বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়ামসংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সুমন, স্টেডিয়ামসংলগ্ন এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু ও এক নারী।
অভিযোগ রয়েছে, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে নিয়ে আসেন। পরে সুমন ও ফখরুল বাবু ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। ভোররাতে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হলে বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পান।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ বিষয়ে বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপকমিশনার আবুল কালাম আজাদ জানান, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশ একটি মামলা করেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যাঁরা অপরাধ করেছেন, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোররাতে স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে বাগেরহাট স্টেডিয়ামসংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী ও মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা মো. সুমন, স্টেডিয়ামসংলগ্ন এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু ও এক নারী।
অভিযোগ রয়েছে, ফখরুল ইসলাম বাবু ওই নারীকে নিয়ে আসেন। পরে সুমন ও ফখরুল বাবু ওই নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন। ভোররাতে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হলে বিষয়টি স্থানীয় বাসিন্দারা টের পান।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এ বিষয়ে বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের উপকমিশনার আবুল কালাম আজাদ জানান, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশ একটি মামলা করেছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া যাঁরা অপরাধ করেছেন, তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।

পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
৫ মিনিট আগে
মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন আরও দুজন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে