বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

জুলাই আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। তার চিকিৎসার খরচ জোগাতে বাবাকে রিকশা ও গরু বিক্রি করতে হয়েছিল।
হৃদয় বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক মো. আনসার হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় ঢাকায় থেকে দিনমজুরের কাজ করত। ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে সে ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তার মাথায় তিনটি গুলি লাগে।
আওয়ামী লীগ সরকারের সময় হৃদয়কে গোপনে চিকিৎসা দেওয়া হয়। ৫ আগস্ট সরকারের পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও অবস্থার অবনতির আশঙ্কায় একটি গুলি বের করতে পারেননি। ফলে পুরোপুরি সুস্থ হয়নি হৃদয়। বিভিন্ন সময়ে সে অস্থির হয়ে পড়ত, প্রচণ্ড জ্বর উঠত। গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের সম্বল রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। মাথার তিনটা গুলির দুইটা বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। আরেকটা গুলি বের করা সম্ভব হয়নি। দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে থাকত।’
হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। ওর মাথার ভেতরে একটা গুলি ছিল। ওটা বের করতে পারেননি চিকিৎসকেরা। এতে ওর প্রচুর ব্যথা হতো এবং মাঝে মাঝে তীব্র জ্বর উঠত। কোনো সংগঠন বা ব্যক্তি আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমরা আমার ভাইকে হারিয়েছি।’
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘হৃদয়কে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলি। পরিবার সময়মতো বরিশালে নিতে পারেনি। বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।’

জুলাই আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মো. আশিকুর রহমান হৃদয় (১৭) মারা গেছে। পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়। তার চিকিৎসার খরচ জোগাতে বাবাকে রিকশা ও গরু বিক্রি করতে হয়েছিল।
হৃদয় বাউফল উপজেলার পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক মো. আনসার হাওলাদারের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, হৃদয় ঢাকায় থেকে দিনমজুরের কাজ করত। ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে সে ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়। তার মাথায় তিনটি গুলি লাগে।
আওয়ামী লীগ সরকারের সময় হৃদয়কে গোপনে চিকিৎসা দেওয়া হয়। ৫ আগস্ট সরকারের পতনের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। চিকিৎসকেরা মাথা থেকে দুটি গুলি বের করতে পারলেও অবস্থার অবনতির আশঙ্কায় একটি গুলি বের করতে পারেননি। ফলে পুরোপুরি সুস্থ হয়নি হৃদয়। বিভিন্ন সময়ে সে অস্থির হয়ে পড়ত, প্রচণ্ড জ্বর উঠত। গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়ে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হৃদয়ের বাবা আনসার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের সম্বল রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি। মাথার তিনটা গুলির দুইটা বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা। আরেকটা গুলি বের করা সম্ভব হয়নি। দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হলে হয়তো আমার ছেলে বেঁচে থাকত।’
হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, ‘দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। ওর মাথার ভেতরে একটা গুলি ছিল। ওটা বের করতে পারেননি চিকিৎসকেরা। এতে ওর প্রচুর ব্যথা হতো এবং মাঝে মাঝে তীব্র জ্বর উঠত। কোনো সংগঠন বা ব্যক্তি আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমরা আমার ভাইকে হারিয়েছি।’
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রউফ বলেন, ‘হৃদয়কে ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলি। পরিবার সময়মতো বরিশালে নিতে পারেনি। বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।’

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে