সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় জামায়াতের প্রতিবাদ সভা পণ্ড হয়ে গেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জামায়াতের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১০ নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই জামায়াত নেতা হলেন মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আহত জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলি।
জামায়াত নেতারা জানান, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াতের নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জামায়াত নেতারা সমাবেশস্থলে উপস্থিত হলে হঠাৎ ২০-৩০ জন অস্ত্রধারী সেখানে উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই জামায়াত নেতা গুলিবিদ্ধ হন। আহত হন ১০ জন। এ সময় সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ জামায়াতের ৭-৮ জন নেতা-কর্মীকে অবরুদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ জামায়াতের নেতা-কর্মীদের উদ্ধার করে।
হামলায় আহত সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলি বলেন, ‘জামায়াত-সমর্থিত ওই প্রধান শিক্ষকের ওপর গত বুধবার রাতে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভার আয়োজন করেছি। কিন্তু যখন নেতারা ধীরে ধীরে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছিলেন, তখন হঠাৎ সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়।’
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, অবরুদ্ধ জামায়াতের নেতা-কর্মীদের উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় জামায়াতের প্রতিবাদ সভা পণ্ড হয়ে গেছে। এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জামায়াতের দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১০ নেতা-কর্মী। আজ শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই জামায়াত নেতা হলেন মোহাম্মদ আলী ও আব্দুস সালাম। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আহত জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলি।
জামায়াত নেতারা জানান, জঙ্গল সলিমপুর এসএস পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াতের নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। জামায়াত নেতারা সমাবেশস্থলে উপস্থিত হলে হঠাৎ ২০-৩০ জন অস্ত্রধারী সেখানে উপস্থিত হয়ে অতর্কিত গুলি ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে দুই জামায়াত নেতা গুলিবিদ্ধ হন। আহত হন ১০ জন। এ সময় সন্ত্রাসীরা চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীসহ জামায়াতের ৭-৮ জন নেতা-কর্মীকে অবরুদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ জামায়াতের নেতা-কর্মীদের উদ্ধার করে।
হামলায় আহত সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলি বলেন, ‘জামায়াত-সমর্থিত ওই প্রধান শিক্ষকের ওপর গত বুধবার রাতে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সভার আয়োজন করেছি। কিন্তু যখন নেতারা ধীরে ধীরে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছিলেন, তখন হঠাৎ সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়।’
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, অবরুদ্ধ জামায়াতের নেতা-কর্মীদের উদ্ধারের পাশাপাশি আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
৬ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৩৭ মিনিট আগে