলী শেখের সঙ্গে তাঁর ভাবি বেবি বেগমের ঝগড়া হয়। এ ঘটনা বেবি বেগম তাঁর ছেলে হোসাইন শেখকে জানায়। এর জেরে সন্ধ্যায় চাচা ইউনুস আলী শেখের ওপর হামলা চালায় ভাতিজা হোসাইন শেখ। গুরুতর আহত অবস্থায় চাচা ইউনুস আলী শেখকে নিকটবর্তী চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসা নুর মৃত ঘোষণা করেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক আবু ইসা নুর জানান, হাসপাতালে আনার পথেই ইউনুস আলীর মৃত্যু হয়েছে। কী দিয়ে আঘাত করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
চিতলমারী থানার পরিদর্শক এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আধা ঘণ্টার মধ্যেই মা ও ছেলেকে আটক করা হয়েছে।

কেন্দ্রীয় বিএনপির দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জামান মতিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
২ মিনিট আগে
রোববার সন্ধ্যায় মেহেদী গোবরা থেকে মোটরসাইকেলযোগে শহরের বাসায় ফেরার পথে চিত্রা নদীর এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে