নিজস্ব প্রতিবেদক

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সরাসরি বা ভার্চ্যুয়াল সভা, সেমিনার ও কর্মশালায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে হলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন নিতে হবে।
মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাকে নিয়ে সভা করার আগে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আলোচনা করে সেই সভার তারিখ নির্ধারণ করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার আয়োজিত সরাসরি বা ভার্চ্যুয়াল প্লাটফর্মের বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা এবং ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ছাড়া বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
একাধিক মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা একই দিন একই সময়ে অনলাইন প্লাটফর্মে সভা, সেমিনার, কর্মশালা বা ভিডিও কনফারেন্স আহ্বান করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের অংশ নেওয়ার অনুরোধ করছে বলে পরিপত্রে জানানো হয়েছে।
এতে একদিকে প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ এসব বিষয়ে অবহিত না থাকায় মাঠ প্রশাসনের সাথে মন্ত্রিপরিষদ বিভাগের যোগাযোগ বা সমন্বয় ব্যাহত হচ্ছে।
রুলস অব বিজনেস অনুযায়ী বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ প্রশাসন এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের দায়িত্ব যে মন্ত্রিপরিষদ বিভাগের হাতে ন্যস্ত তা পরিপত্রে মনে করিয়ে দেওয়া হয়েছে।
‘মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তাকে মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা আয়োজিত কোনো সভা, সেমিনার, কর্মশালা বা ভিডিও কনফারেন্সে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণ বাঞ্চনীয়।’
এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য কোনো সভা আহ্বান করা হলে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আলোচনা করে সেই সভার তারিখ নির্ধারণ করা সমীচীন বলেও পরিপত্রে বলা হয়েছে।
সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসদের এই পরিপত্র পাঠানো হয়েছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সরাসরি বা ভার্চ্যুয়াল সভা, সেমিনার ও কর্মশালায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানাতে হলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন নিতে হবে।
মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাকে নিয়ে সভা করার আগে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আলোচনা করে সেই সভার তারিখ নির্ধারণ করতে হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে জানানো হয়েছে।
পরিপত্রে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার আয়োজিত সরাসরি বা ভার্চ্যুয়াল প্লাটফর্মের বিভিন্ন সভা, সেমিনার, কর্মশালা এবং ভিডিও কনফারেন্সে অংশগ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি ছাড়া বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের আমন্ত্রণ জানানো হচ্ছে।
একাধিক মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থা একই দিন একই সময়ে অনলাইন প্লাটফর্মে সভা, সেমিনার, কর্মশালা বা ভিডিও কনফারেন্স আহ্বান করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের অংশ নেওয়ার অনুরোধ করছে বলে পরিপত্রে জানানো হয়েছে।
এতে একদিকে প্রশাসনিক শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ এসব বিষয়ে অবহিত না থাকায় মাঠ প্রশাসনের সাথে মন্ত্রিপরিষদ বিভাগের যোগাযোগ বা সমন্বয় ব্যাহত হচ্ছে।
রুলস অব বিজনেস অনুযায়ী বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের সাধারণ প্রশাসন এবং আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের দায়িত্ব যে মন্ত্রিপরিষদ বিভাগের হাতে ন্যস্ত তা পরিপত্রে মনে করিয়ে দেওয়া হয়েছে।
‘মাঠ প্রশাসনের কোনো কর্মকর্তাকে মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থা আয়োজিত কোনো সভা, সেমিনার, কর্মশালা বা ভিডিও কনফারেন্সে যোগদানের জন্য আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মতি গ্রহণ বাঞ্চনীয়।’
এছাড়া বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য কোনো সভা আহ্বান করা হলে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে আলোচনা করে সেই সভার তারিখ নির্ধারণ করা সমীচীন বলেও পরিপত্রে বলা হয়েছে।
সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসদের এই পরিপত্র পাঠানো হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ-উপাচার্য (প্রোভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তাঁরা মুক্ত হন।
২ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৮ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৯ ঘণ্টা আগে