নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও নানা জটিলতায় বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ আটকে রয়েছে। তাঁকে শপথ পরানোর দাবিতে তাঁর সমর্থকেরা নগর ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এর মধ্যে আজ সোমবার ইশরাককে মেয়র হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।
আজ নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি ছিলেন ইশরাক হোসেন। অনুষ্ঠানের ব্যানারে তাঁর নামের নিচে লেখা ‘মাননীয় মেয়র’।
এদিন সকালে নগর ভবনে গিয়ে দেখা যায়, নগর ভবনের প্রধান ফটক বন্ধ। ভেতরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে কয়েক ভাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।
অডিটোরিয়ামে মতবিনিময় সভার একপর্যায়ে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ইশরাক হোসেনকে ‘মেয়র’ হিসেবে সম্বোধন করে তাঁর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘আজকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগরভবনে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি।’
‘শুধু নগর ভবনের এই অনুষ্ঠানে নয়, যেকোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তাঁরা ব্যানারে আমার নামের পাশে মেয়র লিখতে পারেন। এটা আমার দাবি নয়, জনগণের দাবি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে যা প্রতিষ্ঠা পেয়েছে।’ যোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘আজকে যারা এটা নিয়ে কথা তোলার চেষ্টা করছে, তাদের বলব, তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ হয়ে যাতে কথা বলে। কারণ নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে, তাতে স্পষ্টভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার নামই ঘোষণা করা হয়েছে।’

উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও নানা জটিলতায় বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণ আটকে রয়েছে। তাঁকে শপথ পরানোর দাবিতে তাঁর সমর্থকেরা নগর ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। এর মধ্যে আজ সোমবার ইশরাককে মেয়র হিসেবে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের একাংশ।
আজ নগর ভবনের অডিটোরিয়ামে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি ছিলেন ইশরাক হোসেন। অনুষ্ঠানের ব্যানারে তাঁর নামের নিচে লেখা ‘মাননীয় মেয়র’।
এদিন সকালে নগর ভবনে গিয়ে দেখা যায়, নগর ভবনের প্রধান ফটক বন্ধ। ভেতরে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পরানোর দাবিতে কয়েক ভাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপির নেতা-কর্মীরা।
অডিটোরিয়ামে মতবিনিময় সভার একপর্যায়ে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ইশরাক হোসেনকে ‘মেয়র’ হিসেবে সম্বোধন করে তাঁর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘আজকে শ্রমিক কর্মচারী ইউনিয়নের মাধ্যমে যারা বিভিন্ন পর্যায়ে নগরভবনে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি।’
‘শুধু নগর ভবনের এই অনুষ্ঠানে নয়, যেকোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তাঁরা ব্যানারে আমার নামের পাশে মেয়র লিখতে পারেন। এটা আমার দাবি নয়, জনগণের দাবি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে যা প্রতিষ্ঠা পেয়েছে।’ যোগ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
তিনি বলেন, ‘আজকে যারা এটা নিয়ে কথা তোলার চেষ্টা করছে, তাদের বলব, তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ হয়ে যাতে কথা বলে। কারণ নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে, তাতে স্পষ্টভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আমার নামই ঘোষণা করা হয়েছে।’

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে মাছ ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। সরকারি পুকুরের এসব মাছ গরিবদের মধ্যে বিতরণের নিয়ম থাকলেও নিজেরাই ভাগবাঁটোয়ারা করে নিয়েছেন।
৪১ মিনিট আগে
প্রার্থী ঘোষণা নিয়ে রাজবাড়ীর দুটি আসনেই বিএনপিতে কোন্দল সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া তাদের প্রধান প্রতিপক্ষ জামায়াত। তবে এসবের মধ্যেও বিএনপির প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁরা বলছেন, যেসব সমস্যা আছে, তা মিটে যাবে।
১ ঘণ্টা আগে
দেশে ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সবচেয়ে প্রিয় গন্তব্য কক্সবাজার। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিলেট। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশিদের বিদেশ ভ্রমণও বেড়েছে। সে হিসাবে দেশের গণ্ডি পেরিয়ে দেশি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মালয়েশিয়া।
২ ঘণ্টা আগেরাজধানীতে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলেছে কমিটি।
২ ঘণ্টা আগে