বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ এক জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। তাঁর নাম হরিনাথ দাশ। বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা এই জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার বিকেলে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা দপ্তর থেকে ওই জেলেকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে, ১৭ নভেম্বর কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হন ওই জেলে। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন।
উদ্ধার হওয়া জেলে হরিনাথ দাশ কক্সবাজারের বনবিবি গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. তারেক আহম্মেদ বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ১৭ নভেম্বর ১৮ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা জেলে হরিনাথ দাশ একটি খালি ড্রাম জড়িয়ে ধরে সাগরে ভাসতে থাকেন। জীবন বাঁচাতে ওই সময় নোনা পানিও খেয়েছেন তিনি।
ট্রলারডুবির চার দিন পর ২১ নভেম্বর ভারতের জলসীমা থেকে ওই দেশের কোস্টগার্ড তাঁকে উদ্ধার করে। পরবর্তীকালে সাগরে পতাকা মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশি কোস্টগার্ডের জাহাজ বিসিজি স্বাধীন বাংলায় দায়িত্বরতদের কাছে জেলে হরিনাথ দাশকে বুঝিয়ে দেয় ভারতীয় কোস্টগার্ড। বিকেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে হরিনাথ দাশকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিনাথ দাশ বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমাদের ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তেলের খালি একটি ড্রাম দেখতে পাই। ওই ড্রামটি ধরে চার দিন সাগরে বেঁচে রয়েছি। এই সময়ে শুধু সাগরের লোনা পানি খেয়েছি। পরে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা আমাকে উদ্ধার করে। অন্য জেলেরা বেঁচে আছে কি না বা কী হয়েছে—এটা এখন বলতে পারছি না। তবে ওপরে না উঠতে পারলে মৃত্যু ছাড়া উপায় নেই।’

ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ এক জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড। তাঁর নাম হরিনাথ দাশ। বঙ্গোপসাগরে ভারতীয় সীমানায় ভাসতে থাকা এই জেলেকে উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার বিকেলে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা দপ্তর থেকে ওই জেলেকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর আগে, ১৭ নভেম্বর কক্সবাজারের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হন ওই জেলে। ওই ট্রলারে ১৮ জন জেলে ছিলেন।
উদ্ধার হওয়া জেলে হরিনাথ দাশ কক্সবাজারের বনবিবি গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. তারেক আহম্মেদ বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ১৭ নভেম্বর ১৮ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে থাকা জেলে হরিনাথ দাশ একটি খালি ড্রাম জড়িয়ে ধরে সাগরে ভাসতে থাকেন। জীবন বাঁচাতে ওই সময় নোনা পানিও খেয়েছেন তিনি।
ট্রলারডুবির চার দিন পর ২১ নভেম্বর ভারতের জলসীমা থেকে ওই দেশের কোস্টগার্ড তাঁকে উদ্ধার করে। পরবর্তীকালে সাগরে পতাকা মিটিংয়ের মাধ্যমে বাংলাদেশি কোস্টগার্ডের জাহাজ বিসিজি স্বাধীন বাংলায় দায়িত্বরতদের কাছে জেলে হরিনাথ দাশকে বুঝিয়ে দেয় ভারতীয় কোস্টগার্ড। বিকেলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে হরিনাথ দাশকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হরিনাথ দাশ বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমাদের ফিশিং ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা যে যার মতো জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তেলের খালি একটি ড্রাম দেখতে পাই। ওই ড্রামটি ধরে চার দিন সাগরে বেঁচে রয়েছি। এই সময়ে শুধু সাগরের লোনা পানি খেয়েছি। পরে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা আমাকে উদ্ধার করে। অন্য জেলেরা বেঁচে আছে কি না বা কী হয়েছে—এটা এখন বলতে পারছি না। তবে ওপরে না উঠতে পারলে মৃত্যু ছাড়া উপায় নেই।’

পুরান ঢাকার ভাটিখানা এলাকা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১৮ জানুয়ারি) রাতে একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
২ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২ ঘণ্টা আগে