নিজস্ব প্রতিবেদক, বরিশাল

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা প্রতিরোধে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। আজ শনিবার (৩১ মে) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরবাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে জাপার মিছিলটি বের হয়ে সদর রোডে ওঠার সময় হামলার শিকার হয়। লাঠিসোঁটা হাতে একদল লোক মিছিলের ওপর হামলা চালালে জাপার কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
হামলাকারীদের কয়েকজন নিকটবর্তী দোকানে আশ্রয় নিলে জাপার কর্মীরা সেখানে ঢুকে তাদের পিটিয়ে আহত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফয়সাল ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি ও কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মিরাজ হোসেন রয়েছেন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল অভিযোগ করেন, ‘এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। বরিশালে তাদের থাকতে দেওয়া হবে না।’ তিনি দাবি করেন, এ হামলায় তিনিসহ অন্তত ৬ জন জাপা নেতা আহত হয়েছেন।

তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, তাদের নেতা-কর্মীরা কোনো হামলা করেনি, বরং মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
জেলার ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ সাব্বির বলেন, ‘আমরা বিএম কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা শেষে সদর রোডের পাশে চা খাচ্ছিলাম। এ সময় জাপার মিছিল থেকে আমাদের লক্ষ্য করে হামলা করা হয়। হামলাকারীদের একজনকে আমরা আটক করে পুলিশে দিয়েছি।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় কেউ আটক হয়নি। জাপার কর্মীরা মারধরের পর একজনকে আমাদের হাতে তুলে দেয়, আমরা তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাল্টা প্রতিরোধে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে গণঅধিকার পরিষদের জেলা ও মহানগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন। আজ শনিবার (৩১ মে) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফকিরবাড়ি সড়কের দলীয় কার্যালয় থেকে জাপার মিছিলটি বের হয়ে সদর রোডে ওঠার সময় হামলার শিকার হয়। লাঠিসোঁটা হাতে একদল লোক মিছিলের ওপর হামলা চালালে জাপার কর্মীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
হামলাকারীদের কয়েকজন নিকটবর্তী দোকানে আশ্রয় নিলে জাপার কর্মীরা সেখানে ঢুকে তাদের পিটিয়ে আহত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জানা গেছে, আহত ব্যক্তিদের মধ্যে গণঅধিকার পরিষদের জেলা সভাপতি শামিম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফয়সাল ফরহাদ, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি ও কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক মিরাজ হোসেন রয়েছেন। তাঁদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক ও জাপা চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল অভিযোগ করেন, ‘এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) পরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। বরিশালে তাদের থাকতে দেওয়া হবে না।’ তিনি দাবি করেন, এ হামলায় তিনিসহ অন্তত ৬ জন জাপা নেতা আহত হয়েছেন।

তবে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, তাদের নেতা-কর্মীরা কোনো হামলা করেনি, বরং মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়েছে।
জেলার ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক তৌফিক আহমেদ সাব্বির বলেন, ‘আমরা বিএম কলেজে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা শেষে সদর রোডের পাশে চা খাচ্ছিলাম। এ সময় জাপার মিছিল থেকে আমাদের লক্ষ্য করে হামলা করা হয়। হামলাকারীদের একজনকে আমরা আটক করে পুলিশে দিয়েছি।’
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় কেউ আটক হয়নি। জাপার কর্মীরা মারধরের পর একজনকে আমাদের হাতে তুলে দেয়, আমরা তাকে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
৪ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
৬ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
২৪ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১ ঘণ্টা আগে