নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ নির্দেশ দেন।
এ ছাড়া সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শিল্পপতি নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, তুরিন আফরোজকে মিরপুর থানার অধীন পারভেজ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালে মিরপুর–১০ নম্বরের একটি গলিতে নিহত হন পারভেজ হোসেন। এরপর নভেম্বরের ৩ তারিখ নুর ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেন।
৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ধানমন্ডি থানার এক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, একই থানায় আরেক মামলায় নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন—

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ নির্দেশ দেন।
এ ছাড়া সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, সাবেক অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমান, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, শিল্পপতি নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রত্যেককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলাসংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে গ্রেপ্তার দেখিয়ে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, তুরিন আফরোজকে মিরপুর থানার অধীন পারভেজ হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিল চলাকালে মিরপুর–১০ নম্বরের একটি গলিতে নিহত হন পারভেজ হোসেন। এরপর নভেম্বরের ৩ তারিখ নুর ইসলাম নামের এক ব্যক্তি মামলা করেন।
৭ এপ্রিল রাতে উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।
এদিকে ধানমন্ডি থানার এক মামলায় সিআইডির বরখাস্ত ডিআইজি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও অতিরিক্ত ডিআইজি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানার আরেক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, একই থানায় আরেক মামলায় নজরুল ইসলাম মজুমদার ও ছাত্রলীগ নেত্রী খাদিজা আক্তার ঊর্মিকে গ্রেপ্তার দেখানো হয়।
আরও পড়ুন—

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
৩৮ মিনিট আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
১ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে