ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে মহাসড়কটি পরিদর্শনে আসে দিনাজপুর দুদকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘মহাসড়কজুড়ে “আলপথ”, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
আজ দুপুরে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনসহ তদন্তে এসে দুদকের দলটি সড়ক মাপজোখ করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান সরকার, সহকারী পরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক খাইরুল বাশার, সহকারী পরিদর্শক শাহাজান আলী।
এদিকে তদন্ত কমিটির সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী সড়ক উপবিভাগ ও দিনাজপুর সড়ক উপবিভাগ) আমানুল্লাহ আমান। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমি নতুন এসেছি। এ ছাড়া সড়কের কাজের সময় আমি ছিলাম না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’
তদন্তকালে দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান সরকার বলেন, ‘দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি নির্মাণে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক আমরা দিনাজপুর দুদক জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে দিনাজপুর থেকে বিরামপুর পর্যন্ত এসেছি, এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেখেছি ফুলবাড়ী টু বিরামপুর পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘আমরা গোবিন্দগঞ্জ পর্যন্ত যাব এবং তদন্ত করে তথ্য সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করে কমিশনে পাঠাব। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম করব।’

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে মহাসড়কটি পরিদর্শনে আসে দিনাজপুর দুদকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। এর আগে গত ২৩ মার্চ দৈনিক আজকের পত্রিকায় ‘মহাসড়কজুড়ে “আলপথ”, ঝুঁকি নিয়ে চলছে গাড়ি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
আজ দুপুরে দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক পরিদর্শনসহ তদন্তে এসে দুদকের দলটি সড়ক মাপজোখ করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান সরকার, সহকারী পরিচালক ইসমাইল হোসেন, সহকারী পরিচালক খাইরুল বাশার, সহকারী পরিদর্শক শাহাজান আলী।
এদিকে তদন্ত কমিটির সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী (ফুলবাড়ী সড়ক উপবিভাগ ও দিনাজপুর সড়ক উপবিভাগ) আমানুল্লাহ আমান। এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমি নতুন এসেছি। এ ছাড়া সড়কের কাজের সময় আমি ছিলাম না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে পারব না।’
তদন্তকালে দিনাজপুর দুদকের উপপরিচালক আতাউর রহমান সরকার বলেন, ‘দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি নির্মাণে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আমাদের অভিযান পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক আমরা দিনাজপুর দুদক জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে দিনাজপুর থেকে বিরামপুর পর্যন্ত এসেছি, এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা দেখেছি ফুলবাড়ী টু বিরামপুর পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘আমরা গোবিন্দগঞ্জ পর্যন্ত যাব এবং তদন্ত করে তথ্য সংগ্রহ করে সেগুলো পর্যালোচনা করে কমিশনে পাঠাব। এরপর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম করব।’

সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
শতকোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (আইসিএল) ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ওরফে আইসিএল শফিককে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়ানোর জন্য আজ সময় এসেছে। রাষ্ট্রের ক্ষমতা বেশি বেড়ে গেলে জনগণের অসুবিধা হয়, ফ্যাসিজম সৃষ্টি হয়। আমরা আগামী দিনে এই পরিবর্তন আনতে চাই।’
১ ঘণ্টা আগে